পরিস্থিতির শিকার
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
মানুষের টাকার জন্য কত কিছু না করে, কেউ ভিক্ষা করে কেউ চুরি করে কেউ বা আবার কেউবা আবার ডাক্তারি করে ইত্যাদি। বিভিন্ন পেশায় মানুষ আমাদের চারদিকে বসবাস করে। আমার এই ছোট্ট একটি জীবনে আমি কত ভদ্রলোক মানুষ দেখেছি। যে পেটের খোদার কারণে এলাকার থেকে দূরে যেয়ে বাটপারি ও জীবিকা নির্বাহ করে। আমার কাছে মনে হয় এই সব কিছুই করতে বিশেষ কোনো পরিস্থিতির শিকার হয় মানুষ। একটা ভালো মানুষকে খারাপ হতে বাধ্য করে। গতকাল রাতে এমন একটি ঘটনা সম্মুখীন হয়েছি আমি, আমাদের পাশের বাড়ি চুরি করতে চলে এসেছিল। আমি বেশিরভাগ সময়েই অনেক রাত জেগে থাকি, এটা হয়তোবা আমার অনেক একটা বদ অভ্যাস। এর জন্য বাবা-মা আমাকে সবসময়ই বোকা বাজি করে।
রাতে যদি ঘুম না আসে, আর যদি ঘরে ভালো না লাগে, তাহলে আমি প্রায় সময় ছাদে যাই। কালকে রাত একটার পরে আমি একটু ছাদে গিয়েছিলাম। পানির মোটরের সুইচ বন্ধ করতে, আর টাংকিতে পানি সম্পন্ন উঠছে নাকি, এটা চেক করার জন্য। আমি দেখি, আমার পাশের বাসার এক ভাড়াটিয়া রুমে একটা ছেলে, বয়স হয়তোবা আমার থেকে পাঁচ সাত বছরের ছোট হবে। রাস্তার এক পাশ থেকে ওই পাশে হাটতাছে, তখনো আমি ততটা তার দিকে লক্ষ্য করি নাই। ছাদ থেকে ভাবলাম হয়তোবা কোন পথযাত্রী হবে। কিছুক্ষণ পর দেখলাম, এই ছেলেটা আমার পাশের বাসার যে ভাড়াটিয়ার রুমে তালা ঝোলানো ছিল। ঐ রুমের পাশে সে দাঁড়িয়ে রয়েছে।
তখন আমি ওই চোরের দিকে একটু লক্ষ্য রাখলাম। সেয় কি করে, কিছুক্ষণ পর দেখি, চোরের হাতে একটা চাবি, অন্য হাতে একটা লোহার চিকন শিক, এই দিয়ে তালা খোলার চেষ্টা করছে। এই সব কিছু দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম এটা চোর। আগে একটু বলে রাখি, এই বাড়ির মালিকের পরিবার নিয়ে এই বাসায় থাকে না তারা, তাঁরা অন্য এলাকায় থাকে। এই বাসার ম্যানেজারের নাম্বার নাই আমার কাছে। তাই, আমি ঝটপট করে বাড়িওয়ালার ছেলের কাছে ফোন দিলাম। কিন্তু এত রাতে উনি আমার ফোনটা রিসিভ করল না। এই সময়ের মধ্যে আমি শুধু চিন্তা করতাছি, যদি চোরে চাবি খুলে ভিতরে ঢুকে, তাহলে আমি ছাদ থেকে নেমে ঘরের ছিটকারি লাগিয়ে দিব। তখন, আমি আশেপাশের মানুষকে চিৎকার করে ডাকবো।
এই কয়েক সেকেন্ডের মধ্যেই। আমি দেখলাম চোরের চেষ্টা সফল হতে চলেছে। তার হাতের চাবি তালায় প্রবেশ করে, সে ধীরে-ধীরে তালাটি খুলে ফেলবে। আমি দ্রুত ভাবে ছাদ থেকে নিচে নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তবুও মনে হচ্ছিল যদি এখন চিৎকার করি, হয়তো সে পালিয়ে যাবে।
সেই মুহূর্তে আমি রুমের দরজার কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলাম। এবং কিছু ছবি তুললাম। কিছুক্ষণের মধ্যে আমি চিৎকার করে আশেপাশের মানুষদের ডাকলাম, চুর -চুর করে ! আওয়াজ শুনে কিছু প্রতিবেশী জেগে উঠল। আমাকে দেখে চোরটি দৌড় দিয়ে পালিয়ে গেল। পরে আর কি! ওই বাড়ির ম্যানেজার আমার চিৎকারের শব্দ শুনে বাসা থেকে বের হয়েছে। এই ভাড়াটিয়ার ভাগ্য ভালো যে তালাটি খুলতে পারে নাই।
আজকে সকাল বেলা বাড়ির মালিকের ছেলে আমাকে ফোন দিল। তখন আমি পুরো ঘটনাটি তাকে জানালাম। সত্য কথা বলতে কি! আমারও ইচ্ছা ছিল না চোরটি আমাদের হাতে ধরা পড়ুক। আমি হয়তোবা তাকে মারতাম না, কিন্তু আশেপাশের মানুষ তাকে প্রচন্ডভাবে মারধর করত যা আমার সহ্য হতো না। আমি একটি বিষয় বিশ্বাস করি, মানুষের পরিস্থিতি স্বীকার হলে এরকম ঘটনা গুলি মানুষ ঘটিয়ে থাকে। এর জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা, আমরা নিজেরাই, হয়তোবা, আমার এই পোস্টটি পড়ে কয়েকজন বলবে, চোরের প্রতি ভালোবাসা। খারাপ তো, কেউ মায়ের পেট থেকে বের হয়ে হয় না। খারাপ করে এই ভদ্র সমাজের মানুষগুলো।
আমার যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Thank you so much 💕
আপনার অভিজ্ঞতাটি পড়তে গিয়ে মনে হলো যেন একটি থ্রিলার গল্প পড়ছি! চোরটিকে হাতেনাতে ধরার প্রস্তুতি, সেই মুহূর্তের উত্তেজনা সবকিছুই চমৎকারভাবে বর্ণনা করেছেন। সত্যিই, কেউ খারাপ হয়ে জন্মায় না, পরিস্থিতিই অনেককে বাধ্য করে। তবে সমাজের জন্য এসব অন্যায় রুখে দাঁড়ানোও জরুরি। আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়! আল্লাহ আপনাকে হেফাজত করুন।
অতি চমৎকার একটি মন্তব্য করেছেন আপু। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।