You are viewing a single comment's thread from:
RE: The November contest #2 by @sduttaskitchen| Which is your preference, Quality or Quantity?
দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো হবে দেওয়ার জন্য।
আপনাদের মত আমাদেরও একই অবস্থা ছিল ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছি। যতক্ষণ না পর্যন্ত জামাপ্যান্ট ছিড়ে না যেত ততক্ষণ জামাপ্যান্ট কিনে দিত না। এটাই হল গরিবের শপিং করার মুহূর্ত।
ছোটবেলা থেকেই আব্বু আম্মু যেটা পছন্দ করে কিনে দিত সেটাই পরিধান করতাম ভালো-মন্দ বোঝার তেমন কোন প্রশ্নই মনে করতাম না কেননা ভালো জিনিস কেনার সেই সামর্থ্য যে আমার বাবা ছিল না। মাঝে মধ্যে বাবা-মায়ের দেওয়া জামা প্যান্ট পছন্দ হতো না তবুও পড়তে হতো।
এখন নিজে কামাই করতে শিখেছি তাই যখনই শপিং করি তখন ভালো জিনিসটা কেনার চেষ্টা করি দাম একটু বেশি দিয়ে হলেও।
এটাই করা উচিত, নিজে ইনকাম করে নিজের ছোটো ছোটো ইচ্ছাপূরণ করার পাশাপাশি, মা বাবার স্বপ্নপূরণের দায়িত্ব নেওয়া উচিত। আমাদের জীবনে বেশ কিছু জিনিসের ক্ষেত্রে আমাদের সকলের কোয়ালিটিফুল জিনিস পছন্দ করা উচিত। আমার জীবনের সাথে আপনার জীবনের অনেকটা মিল আছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।