মাঝে মাঝে আমরা চিন্তা করি একরকম কিন্তু হয়ে যায় অন্যরকম
Copyright free image downloaded from pixabay.com |
---|
কোন কোন সময় আমরা চিন্তা করি এক রকম হয়ে যায় অন্যরকম, সেই সময়গুলোতে চিনতে এর বিপরীতে অনেক কাজ হয়ে যায়, কিছু কাজে আমাদের মন খারাপ হয় আবার কিছু কাজে আমাদের মন ভালো হয়ে, চিন্তাবি পড়েছে কিছু কিছু সময় অনেক কাজ এমন হয় যার দ্বারা আমাদের অনেক কষ্ট হয়।
যেমন আজকে আমি এবং আমাদের মাদ্রাসার অফিস সহায়ক একটা জায়গায় গিয়েছিলাম, মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে আমরা দুজন গিয়েছিলাম, যাওয়ার আগে সকলের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল যে, আমাদের প্রধান শিক্ষক মোটরসাইকেল দিবে সেটা নিয়ে আমরা দুজন আমাদের গন্তব্যস্থানে যাব।
কিন্তু মাদ্রাসা যখন ছুটি হয় আমরা যখন গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা হই, তখন প্রধান শিক্ষকের মোটরসাইকেল দেয় নাই, কারণ আজকে তার অনেক কাজ ছিল, সে মাদ্রাসা ছুটির আগেই তার কাজে চলে গিয়েছিল, তার কাছে কারনে মোটরসাইকেল তার বেশি প্রয়োজন ছিল, এজন্য আমরা দুজন অন্যজন বহনে আমাদের গন্তব্যে যাই।
Copyright free image downloaded from pixabay.com |
---|
আমরা চিন্তা করেছিলাম যে আমাদের সেখানে পৌঁছাতে বেশি কষ্ট হবে না, কিন্তু সেখানে যাওয়ার সময় আমাদের সেই ধারণা পাল্টে যায়, আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে অনেক কষ্ট হয়, এমনকি আমরা রাস্তার মাঝে একটা দোকানে বসে কিছুটা সময় বিশ্রাম নেই, এবং আমাদের শরীরকে ঠান্ডা করি, দোকান থেকে কিছু খাবার খায় এবং ঠান্ডা পানি খাই।
আজকে আমাদের সেই গন্তব্য বুঝতে কষ্ট হওয়ার প্রদান কারণ হচ্ছে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে, আজকে রোদের তীব্রতা ছিল অনেক বেশি, বেশি রোদের কারনে গরমটাও একটু বেশি, প্রচন্ড গরম এবং রোদের তীব্রতার কারণে আমাদের হেঁটে যেতে অনেক কষ্ট হয়েছে, আমরা চিন্তা করেছিলাম প্রধান সড়ক থেকে আমাদের সেই গন্তব্য কাছাকাছি হবে।
এজন্য বাসস্ট্যান্ডে নেমে আমরা হাঁটতে শুরু করি, কিন্তু যেতে যেতে অনেকটা পথ হেটে যাই, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনা, কিছুদিন যাওয়ার পরে আমরা সেই জায়গায় এক ব্যক্তির কাছে কল করি, তার থেকে সঠিক লোকেশন নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করি, অনেকটা পথ হাঁটতে থাকি, একটা সময় প্রচন্ড গরম এবং রোদের কারণে শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আর হারতে ইচ্ছে করে না, সামনে একটা দোকান পাই সেখানে বসে কিছুটা সময় বিশ্রাম নেই।
সেটা সময় বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার আমাদের কর্তব্যে রওনা হই, আবার কিছুক্ষণ হাটের পরে আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেই, সেখানে আমাদের বিশেষ কিছু কাজ ছিল, যার কারনে সেখানে যাওয়া আমাদের জন্য আবশ্যক ছিল, সেখানে পৌঁছার পর দেখি অনেক মানুষ আমাদের অপেক্ষায় রয়েছে।
এখানে পৌঁছার পরে প্রথমে আমরা ফ্যানের নিচে কিছুক্ষণ বসে থাকি, নিজের শরীরকে ঠান্ডা করে, এবং সেখানে ঠান্ডা পানি খাই, ওখানে যাওয়ার সাথে সাথে এলাকার লোকজন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, সেখানে খাওয়া-দাওয়া করার পরে আমাদের নির্দিষ্ট কাজ শেষ করি, কাজ করার পরে আমরা মাদ্রাসায় ফিরে আসি।
ফেরার সময় সেখানকার লোকজন আমাদেরকে একটা শর্টকাট রাস্তা বলে দেয়, যে রাস্তা দিয়ে খুব সহজে আমরা প্রধান রাস্তার বাসস্ট্যান্ডে আসতে পারি, উল্লেখ্য, আমরা যেখানে গিয়েছিলাম মেন রাস্তা থেকে সেখানে যাওয়ার জন্য কোন যানবাহন পাওয়া যায় না, এজন্য আমাদেরকে খেতে যেতে হয়েছে।
আমার মোবাইলে চার্জ না থাকার কারণে আমি কোন ছবি সংগ্রহ করতে পারি নাই, ওই জন্য ফ্রি সাইট pixabay.com থেকে ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|
ফোনে চার্জ না থাকার কারণে ফ্রি সাইট থেকে ছবি ব্যবহার করছেন। আপনি মনে হয় চিন্তা করেছিলেন যে নিজের উঠানোর ছবি ব্যবহার করবেন তবে সেটা হার হয়ে ওঠে নাই।
আপনার ব্যবহার করা ছবিগুলো মার ডাউন সঠিক হয় নাই এজন্য পোস্ট অনেকটা এলোমেলো লাগছে।
আপনি ঠিক বলেছেন আমি মোবাইলের তোলা ছবি ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু মোবাইলে চার্জ না থাকার কারণে ছবি তুলতে পারিনি, আমার ব্রাউজার আপডেট দেওয়া প্রয়োজন ছিল, ব্রাউজার আপডেট না দেওয়ার কারণে mukdown গুলো এলোমেলো হয়ে গিয়েছিল, এখন ঠিক করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
চিন্তার সাথে বাস্তবতার মিল অনেক সময় হয়না। আবার পজেটিভ চিন্তা করলে বাস্তবতার সাথে মিলেও যায়। তবে জীবনে চলতে হলে বা কিছু করতে হলে অবশ্যই তার আগে চিন্তভাবনা করে এগিয়ে যেতে হবে।
অবশ্যই জীবনে কিছু করতে হলে চিন্তা ভাবনা করে করা প্রয়োজন, আমাদের কোন চিন্তার সাথে মিলল আর কোন তিনটার সাথে মিলল না সেটা দেখার সময় নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেওয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
@aaliarubab Thanks a lot for curating my post, I'm very happy to have my post covered in curat.
এটাই জীবন। প্রতিদিন যেন সুন্দর ভাবে কাটে সেই দোয়া রইল। সঠিক গন্তব্যে পৌছানোই জীবনের স্বার্থকতা।
পৃথিবীর সকল মানুষ সঠিক গন্তব্যে পৌঁছাতে চায়, সঠিক গন্তব্যে পৌঁছাতে অনেক সময় অনেক কষ্ট করতে হয়, কষ্টের মাঝেও সঠিক গন্তব্যে পৌঁছতে পারা সফলতার লক্ষণ, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেওয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সময় আমাদের ধারণা থেকে ভিন্ন ধরনের কিছু হয়ে যায়। কষ্ট সব সময় হয় না যতটা আমরা মনে করে থাকি, চেষ্টা করলে সবটাই সহজ হয়ে যায়।
একজন প্রতিষ্ঠান প্রধানের কার্য সবসময় অধিক পরিমাণ হয় এবং একটা পার্সোনাল গাড়ি প্রয়োজনীয় বটে তাদের জন্য। যদিও কিছু কিছু সময় তারা এত বেশি ব্যস্ত থাকে না।
ধন্যবাদ সুন্দর বাস্তবতা শেয়ার করার জন্য।
অনেক সময় ধরে না অনুযায়ী আমরা কোন কিছু পাই না, আমরা চিন্তা করি একরকম কিন্তু হয়ে যায় অন্যরকম, প্রতিষ্ঠান প্রধানের সব সময় বেশি কাজ থাকে, যেটা আমাদেরকে মেনে নিতেই হবে, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।