You are viewing a single comment's thread from:

RE: আমরা যেটা চাই সেটা জীবন নয়, আমাদের সাথে যেটা ঘটে সেটাই জীবন!(Life is not what we want, life is what happens to us!)

in Incredible India3 months ago

প্রথমে মনে করলাম যে আপনি আগের মতনই রয়ে গেছেন কোন কিছুতে দুঃখ পেলে চোখ দিয়ে পানি আসে তবে শেষ পর্যন্ত পড়ে দেখলাম না এর পরিবর্তন ঘটছে।

তবে আমি এখনো আগের মতনই রয়ে গেছি খুব সহজেই চোখ দিয়ে জল আসে। আমার আম্মা বলে আমার এই ছেলের মনটা অনেক নরম একে আঘাত করে কথা বললে চোখ দিয়ে পানি এসে যায়।

সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হয় যেমন জেলখানায় মানুষ যখন প্রথম যায় তখন প্রতিদিনই কাঁদতে থাকে তার দুই চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরে। কিছুদিন পার হওয়ার পর তার মনটা শক্ত হয়ে যায় এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে।

আমরা যেটা চাই সেটা আমাদের চাহিদা আর আমাদের সাথে যেটা ঘটে যায় সেটাই জীবন। লেখাটা পড়ে বেশ ভালো লাগলো। অনেক কিছুর শেখার আছে যেটা চলতে চলতেই শিখতে পারবো ইনশাআল্লাহ।

Sort:  
 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96955.90
ETH 2675.59
SBD 0.63