You are viewing a single comment's thread from:

RE: সুন্দরবন যাত্রার শেষ দিন!The last day of the Sundarban journey!

in Incredible India16 days ago

আজকে আপনার সুন্দরবনে, আনন্দের, মুহূর্তের, শেষ দিন ছিল! যা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম, আপনার পোস্টের কিছু ভিডিও দেখে খুব আনন্দ উপভোগ করছি!কেননা এত সুন্দর পাখিদের মেলা, একসাথে এত ঝাক পাখিগুলো, আকাশে উড়ছে যা একটি মনোরম দৃশ্য ছিল। যা ভুলার মত নয়! আমি আশাবাদী এত সুন্দর দৃশ্যটি আপনার স্মৃতি হয়ে থাকবে।
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম,আপনি সুন্দরবন থেকে মধু নিয়ে আসছেন। এই শীতকালে মধুর উপকারিতা অসীম যা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আপনার গিফটের জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত,আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আপনার জন্য দোয়া রইল দিদি।

Sort:  
 15 days ago 

বেশকিছু অচেনা মানুষের সাথে এখানে পরিচিত হলাম, জানিনা ভবিষ্যতে আর কোনদিন দেখা হবে কিনা! সেটার সম্ভাবনা খুবই কম, তাই এই সামান্য উপহার একটা স্মৃতির অংশ হয়ে থাকবে।

সুন্দরবন কিছু জিনিসের জন্য প্রসিদ্ধ তারমধ্যে মধু একটি। তাই সঙ্গে নিয়ে এলাম।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.037
BTC 100334.87
ETH 3157.20
SBD 5.03