You are viewing a single comment's thread from:

RE: বৃক্ষরোপণ উৎসব আর তার সাথে পিকনিক

in Incredible Indiayesterday

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। এই শীতকালে বেশিরভাগ মানুষরা পিকনিক করে থাকে। আমিও প্রতিবছরে পিকনিক করি, কিন্তু এই বছরে কবে যে বন্ধুবান্ধব, বলবে চল সবাই মিলে পিকনিক করি। এই আশায় আছি। আপনাদের পিকনিক দেখে আরো আগ্রহটা বেড়ে গেল। এই পিকনিকের একটা বিষয় সবচাইতে বেশি আকর্ষণ ছিল , আপনারা সবাই মিলে বৃক্ষরোপণ করেছেন। এটা খুব ভালো কাজ, কেননা আপনারা যে বৃক্ষরোপণ করেছেন, এই গাছগুলো একসময় অনেক বড় হবে, অনেক মানুষের উপকারে আসবে।অনেক পশুপাখির আশ্রয়ের স্থান হয়ে থাকবে এই গাছ টা। মানুষ চিরস্থায়ী নয় এই পৃথিবীর বুকে, যখন আপনারা কেউ এক জন থাকবেন না এই পৃথিবীর বুকে। এই গাছটি তার স্মৃতি হিসেবে রয়ে যাবে,এই গাছটিকে যখন আপনারা দেখবেন তখন হয়তোবা আপনার সেই বন্ধুর কথা মনে পরবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 94313.10
ETH 3182.98
USDT 1.00
SBD 2.99