কচুরিপানা ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
Photo edit by canva |
---|
প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ফটোগ্রাফি শেয়ার করব, ইতিমধ্যেই আপনারা সবাই জানেন ফটোগ্রাফি করা আমার অনেকটা নেশা হয়ে গেছে, যেখানেই যাই ফটোগ্রাফি করার চেষ্টা করি, বিশেষ করে যদি কোথাও ফুল দেখি তখন আর অপেক্ষা করতে পারি না, ফুল দেখা মাত্রই ফটোগ্রাফি করা শুরু করে দেই।
আজকের ফুলের ফটোগ্রাফি যখন করছিলাম তখন মন আনন্দে ভরে উঠেছিল, কারন একটা পুকুরের সম্পূর্ণটাই ফুল দিয়ে ভরপুর ছিল, এই ফুল এবং ফুলের গাছের কারণে পুকুরের পানি দেখা যাচ্ছিল না, যখন ফটোগ্রাফি করছিলাম তখন বিকেল ছিল, এই পুকুর পাড়ে অনেকক্ষণ বসে ছিলাম এবং এই সুন্দর দৃশ্য দেখছিলাম। পুকুরের ভিতরে শুধু ফুল দেখা যায় এবং পুকুরের পাড় দিয়ে শুধু কলা গাছ, এ এক অপরূপ দৃশ্য।
আজকে যে ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ফুলের নাম আমরা সবাই জানি, এই ফুলকে বলা হয় কচুরিপানা ফুল যার ইংরেজি নাম হচ্ছে water hyacinths, আমরা সবাই এই ফুলকে বিভিন্ন পুকুর খাল বিলে দেখে থাকি, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এই ফুল বেশি দেখে থাকে।
কচুরিপানা পানির উপর ভাসমান একটি উদ্ভিদ, এই কুচুরিপানার ফুল খুব সুন্দর, উপরের দিকে দাঁড়িয়ে থাকার মত একটা ফুল দেখা যায়, এই ফুলের সাত অথবা আটটা পাপড়ি হয়, এই ফুলের পাপড়ি সাদা এবং সাদার মাঝে নীল এবং হলুদ হওয়ার কারণে অনেক সুন্দর দেখা যায়, কচুরিপানা সবুজ এবং তার উপরে এই সুন্দর ফুল হওয়ার কারণে বেশি সুন্দর দেখা যায়।
কচুরিপানার প্রায় সাতটা প্রজাতি রয়েছে, এরা পানির উপর মুক্ত ভাবে চলাফেরা করে থাকে, কোথাও আবদ্ধ পানি থাকলে সেখানে তারা জমা হয়ে যায়, এরা খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে, যার কারনে জলাবদ্ধ এলাকার সম্পূর্ণ জায়গা অতি দ্রুত ভরে যায়, এরা উচ্চতায় খুব বেশি বড় হয় না, ধারণা করা হয় এই কচুরিপানা প্রথম দক্ষিণ আমেরিকা থেকে বিস্তার লাভ করে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কচুরিপানা দেখতে পাওয়া যায়, এই কচুরিপানার ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়, কচুরিপানা যখন কোন আবদ্ধ পানির উপরে বড় হয়ে যায় তখন সে পানির ভিতরে নৌকা চলাচল বা মানুষের পানি ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে যায়, কচুরিপানাকে সরিয়ে তারপরে পানি ব্যবহার করতে হয়।
আমাদের যমুনা নদীতে যখন পানি বৃদ্ধি পায়, তখন অসংখ্য কচুরিপানা ভেসে যেতে দেখা যায়, যমুনা নদীর পানির স্রোতে কচুরিপানা ভেসে যাওয়ার দৃশ্য দেখতে খুব ভালো লাগে, নদীতে কচুরিপানা ভেসে যেতে যেতে যখন কোথাও আবদ্ধ পানি পায় সেখানেই থেমে যায়, যদি কোথাও একটা কচুরিপানা থেমে যায় তাহলে সেটা থেকেই বংশ বিস্তার শুরু হয়, এবং অনেক কচুরিপানা হয়ে যায়।
কচুরিপানা ফুলের এই ফটোগ্রাফি গুলো অনেক দিন আগে করেছিলাম, ফুলের ফটোগ্রাফি করার পাশাপাশি সম্পূর্ণ পুকুরের ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে ভিডিও সহ শেয়ার করলাম।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|
ভিডিও তে ছবির চেয়ে অনেক সুন্দ দৃষ্ম ফুটে উঠেছে। এখন মিঠা পানির নদীতে অনেক কচুরিপানা দেখা যায়।
অনেক সময় ছবির তুলনায় ভিডিওতে বেশি সুন্দর ছবি দেখা যায়, নদীর মিঠা পানিতে কচুরিপানা বেশি দেখতে পাওয়া যায়, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
কচুরিপানা ফুলের ছবি দেখে আমি মুগ্ধ। ফুলের রঙ এবং পুকুরের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। আপনার ছবি দেখে মনে হচ্ছে আপনি সত্যিই ফুলের সৌন্দর্য বুঝতে পারেন এবং তা সুন্দরভাবে ক্যাপচার করতে সক্ষম। ভিডিও সহ ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ, এটা দেখতে ভালো লাগছে!
এখনো খুব ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারি না, তবে চেষ্টা করছি যেন আরো ভালো করা যায়, ফটোগ্রাফি সঞ্জয় করার জন্য কিছু নিয়ম আছে সেগুলো ফলো করার চেষ্টা করছি, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।