কিছু ফুলের ফটোগ্রাফি 🌺
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকে আমার বিষয়বস্তু হলো, কিছু ফুলের সম্পর্কে কিছু বলা এবং কিছু ফুলের ফটোগ্রাফি! আশা করি সবার ভালো লাগবে।
ফুল প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমাদের মনকে প্রশান্তি দেয়। ফুল হল এক রকমের শান্তির বার্তা, যা আমাদের জানান দেয়-প্রকৃতির সৌন্দর্য সব সময় আমাদের আশেপাশেই আছে। ফুলের কোমলতা আমাদের শেখায়, যতই কঠিন সময় আসুক, জীবনকে সুন্দর ভাবে রাখতে হবে।
এই ফুলের সম্পর্কে আমি গুগল ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করেছি। এই গাজানিয়া রিগেনস ফুলটি দেখতে যেমন; সুন্দর, মানুষের মন কেড়ে নেয়ে অতি সহজে। এই ফুলের পরিবার; Asteraceae এর উৎপত্তি দক্ষিন আফ্রিকা ! এই ফুলটি বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন; সাদা, ক্রিম, হলুদ, সোনালি, কমলা, গোলাপী এবং গাঢ় লাল এর পাতা হল; লম্বা এবং সরু। গাজানিয়া রিগেনস একটি জনপ্রিয় বাগানের ফুল রৌদ্রোজ্জ্বল পরিস্থিতিতে উন্নতি করার ক্ষমতার জন্য পরিচিত। গাজানিয়া রিগেনস বিভিন্ন প্রকার হয়ে থাকে, যার মধ্যে রয়েছে!
এই ফুলের পাপড়িতে গাঢ় বাদামী এবং কালো ডোরা সহ কমলা এবং হলুদ রঙ রয়েছে। যা ফুলটিকে আরো সুন্দর্য বাড়িয়ে দিয়েছে।
গাজানিয়ার বৃদ্ধি এবং যত্ন নেওয়ার জন্য নিচে। কিছু টিপস নিচে দেওয়া হলঃ
গাজানিয়া ভালোভাবে নিষ্কাশন করা মাটিতে এমন জায়গায় রোপণ করুন যেখানে পূর্ণ রোদ থাকে। এই ফুলটি প্রতিদিন কমপক্ষে ৬ ঘন্টা রৌদ্রে রাখেন। রোপণের সময়, গাছগুলিকে প্রায় ১২ ইঞ্চি দূরে রাখুন, ঠান্ডা জলবায়ুতে থেকে!
এই গাজানিয়া রিগেনস বীজ দ্বারা বা শিকড় বিভক্ত করে বংশবিস্তার করা যায়। বীজ দ্বারা বংশবিস্তার করার জন্য, একটি ভাল-নিষ্কাশিত মাটির মিশ্রণে বীজ বপন করতে হবে এবং বীজ অঙ্কুরিত না হওয়া পর্যন্ত মাটিকে আর্দ্র রাখুন। শিকড়কে বিভক্ত করে বংশবিস্তার করার জন্য, গাছের শিকড়গুলিকে আলতো করে ছোট - ছোট অংশে বিভক্ত করুন! এবং প্রতিটি অংশে রোপণ করুন এইভাবে গাজানিয়া ফুল গাছটি খুব অতি সহজে বংশবিস্তার করা যায়।
এই রক্ত জবা ফুলটা বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকে! সাধারণত মেয়েরা পছন্দ করে থাকে। মেয়েদের চুলের খোঁপায় এই ফুলটি আরো সুন্দর্য বৃদ্ধি করে । এই ফুলটি পূজা মন্ডবে ব্যবহার করা হয়ে থাকে। আরও বিভিন্ন স্থানে ফুলটি ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এই ফুলটি দেখতে ও অনেক সুন্দর এবং এই ফুলটির গাছ বিশাল বড় হয়ে থাকে অন্য ফুলের গাছ থেকে। এই ফুলটি অনেক রঙেরই হয়ে থাকে, যার মধ্যে বেশি দেখা যায় রক্ত জবা লাল ফুল ।
এছাড়া সাদা জবা ফুলটা সচরাচর দেখা যায় না, আমি যখন একটি নার্সারিতে ঘুরতে গিয়েছি! তখন আমার চোখে পড়ে গেল এই সাদা জবা ফুলটি, দেখতে অনেক সুন্দর লাগছিল, পরে কিছু ফটোগ্রাফি করলাম।
আজকে এই ফুলের ফটোগ্রাফি দিয়ে পোস্টটি শেষ করলাম! আশা করি পরবর্তী সময় ভিন্ন কিছু পোস্ট নিয়ে, আপনাদের সাথে হাজির হব। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনি আজকে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন, আজকে আপনার পোষ্টের মাধ্যমে বেশ কয়েকটি নতুন ফুলের সম্পর্কে জানতে পারলাম। আপনি ফটোগ্রাফি পাশাপাশি ফুলগুলোর সম্পর্কে বিবরণ দেয়ার চেষ্টা করেছেন যেটা খুবই ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you @memamun Sir for supporting me 💕
আপনার এই ফুলের ফটোগ্রাফি ও বিস্তারিত বর্ণনা সত্যিই চমৎকার! গাজানিয়া রিগেনস, রক্ত জবা, সাদা জবা ফুলের সৌন্দর্য এবং তাদের পরিচর্যা নিয়ে আপনার লেখা খুবই উপকারী ও শিক্ষামূলক। বিশেষ করে গাজানিয়া ফুলের বিভিন্ন রঙ এবং রোপণের টিপসগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম। এছাড়া রক্ত জবা ফুলের জনপ্রিয়তা এবং সাদা জবা ফুলের বিশেষত্বও খুবই আকর্ষণীয়। আপনার পোস্টটি সত্যিই খুব সুন্দর হয়েছে, এমন আরও পোস্টের জন্য অপেক্ষায় থাকব।
ফুলের ফটোগ্রাফি পোস্টটি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথম ছবিটি টাইগার স্ট্রাইপস ফুলের ছবিটি অনেক সুন্দর ছিল। প্রতিটি ছবি অনেক সুন্দর এবং তার সাথে কথা গুলো অনেক সুন্দর ছিল ।আপনার পরবর্তী পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।
ধন্যবাদ আপু, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ছবি গুলো সত্যি অনেক সুন্দর ছিল। পারসোনালি আমার কাছে টাইগার স্ট্রাইপস ফুলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সাদা জবা ফুল কম জায়গায়ই দেখা যায়। আপনার পোস্টে ফুলটি দেখে ভালো লাগলো। লাল জবা সব জায়গায়ই পাওয়া যায় বললেই চলে।
ভালো থাকবেন দাদা আপনি। ভালো লাগলো ছবি গুলো দেখে।
হ্যাঁ দাদা আপনি সঠিকই বলেছেন এই সাদা জবা টা সব সময় দেখা যায় না, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেকদিন পর আপনার পোস্টে রেনডম ফটোগ্রাফি দেখতে পেলাম আর প্রতিটি ফুলের নাম ও বেশ কিছু তথ্য খুবই চমৎকারভাবে ফুটে তুলেছেন।।
ফুল প্রতিটি মানুষ অনেক বেশি পছন্দ করে ফুলের সাথে অনেকের অনেক মধুর সম্পর্ক হয়।। ধন্যবাদ জানাই এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।
শীতের পরিমাণটা অনেকটাই কমে এসেছে বসন্তের আগমন শুরু হয়ে গেছে এসে গেছে ফাল্গুন বিশেষ করে ফুলের সমারোহ দেখলেই বোঝা যায় চারপাশে ফাল্গুনের আগমন ঘটেছে আজকে আপনি আমাদের সাথে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আসলে শীতের শেষের দিকে ফাল্গুনের শুরুতে ফুলগুলো দেখতে এত পরিমাণে সুন্দর লাগে কি আর বলব আর শীত শেষ হওয়ার পরে মিষ্টি রোদ যখন তাদের গায়ে পড়ে তখন মনে হয় তাদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনি ঠিকই বলেছেন, ফুল প্রকৃতির সৃষ্ট সুন্দর একটা উপহার৷ টাইগার স্ট্রাইপস ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লাগছে তার পাশাপাশি অন্যান্য ফটোগ্রাফিও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ফুল ভালো বাসে না এমন মানুষ পাওয়া যাবে না৷ আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল দাদা 💕