Better Life With Steem || The Diary game || 29 / January / 2025
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
|
---|
|
---|
এমনিতেই আমি ঘুম থেকে উঠি সকাল আটটার দিকে ! আজকে একটু লেট হয়ে গেল, আজকে সকাল দশটা সময় ঘুম থেকে উঠলাম।
গতকাল রাত্রে আমার পাশের বাড়ির গ্যাসের লাইনের আগুন ধরে গিয়েছিল। এর জন্য আমার বাড়ির আশেপাশে সবাই আমরা আতঙ্ক ছিলাম! কি জানি কি হয়। আল্লাই বাঁচাইছে, তাৎক্ষণিকভাবে গ্যাসের লাইনের কাজ করার জন্য লোক চলে আসছে। এবং আগুনটাও নিয়ন্ত্রণ করে ফেলে। তারপর আমাদের বাড়ির আশেপাশের অনেক মানুষই প্রায় রাত তিনটা পর্যন্তই জেগে ছিল!
এর জন্যই আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল।
উঠার পর আমার প্রিয় কবুতরগুলোকে খাদ্য দিলাম, পানি দিলাম, ইত্যাদি আনুষঙ্গিক কাজ করে ফেললাম। এবং আমিও সকাল বেলার নাস্তা করলাম , এমনিতেই আজকে বাসায় কোন কাজ নাই। এইজন্য কবুতরগুলোকে পরিচর্যায় শুরু করলাম! প্রায় অনেকদিন ধরেই কবুতরের খাঁচা পরিস্কার করা হয় না! তাই আজকে নিজের হাত দিয়ে খাঁচা গুলো পরিষ্কার করলাম।
এবং কবুতরের খাঁচাতে তাকিয়ে দেখি আমার নতুন এক জোড়া কবুতর ডিম দিবে, আরেক জোড়া কবুতরের শুধু একটি বাচ্চা ফুটেছে অন্যটি ডিম নষ্ট হয়ে গেছে।
আপনাদের হয়তো বা, এই নতুন জোড়া কবুতরের কথা। আমি আমার আগের একটি পোস্টে বলেছিলাম। নতুন বছরেই এদের জোড়া দিয়েছিলাম।
পরে কবুতরের খাঁচা গুলো পরিষ্কার করার পর। আমিও গোসল করে নিলাম। দুপুরবেলা খাবার খেয়ে এক ঘন্টা রেস্ট করলাম। কিন্তু আমার পিচ্চি ভাগ্নিটার জন্য দুপুরবেলার ঘুমাইতে পারলাম না। ওই শুধু বার-বার আমাকে জ্বালাতন করে। আমার ঘরের জিনিসপত্র উল্টাপাল্টা করে ফেলে হয়তো ওর স্মৃতিগুলো আমি ভীষণ মনে করবে একদিন।
পরে বিকাল বেলা, আব্বা আমাকে বলল, আমার ছোট বোনের নাগরিক সনদপত্র অরজিনাল কাগজগুলো আনার জন্য, কমিশনার অফিসে থেকে। এই উদ্দেশ্য করে, আজকে বিকালবেলা সন্ধ্যার আগে বাসা থেকে বের হলাম।
কমিশনার অফিসে যেয়ে দেখি, এই সন্ধ্যার সময় ও অনেক মানুষের সমাগম কেননা !কয়েকদিন ধরেই তাদের কাজের প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। কারণ, নতুন ভোটারদের কাগজপত্র সঠিকভাবে সম্পন্ন করা, এবং নতুন ভোটারের সঠিক তথ্যগুলো সংগ্রহ করা।
কিছুক্ষণ পরে কমিশনার অফিস থেকে বাসার দিকে রওনা দিলাম! তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল আমাদের খিলক্ষেতে যখন চলে আসলাম। দেখি একটি লোক অটো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। তাকে সবাই ধরে হসপিটালে নিয়ে গেছে। এমনিতো এই অটো গাড়ির জন্য রাস্তায় হাঁটা যায় না, আর এই অটো গাড়িতে যারা রিস্কার ড্রাইভার তারা নিজেকে ভাবে বিমানের পাইলট এত জোরে ছাড়ে যা বলার বাহিরে।
পরে রাতের বেলা, আমার ব্যক্তিগত কাজ আমার seo কাজগুলি নিয়ে বসলাম প্র্যাকটিস করলাম কিছু সময়। কিন্তু ঘরে মন বসে বসছে না, কেন জানি মন চাচ্ছে একটু বাইরে যেয়ে আড্ডা মারি। আরে এমনিতেই এলাকার কারেন্ট চলে গেল। মনে হলো আল্লাহ হয়তোবা আমার কথা শুনেছে। আমিও সুযোগ পেয়ে গেলাম বাসার বাহিরে যাওয়ার। পরে ঝটপট করে বাসার বাহিরে গেলাম।
আজকে এই ভাবেই আমার সারাটা দিন শেষ হলো।
আমি শুকরিয়া করি আল্লাহর কাছে, আমাকে আরেকটি দিনের বাঁচার সুযোগ করে দিয়েছে। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনার দিনের অভিজ্ঞতা বেশ চমৎকারভাবে তুলে ধরেছেন! গ্যাস লাইন দুর্ঘটনার সময় যে আতঙ্ক হয়েছিল, সেটা বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষতি হয়নি। কবুতরগুলোর যত্ন নেওয়ার বিষয়টি সুন্দর লেগেছে, বিশেষ করে নতুন জোড়ার ডিম দেওয়ার খবর!
ভাগ্নির দুষ্টুমি যেমন বিরক্তিকর, তেমনই ভবিষ্যতে মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। নাগরিক সনদপত্র আনতে গিয়ে কমিশনার অফিসের ব্যস্ততা আর অটো দুর্ঘটনার বর্ণনা বাস্তবসম্মত। দিনের শেষে SEO শেখার চেষ্টাও ভালো উদ্যোগ।আল্লাহ আপনাকে ভালো রাখুন।অনেক অনেক শুভকামনা রইলো।।
অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার পরিবারের জন্য দোয়া রইল, ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
TEAM 2
Congratulations! Your post has been upvoted through @steemcurator04. Good post here should be..Thank you @jyoti-thelight mam for supporting me 🙏 💕
শীতের সকাল তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তবে আপনি ঘুম থেকে উঠে প্রথম অবস্থায় আপনার কবুতরের সাথে দেখা করেছেন এটা খুবই ভালো একটা কাজ আপনার কবুতর ডিম পাড়া দিবে এবং একটা বাচ্চা জন্ম দিয়েছে আসলে কবুতরের এই এক সমস্যা ডিম নষ্ট হয়ে গেলে বাচ্চা পড়তে চায় না যাই হোক আপনি আপনার সময়টা অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার করেছেন অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।
গ্যাস খুবই মারাত্মক একটা জিনিস মুহূর্তের মধ্যেই আগুন যেন ছড়িয়ে যায় শুনে ভালো লাগলো ততক্ষণিক গ্যাসের লোক চলে এসেছে।। আর হ্যাঁ রাতে ঘুমাতে দেরি হলে উঠতেও বেশি দেরি হয়।। এছাড়াও দেখতে পেলাম আজকে বেশ কিছু ব্যস্ততার মধ্যে ছিলাম সব মিলিয়ে সুন্দরভাবে দিনটি অতিবাহিত করেছেন।।