জংলি বা ক্যারোলিনা হর্সনেটেল ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আজকে কি লিখব বুঝতে পারছিলাম না, প্রচন্ড গরমের কারণে শরীরটা একটু অসুস্থ লাগছে, একে তো প্রচন্ড গরম তার সাথে একটু পরপরই বিদ্যুৎ চলে যায়, তখন গরমের তীব্রতা বাড়ে, প্রচন্ড গরমের কারণে কোন কিছু লিখতে মন চায় না, হঠাৎ করে মনে পড়লো আমার কাছে তো অনেকগুলো ফটোগ্রাফি ছবি আছে, সিরিয়াল অনুযায়ী একটা ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি।
বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করে রেখেছি, বলতে পারেন, আমার কাছে ছোটখাটো ফটোগ্রাফির সংগ্রহশালা রয়েছে, সিরিয়াল অনুযায়ী মাঝে মাঝে সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে নতুন আরেকটা ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
আমি যেখানেই যাই সেখান থেকেই কিছু ফটোগ্রাফি সংগ্রহ করার চেষ্টা করি, বিশেষ করে কোথাও ফুল দেখলে সেখানে ফটোগ্রাফি না করে থাকতে পারিনা, এবং কোথাও গেলে মনের মধ্যে চিন্তা থাকে যে, যদি কিছু ফটোগ্রাফি করতে পারতাম, ফটোগ্রাফি করা অনেকটা ভালো লাগার বিষয় হয়ে গেছে।
আজকে যে ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি, এটা মূলত একটা জংলি ফুল, আমি এ ফুলকে এই নামেই চিনতাম, কিন্তু আজকে গুগলে সার্চ করে জানতে পারলাম যে, এই ফুলের নাম ক্যারোলিনা হর্সনেটেল, ফুলটা দেখতে অনেক সুন্দর, ফুলের চারপাশে কয়েকটা সাদা পাপড়ি আর মাঝখানে হলুদ রঙের একটা কলি, এই দুই কারণে ফুলটাকে বেশি সুন্দর দেখা যাচ্ছে।
এই ফুলটা মূলত বনে জঙ্গলে বেশি দেখতে পাওয়া যায়, ফুল যেখানেই ফুটুক সেটা সুন্দর হয়, কোন জঙ্গলের মধ্যেও ফুল ফুটলে সেটা আমাদের নজর কেড়ে নেয়, ফুলের সৌন্দর্য সবসময় সকলের মনকে আকৃষ্ট করে, তাইতো যখন একটা পুকুরের পাড়ে জঙ্গলের মধ্যে ফুলটা দেখতে পেলাম সাথে সাথে আমার মোবাইলটা দিয়ে কিছু ফটোগ্রাফি করলাম।
কিছুদিন আগে ফটোগ্রাফি সুন্দর করার জন্য কিছু তথ্য সংগ্রহ করেছিলাম, এবং শেখার চেষ্টা করেছিলাম যে, আমার ফটোগ্রাফি গুলো যেন সুন্দর হয়, সেই তথ্য গুলোর মধ্যে ফটোগ্রাফি সুন্দর করার অনেকগুলো শর্ত বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে, যে জিনিসের ফটোগ্রাফি করা হবে, সেটাকে মূল টার্গেটে রেখে ক্যামেরা কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি উঠানো, তাহলে ফটোগ্রাফি অনেক সুন্দর হবে।
আমি ফটোগ্রাফি করার সময় সেই শর্তগুলো মনে রাখার চেষ্টা করি, আজকের জংলি ফুলের ছবিগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে তোলার চেষ্টা করেছি, যদিও ফটোগ্রাফি গুলো খুব বেশি সুন্দর হয় নাই, হয়তো চেষ্টা করলে আরও বেশি সুন্দর করা যেত, সামনে যখন ফটোগ্রাফি করব তখন আরও ভালোভাবে চেষ্টা করব।
আজকে আপনাদের সাথে জংলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি, এই ফুলকে মূলত ক্ষতিকারক আগাছা মনে করা হয়, কারণ এই ফুল হওয়ার আগে যে কলি হয় সেটার সাথে অনেক বড় বড় কাঁটা থাকে, এবং এই ফুল গাছের সকল ডাল পালাতে কাঁটা থাকে, অনেকে মনে করেন এই ফুলগাছটি পরিবেশের জন্য ক্ষতিকারক।
গাছটি ক্ষতিকারক এবং এই গাছের শরীরে অসংখ্য কাটা থাকার পরেও ফুল টা অনেক সুন্দর, এবং এই ফুল ফোটার আগে কলির শরীরেও কাঁটা থাকে, এ ফুল দেখে আমার মনে হয়েছে যেন "গোবরে পদ্মফুল"। এই ফুলের ফটোগ্রাফি করার সময় আমার মাদ্রাসার ছাত্ররা সাথে ছিল, ঐদিন খুব আনন্দের সাথে ফটোগ্রাফি করেছিলাম।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|
আমি ফুলটা অনেক দেখেছি কিন্তু ফুলটার নাম জানতাম না।আপনার লেখা পড়ে জানতে পারলাম।এই ফুল গাছের আছে অনেক কাটা থাকে।আমার কাছে খুবই সুন্দর লেগেছে ফুলগুলো । সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এ ফুলকে আমরা জংলি ফুল নামে চিনতাম, ফুলটা সুন্দর হলেও গাছের মধ্যে অনেক কাঁটা থাকে, বিভিন্ন বন জঙ্গলে এই ফুল দেখতে পাওয়া যায়, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
ক্যারোলিনা হর্সনেটেল ফুলের দুর্দান্ত ফটোগ্রাফি করছেন তবে এর ফুলের নাম আমি আগে কখনোই শুনি নাই এই প্রথমবার শুনলাম।
এই গাছগুলো রাস্তার পাশে বেড়ে ওঠে এবং আমাদের এলাকায় এগুলোকে তিত বেগুন বল।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন
এই ফুলটার নাম আমারও জানা ছিল না এই ফুলের ফটোগ্রাফি করার পরে বিভিন্ন মাধ্যমে এটার নাম জানার চেষ্টা করেছি, একেক এলাকায় একেক রকম নাম থাকতে পারে, অসংখ্য ধন্যবাদ আমার পুষ্টি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।