নিজের ছায়া

in Incredible India13 days ago (edited)

আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।


ছায়া কি? ছায়া হলো; একটি মানুষের প্রতিচ্ছবি যা আমরা সাধারণ বলে থাকি; সূর্যের আলোর কিরণে সামনে কোন বস্তু বা প্রাণীর ওই প্রতিচ্ছবি হল ছায়া ! আজকে গোসল করে ছাদে উঠলাম রোদ পোহাবো বলে, হঠাৎ সূর্যের আলো এসে যখন শরীলে লাগলো। তখন এই মনটার ভিতর একটা স্বাচ্ছন্দ বোধ কাজ করলো! মনটা কেন জানি, অনেক নরম হয়ে গেল। তখনই এই ছায়া নিয়ে মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। ছায়া আমাদের দেহের সারা জীবনের একটা সঙ্গী। যা আমরা কখনো নিজের থেকে দূরে ঠেলে রাখতে পারব না! তেমনি মানুষ যতই বড় হোক আর যতই পয়সাওয়ালা হোক!

1000007326.jpg
Source

মানুষের ব্যক্তিগত কিছু, বিশেষ চরিত্র কখনো পরিবর্তন সহজে হতে চায় না, মানুষের এই চরিত্র বা মনের যে একটা রূপ!

সেটা মানুষ পরিস্থিতি উপর ভিত্তি করেই পরিবর্তন করে । মানুষ বড়ই অদ্ভুত গিরগিটির চেয়েও বেশি রং পরিবর্তন করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কেন জানি, ছোটবেলার একটি গল্পের কথা মনে পড়ে গেল; শেখ সাদী রাজার আমন্ত্রণে রাজার বাড়িতে গেল! এবং প্রহরীরা গেট খুললো না, কেননা শেখ সাদীর জামা-কাপড়ের, লেবাস ছিল অনেক দরিদ্র মানুষের মতন।

1000007323.jpg

এইসব দেখে প্রহরীরা গেট খুলে নাই। আবার পরের দিন; শেখ সাদী দামী পোশাক পরে রাজার বাড়িতে গেল! তখন প্রহরীরা সঙ্গে-সঙ্গে রাজমহলের গেট খুলে দিল, শেখ সাদী কে প্রবেশ করতে দিল। খাবার টেবিলে, কবিকে দেখে রাজা বলল; আমি আমন্ত্রণ করেছি, আপনাকে গতকালকে, আপনি কবি আজকে আসলেন! কবি কিছুই বলল না, শুধু পোশাকের ভিতর খাবারগুলি ঢুকালো। রাজা দেখে তো অবাক! কবি এইসব কি করছে।

শেখ সাদী হয়তো শুধু কাপড়ের লেবাস এর কথা উল্লেখ করে নাই! পরিবর্তন করতে বলেছিল মানুষের মন্দ মন, যা আমরা এখনো শুধু কাপড়ই পরিবর্তন করি, নিজের ওয়েট ধরে রাখার জন্য। মনের লেবাসটা পরিবর্তন করার চেষ্টা করি না।

1000007325.jpg

মানুষের লেবাস পরিবর্তন করলেই কি ভালো মানুষ হওয়া যায়, আমরা তো সবাই বাহিরে ভালো লেবাস পড়ে আছি! কিন্তু ভিতরে যে একটা মন আছে, ওইটা কখনো পরিবর্তন করি না, বা পরিবর্তন করার চেষ্টাও করি না, কেননা ঐটা,তো সবাই দেখতে পায় না! আমাদের সমাজের কিছু-কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য অনেক কিছুই করে থাকে ইত্যাদি।

★ এই সমাজে খারাপ মনের কদর বেশি! তাই সবাই মন পরিবর্তন না করে লেবাস পরিবর্তন করে★

মানুষের পিছনে যা হাটে তার নাম ছায়া!
আর মানুষ যার পিছনে হাটে তার নাম মায়া!

আজকের গল্পটি এই পর্যন্তই! আশা করি পরবর্তী সময় আবার ভিন্ন একটি বিষয়বস্তু নিয়ে হাজির হব!

★কিছু কথা★

আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন!ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦

২০/ জানুয়ারি /২০২৫


Sort:  
 13 days ago 

Thank you for always supporting me 💕

Loading...
 10 days ago 

এখনো এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা কিনা পোশাক দেখে নিজেদের মানুষদেরকে বিচার করে এটা করা মোটেও ঠিক না আসলে নিজের ছায়া খুবই পরম বন্ধু যাকে আমরা চেষ্টা করলেও দূরে ঠেলে দিতে পারেনা।

শেখ সাদীর গল্প আমি নিজেও পড়েছি তবে এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় যে আপনার ছাড়া ফাটা পোশাক আপনাকে কখনোই ভালো মানুষের সামনে নিয়ে যেতে পারবে না কারণ তারা নিজেদের পোশাক এবং নিজেদের অবস্থান সম্পর্কে অনেক বেশি অহংকার করে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 10 days ago 

আমার পোস্টটি সম্পূর্ণভাবে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

 10 days ago 

দাদ প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। দাদা আপনি ঠিকই বলেছেন ছায়া আমাদের সারা জীবনের একটা পারফেক্ট জীবনসঙ্গী। যে কখনোই আমাদের ছেড়ে চলে যায় না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে থাকে। আজকে আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো দাদা।

ভালো থাকবেন। ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর পোস্টের অপেক্ষায় থাকলাম।

 10 days ago 

ধন্যবাদ দাদা খুব ভালো একটি মন্তব্য করার জন্য।

 8 days ago 

শীতের মধ্যে রোদের দেখা পাওয়ার একটা সৌভাগ্য কারণ বর্তমান সময়ে অনেক বেশি শীত পড়েছে বেশ কয়েকদিন হয় রোদের দেখা পাচ্ছি না।।

ছায়া নিয়ে অনেক সুন্দর বক্তব্য করেছেন এছাড়াও ছোটবেলার একটি গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন।। সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে আপনি পোস্টটা সাজিয়েছেন।। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.036
BTC 99202.15
ETH 3090.40
SBD 3.77