ari liquide wishing u a happy Deepavali. (আনন্দময় সুন্দর কিছু মুহূর্ত। )
শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আমাদের কোম্পানি তরফ থেকে দীপাবলীর শুভেচ্ছা।
গ্রুপ ফটো |
---|
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ তাই মানুষ ও তার ধর্মের প্রতি শ্রদ্ধা রাখাটাই প্রকৃত মানুষের শিক্ষা। আমরা একই কোম্পানিতে জব করি , হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান আরো অন্যান্য ধর্মীয় বিশ্বাসি প্রিয় বন্ধুগণ । প্রতিটি কাজের জায়গায় ধর্মের কোন ভেদাভেদ নাই । সকল ধরনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকাটা খুবই জরুরী কাজের জায়গায় আপনি কোন ধর্ম পালন করেন সেটা বড় কথা নয় এবং সেটা দিয়ে আপনাকে মূল্যায়ন করা হবে না ।প্রকৃতপক্ষে মূল্যায়ন সেটাই করা হয় যেটা তার নিজস্ব জ্ঞান অর্থাৎ পরিশ্রম তার কর্মকে।
গতকাল আমাদের কোম্পানি তরফ থেকে আয়োজন করা হয় দীপাবলির এই অনুষ্ঠান বিশেষ করে সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো এভাবেই মূল্যায়ন করে থাকে । আর কয়েকদিন পরে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের ২৫ তারিখের আগে হয়তোবা ক্রিসমাস অনুষ্ঠান পালন করবে। এভাবেই প্রতিটা ধর্মীয় উৎসবকে মূল্যায়ন করে থাকেন আমাদের কোম্পানি।
যেহেতু গতকাল শুক্রবার ছিল তাই বারোটা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমেই এই মাসে যাদের জন্মদিন কেক কেটে জন্মদিন উদযাপন করেন। তারপর আমাদের জেনারেল ডাইরেক্টর কিছু সময় বক্তব্য রাখেন তারপর সবাই দুপুরের খাবার খেতে শুরু করে দুপুরের খাবারের আয়োজন ছিল ডাউল দিয়ে সব্জি , কুমড়ো রান্না, মুরগির মাংস ও খাসির মাংস, মিষ্টি জাতীয় খাবার লাড্ডু কেক বিভিন্ন রকম বিস্কিট।
আজকে আমাদের জুম্মার দিন ছিল তাই খাওয়া-দাওয়া শেষ করে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়ে এসে আবারো এই অনুষ্ঠানে যোগদান করি। অনুষ্ঠানে দুইটি পর্ব একটি হল গ্রুপ বানিয়ে গানের তালে তালে ডান্স করতে হবে। দ্বিতীয় টা হলো পেইন্টিং বানানো।
কালো পাঞ্জাবি গই আমাদের এখানে নতুন জয়েন করছে। তাই স্বাগতম জানাচ্ছি।
আমি যেহেতু খুব একটা বেশি পেইন্টিং তৈরি করতে পারিনা তাই ছেলেদের একটি গ্রুপ বানিয়ে কিছু সময় লুঙ্গি ডান্স গানের প্র্যাকটিস করি । তারপর ড্যান্সের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আনন্দ করার জন্য কিছুটা বিনোদন। এভাবে আমাদের মত কয়েকটি গ্রুপ ভাগ ভাগ হয়েই তাদের নিজেদের মতোই ড্যান্স করছে।
প্রতিটা টিমের আলাদা আলাদা পারফরম্যান্স অসাধারণ নৃত্য।
নিত্য প্রতিযোগিতায় সেরা পারফরমার।
নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এর ভিতরে পেইন্টিং প্রতিযোগিতাই গ্রুপ ভাগ হয়েই পেইন্টিং তৈরি করার জন্য সবাই যার যার মত কাজ করা শুরু করছে। এত সুন্দর সুন্দর পেইন্টিং তৈরি করছে দেখেই যেন মন ভরে যাচ্ছে দেখে মনে হচ্ছে এগুলো অরজিনাল। এখানে কেউ কিন্তু প্রফেশনাল আর্টিস্ট নয় তবে এদের অংকন করার চিত্রগুলো দেখে আপনি বুঝতেই পারবেন না। বেশ কয়েকটি টিম এখানে অংশগ্রহণ করছে এবং সর্বশেষ ভোটিং এর মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হবে।
সেরা পেইন্টিং
এছাড়াও সবাই দীপাবলীর ট্রেডিশোনাল পোশাক পরিধান করছে সাধারণত এরা কেউ এমন পোশাক পরিধান করে না। এই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ফুলশয্যা দিয়ে একটি ঘর সুন্দর করে সাজিয়ে তুলছে সবাই মিলে । কেননা সবাই এখানেই ছবি উঠাবে এইজন্য।
তো বন্ধুরা আমাদের কোম্পানির আয়োজিত দীপাবলি অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।
পোস্টটা পড়ে ভালো লাগলো আপনার কোম্পানির থেকে প্রত্যেকটা ধর্মের ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের সময় খুব সুন্দরভাবে আয়োজন করা হয়ে থাকে কথাটি শুনে ভীষণ ভালো লাগলো।।।
এবং সেই সাথে নিত্য দেখার পাশাপাশি আমার কাছে সুন্দর পেইন্টিংটা ভালো লেগেছিলো,ময়ূরী টা দেখতে অনেক সুন্দর হয়েছে।।।। ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য