You are viewing a single comment's thread from:
RE: Incredible India monthly contest of October #1| My preferable Era!
নিঃসন্দেহে সকালের পছন্দ হয়তো বা আধুনিক প্রযুক্তি তবে কিছু কিছু ব্যক্তিরা ভিন্ন মত পোষণ করতে পারে।
আধুনিক প্রযুক্তির কারণে সভ্য জাতি হওয়া সম্ভব নয় সভ্য জাতি হতে হলে সভ্যতার জ্ঞান লাভ করা খুবই জরুরী।
হয়তো প্রযুক্তিগত দিক থেকে সমাজ উন্নত ছিল না, তবে আন্তরিকতায় ভাটা পড়েনি।
প্রযুক্তির কারণে আন্তরিকতা পরিবর্তন হয়েছে এমনটা নয় আন্তরিকতার সেই জ্ঞানটা পরিবার থেকে ঠিকঠাক মতো পাচ্ছি না এইজন্য তো আমরা অনেকটাই উদাসীন এখান থেকে দুই যুগ আগে আমরা দেখতে পেতাম যৌথ পরিবার আর এখন যৌথ পরিবার থাকলে সেটা মিডিয়ায় আসে।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতার উত্তর বাংলাতে লিখার জন্য। এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।