You are viewing a single comment's thread from:

RE: এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

in Incredible Indialast year (edited)

এরকম প্রতারণার কথা আমি নিজেও শুনেছি। মানুষের সাথে প্রতারণা করে যদি ১ টা টাকাও আয় করা হয় এবং ঐ টাকা যদি ভোগ করা হয় তাহলে ঐ ব্যাক্তি কখনওই জান্নাতে যেতে পারবে না। যারা এরূপ প্রতারণা করে তাদের আমি নিজেও মানুষের কাতারে মনি করি না। এরা হলো মানুষ রূপি শয়তান। এই প্লাটফর্মে যে যেখানে খুশি কাজ করবে এটা যার যার ব্যাক্তিগত বিষয়। এখানে কেউ কাউকে একটি নির্দিষ্ট কমিউনিটি দেখিয়ে ঐখানে কাজ করতে মানা করতে বলার ক্ষমতা রাখে না। স্টিমিটে যত বড়ই ইউজার হোক না কেন সে হোক কমিউনিটি কিউরেটর কিংবা হোক SR তারও ক্ষমতা নেই কারও ব্যাক্তি স্বাধীনতাতে হস্তক্ষেপ করা যদি সেই ইউজার নিজে সৎ থাকে । কাজেই এসকল কাজ যারা করে তাদের প্রতি তীব্র নিন্দা রইল। এখানে আমাদের উচিৎ মিলেমিশে কাজ করা। কেননা একজনের সাথে প্রতারণা করে নিজে কখনও উপরে উঠা যায় না।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 96549.02
ETH 3409.65
SBD 3.18