Better Life With Steem || The Diary game || 1 / February / 2025
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
গত কাল রাতে একটু দেরি করে ঘুমিয়ে ছিলাম। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল! আজকে ঘুম থেকে উঠলাম, সকাল দশটার দিকে, ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে নিলাম, সকালের নাস্তা করলাম। তারপরে আমার এক বন্ধু আমাকে ফোন দিল বলল, একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার জন্য, আগেই বলে রাখি এত তাড়াহুড়া করে আজকে সকাল বেলা কেন বাসার থেকে বের হলাম। এর কারণ হলো।
আমি পাঁচ মাসের মতন বেকার, আমার হাতে কোন ভালো চাকরি নাই, তাই আমি চিন্তা করছি চাকরি খোঁজার পাশাপাশি যদি একটা ব্যবসা করা যায় । তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। কেননা, জীবনের বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন। আমরা এই টাকার জন্যে কত কিছু না করে থাকি। তাই চিন্তা করলাম, কিছু একটা ব্যবসা করব, তাই কোন কিছু আর না ভেবে, আজকে সকাল বেলায় দশটার দিক বাসার থেকে বের হলাম অটো রিক্সা কিনার জন্য।
আমার গন্তব্যস্থল হল; আমাদের পাশের এলাকার অটো গাড়ির একটা ভালো কারখানা রয়েছে, আজকে আমি সেই কারখানাতে যাচ্ছি অটো গাড়ির অর্ডার দেওয়ার জন্য। এর জন্য আমাকে ২০/২২ দিন অপেক্ষা করতে হবে, কেননা, আমি অটো গাড়ি বানিয়ে নেব তাদের কাছ থেকে। তাই আর কোন কিছু না ভেবে সরাসরি একটি অটো রিক্সা অর্ডার দিয়ে দিলাম। অটো গাড়িটির দাম পরলো এক লক্ষ ২২ হাজার ৫০০ টাকা।
কারখানাতে অটো রিক্সা অর্ডার দেওয়ার পর, বাসায় আসলাম দুপুর চারটা দিকে। বাসায় এসে গোসল করলাম। দুপুরের খাবার খেতে-খেতে আসরের আযান দিয়ে দিল। কিছুক্ষণ পরেই,
আমার ভাতিজি বাসায় দৌড়া,রাইয়া আসলো ।এসে বলছে, শিপু কাকা এক্সিডেন্ট করছে। আমরা তো তাৎক্ষণিকভাবে আমার ভাতিজির কথা শুনে অবাক হয়ে গেলাম।
এই কথা শুনে আম্মাকে সঙ্গে-সঙ্গে শিপু ভাইদের বাসায় পাঠাইলাম খবরটি নেওয়ার জন্য। আম্মায়, শিপুদের বাসায় গিয়ে শুনে সত্যিই শিপু ভাই এক্সিডেন্ট করেছে। শিপু ভাই এখন ঢাকা মেডিকেলে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। আল্লাহ জানে কি হয়, উনার জন্য দোয়া রইল। আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুক, কেননা উনার ছোট-ছোট দুইটা মেয়ে সন্তান রয়েছে। মানুষের জীবনের কোন ভরসাই নাই, জীবন এই আছে এই নাই। এই জীবন নিয়ে আমাদের আবার এত অহংকার কিসের ! একদিকে আমার নতুন ব্যবসার আনন্দের খবর, আবার অপর দিকে আমার পাশের বাড়িতেই দুঃখের খবর।
দুইদিন আগে শিপু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল আমার। শিপু ভাই হল, আমার পাশের বাড়ির, বাড়িওয়ালার ছেলে।
সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে বাসা থেকে বের হলাম। একটু আড্ডা মারার জন্য, প্রায় এক দেড় ঘন্টা মতন আড্ডা মারলাম বন্ধু বান্ধবের সাথে।
আমার খুশির খবরটাও সবাইকে জানাইলাম,
সেই সাথে আমার এই ইনক্রেডিবল পরিবারের সাথে যদি! আমি আনন্দটি ভাগ না করি, তাহলে আমার এই আনন্দটি অপূর্ণই থেকে যেত।
সবাই আমার নতুন ব্যবসার জন্য, দোয়া করবেন। আমার বিশ্বাস, আমার ছোট-ছোট স্বপ্নগুলো একদিন বড় হবে, আর সেই সাফল্য আমার পথের সঙ্গী হবে । সেই সাথে আমার শিপু ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে হায়াত দান করেন । আমিন
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
প্রথমেই আপনাকে অভিনন্দন নতুন একটা বিজনেস দেওয়ার জন্য, সকালবেলা আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে কিন্তু আজকেই অর্ডার দিয়ে ফেলবেন সেটা জানতাম না। বাসায় আনন্দের সাথে দুঃখের একটা খবরও চলে আসলো, কি আর করার সবকিছুর মালিক আল্লাহ আশা করি তিনি সুস্থ হয়ে যাবেন দোয়া রইলো তার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভাবলাম আজকে হলো কিনব! কালকে হলো কিনব, তাই আর কোন কিছু না ভেবেই। আজকেই অর্ডার দিয়ে ফেললাম।
আপনার লেখা পড়ে মিশ্র অনুভূতি হলো একদিকে নতুন ব্যবসার শুভ সূচনা, অন্যদিকে শিপু ভাইয়ের দুর্ঘটনার দুঃসংবাদ। জীবনে সত্যিই কিছুই নিশ্চিত নয়। আপনার উদ্যোগের জন্য শুভকামনা রইলো, ইনশাআল্লাহ সফল হবেন। একইসঙ্গে শিপু ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অতিরিক্ত লেট করে ঘুমালে এই একটা সমস্যা সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায় আসলে পুরুষ মানুষ যদি টাকা ইনকাম না করে তাহলে তার ফ্যামিলি কেন তার প্রিয় মানুষগুলো তার থাকে বাজে আচরণ করা শুরু করে তাই আমি মনে করি চুপচাপ বসে না থেকে কিছু একটা করা উচিত প্রতিটা পেশা আমরা যদি সঠিকভাবে গ্রহণ করে কাজ করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি উত্তম।
আপনি অটো গাড়ি তৈরি করার জন্য অর্ডার দিয়ে এসেছেন যার দাম অনেক বেশি ছিল আশা করি আপনি সেই টাকা পরিশোধ করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনার ভাই এক্সিডেন্ট হয়েছে যার সাথে আপনার গত দুই দিন আগে দেখা হয়েছে হঠাৎ করে এভাবে এক্সিডেন্ট হওয়া আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায় আমরা কেউই জানিনা অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।