You are viewing a single comment's thread from:

RE: নির্ভেজাল সম্পর্ক!(Immaculate relationship!)

in Incredible India19 days ago (edited)

আপনি ঠিকই বলেছেন, একটি নির্ভেজাল ভালোবাসা খুঁজে পাওয়া যায় বাচ্চাদের কাছ থেকে। ন্যানোর সাথে আপনি যেহেতু ছোটবেলা থেকেই অনেকটি বছর আছেন। হয়তো ন্যানো কথা, আপনার সারাটা জীবন হৃদয়ের স্থানে স্মৃতি হয়ে রয়ে যাবে এই দৃশ্যগুলো। ন্যানো সম্পর্ক জেনে অনেক ভালই লাগলো, ন্যানো ভিডিও গুলো দেখলাম সে অস্থির নাচে সাথে গান গায় খুব মজা করে!

আমার সবচাইতে বেশি হাসি পেয়েছে, ন্যানোর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে! যখন সেয় অস্পষ্ট ভাবে শব্দগুলো বের হচ্ছিল। ওই অনেক খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, বাচ্চারা অল্পতেই খুশি হয়,বা সন্তুষ্ট হয়ে থাকে। মানুষের বয়স বাড়ার সাথে-সাথে চাহিদা ও বেড়ে যায়, আবার অল্পতে সন্তুষ্ট হওয়ার প্রবণতা কমে যায়, সময়ের ব্যবধানে।

সৃষ্টিকর্তা যেন ন্যানোকে সবসময় এই ভাবে হাসিখুশিতে রাখে! এই দোয়াই রইল ওর জন্য। যদি মনে কিছু না করেন, তাহলে একটি প্রশ্ন করি, আপনার পোস্টটি সম্পূর্ণই পড়লাম আমি। কিন্তু ন্যানো আপনার সম্পর্কে কি হয়, ওইটা আপনি বলেননি। আশা করি কমেন্টের মাধ্যমে হয়তো ন্যানো এবং আপনার সম্পর্ক কথাটা বলবেন।

অনুভূতিগুলো উস্কে গেল,
দিচ্ছে মনে উঁকি!
এক্ পা এগোই, দু'পা পিছুই
অপমানের ঝুঁকি!

আমি সবসময়ই বলি,আপনার লেখার ভিতর জীবনের অনেক কিছু ইঙ্গিত করে! যা একটি মানুষের বাস্তব জীবন থেকে শিক্ষা, আমি সর্বশেষ এই কথাটি বলবো

অপমান আসুক যত!
এক পা, দু পা, করে আগাবো তত!
বুকে বাধবো বড় আশা!
দেখবো তখন উকি মেরে!
এই জগতের রং তামাশা!

আপনার জন্য সব সময় দোয়া ও ভালোবাসা রইলো দিদি! ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 18 days ago (edited)

Thanks you so much @wirngo mam for supporting me 💕

 17 days ago 

@mdsuhagmia প্রথমেই দুঃখিত আপনার মন্তব্যের উত্তর দিতে বেশ দেরি হয়ে গেল!

ব্যক্তিগত সহ কমিউনিটির প্রায় সকল কাজ এক হাতে সামাল দিতে গিয়ে নাজেহাল পরিস্থিতি, সাথে শরীর আবারও বেঁকে বসেছে।

বাহ্! আপনি অনু কবিতার শেষ লাইনগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন তাই নয়, সাথে বিষয়বস্তু সাথে বেশ সামঞ্জস্য খুঁজে পেলাম।

শিশুদের সবচাইতে এই নির্ভেজাল মন থাকে বলেই তাদের মনে সৃষ্টিকর্তার বসবাস বলে বিশ্বাস করা হয়।

সেখান কোনো অভিনয় থাকে না, যেটা বড় হতে হতে বেশিরভাগ মানুষ রপ্ত করে ফেলে।

 17 days ago 

এত ব্যস্ততার মাঝে থেকেও আমার কমেন্টের উত্তর দিয়েছেন! এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96136.80
ETH 2616.13
USDT 1.00
SBD 2.53