সম্পর্ক
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকের দিনটা শুরুই হলো একটু বিতিক্রমী ভাবে, বুক ভরা একটু কষ্ট নিয়ে। সকাল সাড়ে আটটার দিক আমাদের বাসার ভাড়াটিয়া শাহজাদ ভাই। আমার ঘরের দরজা নক করছে, আর আমাকে ডাকছে যে, সোহাগ ভাই ঘুম থেকে উঠেন! আমি চলে যাচ্ছি, এই কথা শুনে আমি তাৎক্ষণিকভাবে ঘুম থেকে উঠে দরজা খুললাম। তাকিয়ে দেখি শাহজাদ ভাই ঘর থেকে জিনিসপত্র একে-একে বের করছে আর আমাকে হাসিমুখে বলছে উঠছেন তাহলে ভাই।
শাহজাদ ভাইয়ের সম্পর্কে আমি একটু বলে দিই ! তাহলে আমার পোস্টটি ভালোভাবে বুঝতে পারবেন।
শাহজাদ ভাই প্রায় এক বছর আগে, আমাদের বাসায় ঘর ভাড়া নেয় এবং দীর্ঘদিন তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি যখন ড্যানকেক একটি কোম্পানিতে চাকরি করতাম। তখন শাহজাদ ভাই আমাকে অনেক দিক থেকেই সাপোর্ট করে গিয়েছিল।
শাহজাদ ভাইয়ের সাথে আমার এত পরিমাণ আন্তরিকতা তৈরি হয়ে ছিল যে অফিস থেকে ফিরে এসেই আমরা দুজনে প্রায় অনেকটা সময় আড্ডা মারতাম মাঝে - মাঝে।
শাহাদাত ভাই আমার থেকে বয়সের অনেক বড়, কিন্তু বন্ধুত্ব একটা বিষয় আছে যে, বন্ধুত্ব তৈরি হয় মন থেকে আত্মার মিল থেকে, তাই আমাদের বয়সের কোন সমস্যা হয় নাই, বন্ধুত্ব করতে। গত মাসেই শাহজাদ ভাই আমাকে বলে দিয়েছিল তার পোস্টিং হয়েছে টাঙ্গাইলে, আমি এই দিনটির কথা বলেই গিয়েছিলাম । সে এখন ঢাকায় থাকবে না, টাঙ্গাইলে চলে যাবে, রিজিকের সন্ধানে টাঙ্গাইলে চলে গেলো। আজকে সকাল বেলা, আর রেখে গেল দীর্ঘদিনের ভালোবাসার স্মৃতিগুলো ।
আত্মার মিল ছোটবেলা থেকে আমাদেরকে শিখিয়ে দেয়। আত্মার মিল অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছোটবেলা থেকে আমরা বন্ধুবান্ধব তৈরি করি মনের মিল যার সাথে মিলে যায় তার সাথে দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব টিকে থাকে। বন্ধুত্ব যেমন একটা পবিত্র সম্পর্ক
তেমনি, মানুষের বিবাহ বন্ধন এমনই একটা পবিত্র সম্পর্ক! আমি আমার এই ছোট্ট একটি জীবনে অনেক পরিবারের কষ্টের দিন, নিজ চোখে দেখিয়েছি, এবং শুনেছি। এই আত্মার মিল যদি স্বামী স্ত্রীর মধ্যে না থাকে তাহলে সংসার করা অসম্ভব হয়ে যায়। আমি এরকমই একটি ঘটনার সাক্ষী যে, আমার পরিচিত মুন্না নামে আমার এক বন্ধু ছিল! কোন এক কারণে মা, বাবা দুজনই বৃদ্ধ বয়সে এসে আলাদা হয়ে গিয়েছে। মুন্নারা আমাদের এলাকায় বসবাস করত, হঠাৎ করে মুন্না যে কোথাও উধাও হয়ে গেল দীর্ঘ চার বছর ধরে। ওর কোন খোঁজ খবর নাই, ওরে আমি ফেসবুকেও পাই নাই। শুধু ওর স্মৃতিগুলো মাঝে-মাঝে মনে পড়ে যায়।
মানুষের একটি ভালো সম্পর্ক সাথে যুক্ত রয়েছে,মানুষের পরিচিতি এবং মানুষের মূল্যায়ন ইত্যাদি। আমাদের আশেপাশে অনেক মানুষের সাথেই আমাদের সম্পর্ক হবে। তাই বলে কি, সবার কথাই, আমাদের মনে রাখতে হবে তা অসম্ভব ! আপনি তা জোর করেও আপনার মাথার ভিতরে রাখতে পারবেন না, যদি সেই সম্পর্কটি আপনার মনের সাথে মিল না থাকে। আজকে এই ছোট্ট একটা জীবনের গল্পঃ দিয়ে পোস্টি শেষ করলাম।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনার পোস্ট পড়ে আমার ওখানে একটা মন খারাপ হয়ে গেল, এরকম দীর্ঘদিন কোন মানুষের সাথে থাকলে হঠাৎ করে সে দূরে কোথাও চলে গেলে খুবই খারাপ লাগে। আমারও এরকম কয়েকজনের কথা এখন মনে পড়ছে আপনার লেখাগুলো পড়ে। যাই হোক রিজিকের মালিক আল্লাহ । পরিবারের দায়িত্ব ইত্যাদি সবকিছু জন্যই একটা মানুষ চাকরি করে থাকে। সে তার চাকরি করার জন্য এতটা দূরে চলে গেল, হয়তোবা ফোনে আপনাদের সাথে যোগাযোগ হবে কিন্তু একসাথে কাটানো মুহূর্তগুলো দ্বিতীয়বার হয়তো নাও আসতে পারে।
আপনি ঠিকই বলেছেন, হয়তোবা তাদের সাথে ফোনে যোগাযোগ হবে। কিন্তু একসাথে কাটানোর মুহূর্তগুলো দ্বিতীয়বার হয়তোবা আর আসবেনা। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
হাজারো মানুষের সাথে পরিচয় হলো বন্ধুত্ব কিন্তু সবার সাথে হয় না আপনি যেমনটা বলেছেন মনের সাথে মন মিলে গেলে তার সাথেই সম্পর্ক তৈরি হয়।।
দীর্ঘ এক বছর আপনাদের বাসায় থাকার পর এখন তার পোস্টিং এর জন্য অন্য জায়গায় যাচ্ছে।। আসলে সম্পর্ক আমার একটা জিনিস যখন কেউ চলে যায় শুনলে সত্যি অনেক বেশি খারাপ লাগে।।
অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার পোস্টটি হৃদয়স্পর্শী ছিল। বন্ধুত্বের মানে সত্যিই গভীর এবং আপনি খুব সুন্দরভাবে সেটা তুলে ধরেছেন। শাহজাদ ভাইয়ের সাথে আপনার বন্ধুত্বের গল্পটা যেমন সুন্দর, তেমনি আপনার মনের কথা এবং সম্পর্কের গুরুত্ব সম্পর্কে যে কথা বলেছেন, তা একেবারে সত্যি। বাস্তব জীবনের সম্পর্কগুলো কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হয়ে ওঠে। আপনার পোস্টে যে আত্মার মিলের কথা বললেন, সেটা জীবনকে আরও সুন্দরভাবে উপলব্ধি করার একটি চমৎকার উপায়। শুভকামনা রইল।
ঢাকা শহরে যারা বসবাস করে তাদের এই একটা সমস্যা আমিও প্রায় দীর্ঘ আড়াই মাস একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থেকে এসেছে আসলে যখন চলে আসছিলাম তখন তাদের কাছ থেকে বিদায় নিতে একজন একেবারে কান্না করে দিয়েছে এটা একেবারেই ঠিক সম্পর্ক মানুষের সাথে এমন ভাবে গড়ে ওঠে যেটা আমরা চাইলেও কিন্তু খুব সহজে তাদেরকে ভুলে থাকতে পারি না কিন্তু আমাদের জীবনের সময় গণ্ডি অনেকটা অন্যরকম ঘুরতে ঘুরতে কখনো আমরা কোথায় যাই সেটা আমরা কেউ বুঝতে পারি না অসংখ্য ধন্যবাদ সম্পর্ক নিয়ে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।