দুলাভাই তো সত্যিই ঠিক বলেছে,আপনি হাজার টাকার ঘুমটা নষ্ট করেছেন। ছয়টা দিন মানুষটা কত কষ্ট করে এই শীতের সকালবেলা উঠে অফিসে গিয়েছিল। আজকে শুক্রবার তাই একটু দেরি করে ঘুম থেকে উঠতে চেয়েছিল, আপনি সকালবেলায় ঘুমটা নষ্ট করেছেন। আপনার পোস্টটি পড়ে আরেকটি বিষয় জানতে পারলাম। আপনাদের এলাকায় একটি বিল্ডিং এর সাইটে আগুন লেগেছে, এই বিষয়টা জেনে খুবই খারাপ লাগলো। আপনার দৈনিক জীবনের কার্যক্রম পড়ে সত্যিই অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ। আমার কথা ব্যক্তিগতভাবে নিবেন না আপু একটু মজা করলাম।
হা হা হা 🥱
একদম ঠিক কথাই বলেছেন হাজার টাকার ঘুম নষ্ট হয়েছে,
সে তো ছয় দিন ডিউটি করার পরে একদিন ঘুমাতে পারে আর আমি তো সেটাও পারি না। সকালে ঘুম থেকে উঠে আগে মাথার মধ্যে কাজ করে সকালের নাস্তা টা কি তৈরি করবো,,,একেই বলে মেয়ে মানুষ,,