You are viewing a single comment's thread from:

RE: উদাসীনতা!Apathy!

in Incredible India3 months ago (edited)

প্রথমে আপনাকে বলব আজকের বিষয়বস্তুর হেডলাইন ছিল উদাসীনতা।
আপনার কথাটি আমি সমর্থন করি আপনার এ কথাটি লজিক আছে।
উদাসীনতা একটা ব্যাধি!
যেটা খানিক অজুহাতে সামিল

আপনে উদাসীনকে দুইভাবে বিভক্ত করেছেন!প্রথম; যারা সৃষ্টিশীলতায় নিমজ্জিত রাখেন নিজেদের সর্বক্ষণ!

দ্বিতীয়ত ; যারা জানেন তাদের মাথার উপরে সুরক্ষিত ছত্রছায়া আছে, আর শুধু তাই নয়, তাদের দৈনন্দিন ইচ্ছে পূরণের রসদ, তথা ভবিষ্যৎ সুরক্ষিত!

আপনি এত সুন্দর ভাবে উদাসীনতা নিয়ে মানুষের জীবনের সাথে মিল রেখে বাস্তব উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তা অতুলনীয় যা ভাষায় প্রকাশ করার মতো না।

আপনার সম্পূর্ণ পোস্টটি পড়ে আমি অনুভব করতে পারলাম! আমি হয়তোবা দ্বিতীয় উদাসীনতা তালিকাভুক্ত একজন ব্যক্তি, যাই হোক নিজেকে সব সময় গোছানোর চেষ্টা আছি এবং নিজের চিন্তাভাবনাকে বা স্বপ্নগুলোকে আরো দৃঢ় করার জন্য এগিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই দ্বিতীয় উদাসীনতা থেকে বের হয়ে আসতে পারি, এবং নিজেকে বদলাতে পারি।

আমি একটি কথা সব সময় বিশ্বাস করি।
মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।

Sort:  
 3 months ago 

মাঝেমধ্যে অন্যের খুঁত ধরবার আগে, সমালোচনার পূর্বে যদি আমরা আমাদের উন্নতির দিকে সচেতন হই, তাহলে এরকম অনেক কিছু খুঁজে পাবো, যে বিষয়গুলো নিজেদের উন্নত করতে সহায়ক।
দেখুন যেমন আপনি লেখাটি পড়ে বুঝতে পেরেছেন, আপনি দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত!

এখন বিষয় হল, আপনি এটি উপলব্ধি করবার পরে, আপনি নিজেকে কীভাবে আগামীতে চলবেন!

উদাসীনতা এমন একটা ঘোর যেটা সময়ের চপেটাঘাত পড়লে এক মুহূর্তে উবে যায়।

 3 months ago 

ধন্যবাদ দিদি আপনাকে, এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। আমি অবশ্যই এইসব বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে আগাবো।

 3 months ago (edited)

Thank you so much @nishadi89 mam 💕

 3 months ago 

You are wwelcome dear

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82238.60
ETH 1635.86
USDT 1.00
SBD 0.71