Safety day & fire drill (First episode)

in Incredible India3 months ago

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ কাজের মধ্যে জীবনে নিরাপত্তা ভবিষ্যৎ পরিকল্পনাকে সুনিশ্চিত করে।

IMG-20241115-WA0046.jpg

জীবনে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ আমাদের মত টাকার জন্য ছুটি বেড়াচ্ছি। তবে যদি জীবনে নিরাপত্তা নিয়ে কথা বলি তাহলে প্রথমে আসে সেফটি ফাস্ট আপনার জীবনে নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে । যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন ডানে বামে না তাকিয়ে আপনি আপনার মত হেঁটে চলছেন সামনে কি আছে না আছে সেটা দেখার সময় নাই ।অনেকটাই অন্ধের মত হয়ে হাঁটছেন যেকোনো সময় আপনার দুর্ঘটনা হতে পারে। এটা অনেকটাই নিচ্ছি।

IMG-20241115-WA0035.jpg

এবার আপনি যদি আপনার নিজের নিরাপত্তা চিন্তা করে ডাইনে বাম খেয়াল করেন এবং সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকেন এবং আপনার নিরাপত্তা নিয়ে চিন্তা করেন তাহলে দুর্ঘটনা অনেক ক্ষেত্রেই কম হয় । আবার অনেক সময় আমরা যে কাজ করি সেই কাজের চিন্তা করিনা অন্য মনস্ক থাকি, এক কথায় বলে বে খাওয়ালি হয়ে পড়ি। তাহলে কিন্তু বিপদ হতে পারে । কাজের আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনার কাছে। একটা দুর্ঘটনায় সারা জীবনের প্লাকে মুহূর্তে নষ্ট করে দিতে পারে।

IMG-20241115-WA0044.jpg

যাই হোক গত শুক্রবারের দিন পালন করা হয়েছে সেফটি ডে আমাদের এই কোম্পানি দশ বছর একাধারাই বিভিন্ন প্রোগ্রাম নিয়েই সেফটি ডে পালন করে থাকেন। আর এই দিনে বিভিন্ন একটিভিটি আমাদের করতে হয় যেগুলো আমাদের নিজেদের নিরাপত্তার জন্য যেমন।

IMG-20241115-WA0029.jpg

কোম্পানিতে আগুন ধরে গেলে কিভাবে তার মোকাবেলা আমরা করব সাধারণ প্র্যাকটিস হিসেবে কিছুটা ট্রেনিং আমরা করেছি। যাতে করে কোম্পানিতে আগুন ধরে গেলে আমরা ভয় না পেয়ে তার মোকাবেলা করতে পারি আমরা জানি যে আগুন একসাথে সমস্ত কোম্পানিতে ছড়িয়ে পড়ে না । প্রথমেই আগুনের উৎস ছোট থাকে তারপর সেটা আস্তে আস্তে বড় হয় আগুনের সেই ছোট উৎস যদি আমরা প্রথমে নিভাতে পারি তাহলে আগুন বড় আকার ধারণ করবে না।

IMG-20241115-WA0033.jpg

যদি ধরেন কোন কোম্পানিতে কাজ করা অবস্থায় আগুন ধরে যায় এবং ভেতরে মানুষ আটকে পড়ে তাহলে কিভাবে তাকে উদ্ধার করতে হবে তাৎক্ষণিক উপায়ে আমরা সবাই জানি যে ফায়ার সার্ভিস এসে তারপর ভেতরে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করবে তবে যদি কোনো কারণে ফায়ার সার্ভিস আসতে দেরি হয় তাহলে তো ভেতরে আটকে পড়া মানুষগুলো পুড়ে মারা পড়বে।

IMG-20241115-WA0017.jpg

এখানকার ব্যবহৃত প্রতিটা ছবি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা হয়েছে কেননা বন্ধুর ফোন থেকে ছবিগুলো নিয়েছি।

আমরা এই জন্যই ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিরাপত্তা টিম গঠন করছি। যাতে করে একই সাথে দুইটা কাজের পারফেক্ট ট্রেনিং আমরা করতে পারি। কোম্পানিতে আগুন ধরে যাওয়ার পর প্রথমে নিরাপত্তা টিম গিয়ে ভিতরে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করল তারপর আমরা ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়ে আগুন নিভালাম। এটা জাস্ট একটা ট্রেনিং তবে আমরা রিয়েল ভাবে করার চেষ্টা করেছি যাতে করে বিপাদের সময় আমাদের এই দক্ষতা গুলো কাজে লাগাতে পারি।

বিপদ কখনো বলে আসে না তাই যদি তাৎক্ষণিক কিছু কাজ জানা থাকে তাহলে সেই বিপদের মোকাবেলা করা সম্ভব হয় আর আমরা মূলত সেটাই শিখছি।

IMG_20241115_084327.jpg

তো বন্ধুরা আজকের মত আমি প্রথম পর্ব এখানে শেষ করছি দ্বিতীয় পর্বের একটিভিটি গুলো ইনশাল্লাহ কাল জানাবো। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 3 months ago 

শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার পোস্টটি প্রাসঙ্গিক ও অনেক গুরুত্বপূর্ণ। জীবনের নিরাপত্তা ও ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরী। বিশেষ করে আমাদের জীবনের প্রতি দিনের কাজকর্মে।

আপনি যে উদাহরণ দিয়েছেন যেমন রাস্তা দিয়ে হেঁটে চলা আমাদের জীবনেই প্রতিফলিত হয়। অগোচরে অনেক ঝুঁকে থাকে, আর সেগুলোর মোকাবেলা করার জন্য আমাদের সচেতন হতে হবে।

সেফটি ডে এবং ট্রেনিং গুলোর মাধ্যমে যে প্রস্তুতি নেয়া হচ্ছে তা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগুন বা অন্য বিপদে কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানানো যাবে সে সম্পর্কে জ্ঞান রাখা জীবন রক্ষাকারী হতে পারে।

আপনার এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়, কারণ এ ধরনের প্রশিক্ষণ আমাদের জীবনে শুধু শারীরিকভাবে প্রস্তুত রাখেনা, মানসিকভাবেও প্রস্তুত রাখে।

আবারো ধন্যবাদ আপনার এত সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমাদের এই বিষয়ে সচেতন করার জন্য।

 3 months ago 

দৈনন্দিন জীবনে নিজেদের নিরাপত্তার জন্য কিছু পদক্ষেপ অবশ্যই সবারই গ্রহণ করা উচিত এবং কিছু ট্রেনিং এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু শিখে রাখা অত্যন্ত জরুরি যেটা ভবিষ্যতে সিচুয়েশন অনুযায়ী কার্যকর করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সম্পূর্ণ পড়ে যথার্থ একটি কমেন্ট করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 3 months ago 

আপনাদের কোম্পানির কথা আমি কমবেশি জানি। তার বিষয়ে অনেক কিছু আপনাদের কাছ থেকে আগে থেকেই শুনেছিলাম সেই বিষয়ে কথা না বললেও চলে। আসলে আমরা যে কাজ গুলো এই বিদেশের মাটিতে করে যাচ্ছি সে গুলো একটু ঝুঁকিপূর্ণ কাজ। এবং এই কাজ গুলো করতে হলে অবশ্যই আমাদের একটু সাবধানে করতে হবে। এটা একদম ঠিক কথা বলেছেন অন্ধর মতো রাস্তা চললে যে কোন সময় বিপদ হতে পারে। নিজের সাবধানতা নিজের কাছে নিজের জীবনের নিরাপত্তা নিজেকে নিয়েই চলতে হবে। যাইহোক অনেক শিক্ষা মূলক একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

প্রতিটি কাজের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকাটাই উত্তম। আর আপনি একদম ঠিক বলছেন নিজের জীবনের সেফটি নিজের কাছে আর এটা যদি আমার বুঝতে পারি তখনই কিন্তু সতর্কতার বিষয়টা মাথায় থাকবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97146.69
ETH 2705.84
SBD 0.43