খেলাকে খেলার পর্যায়ে রেখে শুধু বিনোদন নেওয়া যেতে পারে।

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000030274.jpgCopyright free image downloaded from pixabay.com

আমাদের বাংলাদেশের মানুষ খেলা প্রিয়, এদেশের অধিকাংশ মানুষ খেলাধুলাকে খুব বেশি পছন্দ করে, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও ক্রিকেট এবং ফুটবলকে এদেশের মানুষ বেশি পছন্দ করে, ক্রিকেট খেলা কে শুধু যারা বুঝে তারাই পছন্দ করে, আর ফুটবল খেলা কে সব ধরনের মানুষই পছন্দ করে।

আমাদের বাড়ির বৃদ্ধ মানুষদের কাছে ফুটবল খেলার অনেক গল্প শোনা যায়, আমার বাবাও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন, তার মুখেও ফুটবল খেলা নিয়ে অনেক গল্প শুনেছি, আমার বাবা গোলকিপার হিসেবে ফুটবল খেলতেন, আমার বাবা সহ আরো অনেক বৃদ্ধ মানুষের কাছে ফুটবল খেলার অনেক গল্প শুনেছি। এর দ্বারা বুঝা যায় তারা ফুটবল খেলাকে অনেক বেশি পছন্দ করেন।

আমাদের বাংলাদেশে ফুটবল খেলা কে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে যায়, অনেক সময় দেখা যায় ফুটবল খেলা কে কেন্দ্র করে গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে, গ্রাম অঞ্চলে এক গ্রামের সাথে অন্য গ্রামের ফুটবল খেলার প্রতিযোগিতা চলতে থাকে, কখনো এই খেলাটা মান-সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন যে কোন গ্রাম যে কোন মূল্যে জয়লাভ করতে চায়।

আন্তর্জাতিক ভাবেও বাংলাদেশে অনেক ফুটবল প্রেমী রয়েছে, এই ফুটবল প্রেমীরা বিশ্বের বিভিন্ন ফুটবল টিমকে সমর্থন করে থাকে, যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন দেখা যায় কে কোন দলের সমর্থন করে, আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক বেশি, ফুটবল বিশ্বকাপের সময় এই দুই দেশের পতাকা বাংলাদেশের সব বাড়ির ছাদে দেখা যায়।

1000030276.jpgCopyright free image downloaded from pixabay.com

অনেক সময় এই দুই দলের সমর্থকদের মাঝে ঝগড়া মারামারির সৃষ্টি হয়, যারা আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করে তারা ব্রাজিল কে দেখতে পারে না, আবার যারা ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করে তারা আর্জেন্টিনা কে দেখতে পারে না, ফুটবলের ক্ষেত্রে এই দুই দলের সমর্থন যেন চির শত্রু হয়ে দাঁড়িয়েছে, অনেক সময় এরা নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত করে থাকে।

আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে কোন দল যদি হেরে যায় তাহলে অপর দলের সমর্থকেরা তাদেরকে নিয়ে ট্রল করতে থাকে, যে দল হেরে যায় তাদের অপমান করার আর কোনো পন্থা বাকি রাখে না, যদি কোন দল হেরে যায় তারা মনে প্রাণে চায় যে অন্য দলও হেরে যাক, যে দল হেরে যায় ওই দলের সমর্থকরা নিশ্চুপ হয়ে যায়, তারা আর কোন কথা বলে না।

1000030275.jpgCopyright free image downloaded from pixabay.com

যেমন গতকাল আর্জেন্টিনা ফুটবল দল কলম্বিয়া ফুটবল দলের কাছে হেরেছে, যার কারণে ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা তাদের নিয়ে ট্রল করা শুরু করেছিল, কিন্তু পরের দিন সকালেই ব্রাজিল ফুটবল দল আবার প্যারাগুয়ে ফুটবল দলের কাছে পরাজিত হয়, যার কারণে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা তাদের নিয়ে পুনরায় ট্রল করা শুরু করে, এতে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়।

গতকাল থেকে এই দুই দলের সমর্থকদের বিভিন্ন ট্রলের পোস্ট এর কারণে সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না, ফেসবুক খুললেই এই দুই দলের সমর্থকদের ট্রলের পোস্ট দেখতে হয়, এতে আমি অনেকটা বিরক্ত বোধ করি, হারার পরে এদের ট্রল করা কয়দিন পর্যন্ত চলতেই থাকে, একদল হারলে অন্য দলের সমর্থকরা খুব খুশি হয়।

আমি মনে করি খেলাকে খেলার পর্যায়ে রাখা প্রয়োজন, এটা শুধুই বিনোদনের জন্য, যেকারো যেকোনো দলকে ভালো লাগতেই পারে, আবার যে কেউ যেকোনো দলকে সমর্থন করতেই পারে, প্রত্যেক দলের জন্যই জয় পরাজয় রয়েছে, কোন দল একদিন জয়লাভ করলে পরের দিন পরাজিত হবেই, এটা নিয়ে ট্রল করার কিছু নেই, এবং এই সামান্য খেলা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, খেলা কে খেলার পর্যায়ে রেখে বিনোদন নেওয়াই উত্তম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  
Loading...
 2 months ago 

আগেকার মানুষের কাছে সবচেয়ে প্রিয় খেলা ছিল ফুটবল হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও ফুটবল প্রিয় খেলা। আপনার আব্বুর মত আমিও খুব ভালো গোলকিপার ছিলাম গ্রামে আমার অন্যরকম নাম ডাক রয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলার ছলে বিনোদন গুলো আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

 2 months ago 

আগেকার মানুষেরা এখনো ফুটবল খেলা অনেক বেশি পছন্দ করে, বাংলাদেশের অধিকাংশ মানুষই ফুটবল প্রেমী, কিন্তু বর্তমানে ফুটবল দলকে সমর্থন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়, এটা কখনোই উচিত নয়, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

দেশের বেশিভাগ মানুষের এখন পর্যন্ত জনপ্রিয় খেলার তালিকায় রয়েছে ফুটবল। বিশ্বকাপ মৌসুম আসলে ফুটবলের জনপ্রিয়তা দেখা যায় তবে ঘরোয়াভাবে এখনো প্রচুর পরিমাণ ফুটবল খেলার আয়োজন হয়। আপনি সোনালী সেই অতীতগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ তুলে ধরার জন্য।

 2 months ago 

অনেক আগে থেকেই দেশের মানুষ ফুটবল খেলাকে খুব পছন্দ করে, আমাদের বাংলাদেশ ফুটবল টিম এক সময় ভালো ফুটবল খেলতে পারতো, বিভিন্ন কারণে সেটা এখন অতীতে হয়ে গেছে, ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আমাদের মধ্যে যখন প্রতিহিংসা কাজ করে তখন আমরা খেলাধুলার মতো সুন্দর বিষয় নিয়ে একে অন্যের সাথে বিতর্কে লিপ্ত হই। তবে আমাদের খেলাটাকে উপভোগ করতে হবে। সুন্দর লেখাটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমাদের সব সময় বন্ধুত্ব সুলভ আচরণ থাকা প্রয়োজন, প্রতিহিংসার কারণে অনেক সময় নিজেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, সেটা কখনোই কাম্য নয়, আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91149.41
ETH 3109.08
USDT 1.00
SBD 2.91