প্রথমে আপনাকে বলব এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । স্বার্থবিহীন ভালোবাসা শুধু পশু প্রাণী থেকেই পাওয়া যায় বর্তমান দিনে! আপনার পোস্টটি পরে জানতে পারলাম আপনার পিকলুর কথাগুলো মনে পড়েছে।
তবে আমরা মানুষেরা বড্ড স্বার্থপর। প্রয়োজন ব্যতীত আমরা মানুষের প্রিয়জন কখনো হয়ে উঠতে পারি না।
আপনার উপরের এই কথাগুলো ১০০% ই বাস্তব! মানুষের প্রয়োজন ছাড়া কেউ কাউকে ভালোবাসো না, কাছেও আসে না। আপনার পোস্টটি পড়ে ভালই লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। অনেকদিন বাদে পিকলুর কাছে ফিরে খুব ভালো লাগছে। যদিও ওর শরীরটা খুব খারাপ তবে আমি থাকলে ও যেন খানিকটা মানসিক দিক থেকে শান্তি পায়, ঠিক যেমনটা আমিও পাই ওর সাথে থেকে। আমার সাথে ওর এই যে অবর্ণনীয় সম্পর্ক, তার আসল নাম বোধহয় নিঃস্বার্থ ভালোবাসা। তবে কখনো যে ওর সাথে আমার সম্পর্কটা এতো গভীর হবে, আমি ভাবিনি। কারণ আমাদের বাড়িতে ওর আশা নিয়ে সব থেকে বেশি আপত্তি আমারই ছিলো।