স্বপ্ন দুই ধরনের, ১- যা মানুষ ঘুমিয়ে দেখে, ২- যা মানষকে ঘুমাতে দেয় না।

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000030244.jpgCopyright free image downloaded from pixabay.com

প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, তবে এই স্বপ্নটা দুই ধরনের হয়ে থাকে, একটা স্বপ্ন যা মানুষ ঘুমিয়ে দেখে, আর একটা স্বপ্ন যা মানুষকে ঘুমাতে দেয় না, এই স্বপ্ন পূরণের জন্য মানুষ বিভিন্ন কাজকর্ম করে থাকে, যেকোন উপায়ে মানুষ স্বপ্ন পূরণ করতে চায়।

মানুষ ঘুমের ঘোরে অনেক স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে মানুষ কখনো অনেক ধন-সম্পদের মালিক হয়ে যায়, আবার ঘুমের মধ্যেই মানুষ স্বপ্ন দেখে যে সে ফকির হয়ে গিয়েছে, মানুষ এক এক সময় এক এক ধরনের স্বপ্ন দেখে, যে স্বপ্নটা ঘুম ভাঙ্গার সাথে সাথেই শেষ হয়ে যায়, স্বপ্ন শুধু ঘুমের সাথে সম্পর্ক।

ঘুম ভাঙার পরেও স্বপ্নের প্রভাবটা আমাদের শরীরের মধ্যে দেখা যায়, যেমন কেউ যদি ভয়ংকর স্বপ্ন দেখে তাহলে শরীরের মধ্যে ভয় কাজ করে, এবং এই ভয়ের প্রভাবটা ঘুম ভাঙার পরেও থাকে, তখন আমরা চিন্তা করতে থাকি যে, এই ধরনের ভয়ংকর স্বপ্ন কেন দেখলাম? অনেক মানুষ তো এই স্বপ্নের কারণে অনেক কিছু ভাবতে থাকে।

1000030245.webpCopyright free image downloaded from pixabay.com

আবার একইভাবে যখন আমরা ভালো স্বপ্ন দেখি, তখনো ঘুম ভাঙ্গার পরে আমাদের শরীরের মধ্যে সেটার প্রভাব থাকে এবং আমাদের মনের মধ্যে আনন্দ কাজ করে, যদিও স্বপ্নের সম্পর্ক ঘুমের সাথেই ছিল কিন্তু স্বপ্নটা ভালো হওয়ার কারণে ঘুম ভাঙ্গার পরেও শরীরের মধ্যে খুশি খুশি ভাব আসে, এবং সে চিন্তা করে যে স্বপ্নের মতই যদি আমাদের জীবন হয়ে যেত।

আমরা ভয়ংকর স্বপ্ন দেখি আর ভালো স্বপ্ন দেখি সে স্বপ্নের সম্পর্ক শুধু ঘুমের সাথেই, কিন্তু দ্বিতীয় পর্যায়ের যেটা স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না, সেটার সম্পর্ক জীবনের সাথে, এই ধরণের স্বপ্নকে আমরা বলতে পারি জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য, অথবা জীবনে কোন কিছু হওয়ার আশা, অথবা বড় কোন জিনিস পাওয়ার আশা।

অনেক মানুষের জীবনের স্বপ্ন যে, সে বড় একজন ডাক্তার হবে, আবার কারো স্বপ্ন বড় ইঞ্জিনিয়ার হবে, কেউবা আমার জীবন নিয়ে স্বপ্ন দেখে বড় বিজ্ঞানী হবে, আবার কেউ স্বপ্ন দেখে বড় ব্যবসায়ী হবে, কেউ স্বপ্ন দেখে তার নিজস্ব একটা বাড়ি হবে, এরকম একেক মানুষের স্বপ্ন একেক রকম, সকল মানুষ নিজের স্বপ্নকে পূরণ করতে চায়।

1000030243.jpgCopyright free image downloaded from pixabay.com

কোন মানুষের যদি জীবনের স্বপ্ন পূরণ হয়ে যায় তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়, সে নিজেকে গর্বিত মনে করে, সবার কাছে বলতে পারে যে তার স্বপ্ন পূরণ হয়েছে, আর স্বপ্ন পূরণ হলে সে খুশি হওয়ার পাশাপাশি তার পরিবারের লোকজন অনেক বেশি খুশি হয়।

আর যে ব্যক্তি নিজের স্বপ্নকে পূর্ণ করতে পারেনা সে ব্যর্থ হয়ে যায়, স্বপ্ন পূর্ণ করতে না পারার কারণে অনেক মানুষ আত্মহত্যা করে ফেলে, অনেকেই নিজের স্বপ্ন পূর্ন না হওয়াকে মেনে নিতে পারে না, কিন্তু অনেক মানুষ মেনে নিয়ে অন্যভাবে নিজের জীবন যাপন করতে থাকে, যদিও স্বপ্ন পূর্ণ না হওয়ার কারণে অনেক বেশি কষ্ট পায়।

সবাই নিজের স্বপ্নকে পূরণ করতে চায়, নিজের জীবনের স্বপ্নকে পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ব্যতীত কেউ কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারে না এবং সফল হতে পারেনা, অনেক মানুষ আছে যারা খুব সহজে শর্টকাটে নিজের স্বপ্ন পূরণ করতে চায় এবং সফল হতে চায়, এটা কখনোই সম্ভব নয়।

জীবনের স্বপ্ন পূরণ করতে হলে নিজের উদ্দেশ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করতে হবে, যারাই জীবনে নিজের স্বপ্ন পূরণ করেছে তারাই কঠোর পরিশ্রমের মাধ্যমেই করতে পেরেছে, স্বপ্ন পূরণের জন্য এমন ভাবে চেষ্টা করতে হবে যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দিবে না।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  
Loading...

স্বপ্ন শব্দটি শুনলে আমাদের মনে হাজারো চিন্তা আসে। কখনো এটি হতে পারে রাতের ঘুমে দেখা অদ্ভুত দৃশ্য, আবার কখনো এটি হতে পারে জীবনের লক্ষ্য, অর্জনের আকাঙ্ক্ষা। স্বপ্ন মানুষকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, নতুন উচ্চতা অর্জনের জন্য উৎসাহিত করে।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন এই স্বপ্ন নিয়েই আমাদের কথা চিন্তা, মানুষের জীবনের লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন দেখে, এবং সেটা পূরণ করার জন্যই চেষ্টা করতে থাকে, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ঘুমিয়ে দেখার স্বপ্নগুলো হয়তো বাস্তবে প্রমাণ করতে গিয়ে মানুষকে ঘুমাতে দেয় না।
যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না যে সম্মান স্বপ্ন দেখতে চায় না কেন না দুই দিনের দুনিয়ায় এত স্বপ্ন দিয়ে কি হবে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তবসম্মত একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

ঠিক বলেছেন ভাই, দুদিনের এই দুনিয়ায় এত স্বপ্ন দেখে কি হবে? তারপরেও মানুষ স্বপ্ন দেখে, জীবনের স্বপ্ন হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করা, এবং সেটা করার জন্যই মানুষ এত কষ্ট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

একদম ঠিক কথা মানুষের লক্ষ্য পূরণের জন্য আগে তারা স্বপ্ন দেখে আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে করতে জীবন অর্ধেক শেষ হয়ে যায়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের সুন্দর একটি লিখে দেওয়ার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন তবে আমার মতে আসল স্বপ্ন হলো যেটা রাতে আপনাদের বা আমাদের কে ঘুমাতে দেয় না সেটাই হলো আসল স্বপ্ন ৷ আর বাকি স্বপ্ন গুলা তো অলসতার পরিচয় দেয় যেই স্বপ্ন গুলো শুধু অনুভব করা যায় কিন্তু ছোয়া যায় না ৷

ধন্যবাদ পোস্ট টি পড়ে বেশ কিছু জানতে পারলাম ৷

 2 months ago 

বর্তমানে অধিকাংশ মানুষ মিসে স্বপ্নের পেছনে দৌড়ায়, স্বপ্ন হলো নিজের লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক রাখা, এবং সেটা পূরণ করার চেষ্টা করা, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

অবশ্যই স্বপ্নের দুই ধরনের।
যে স্বপ্ন ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্ন অঙ্কুরিত হওয়ার আগে বিনষ্ট হয়ে যায়। সেই স্বপ্ন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করা “আকাশ কুসুম” ভাবনা।

যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না সেটা অবশ্যই পূরণ হবে।

 2 months ago 

আমরা যে স্বপ্ন ঘুমের মধ্যে দেখি সেটা অনেক সময় দুঃস্বপ্ন হয়ে যায়, ঘুমের মধ্যে অনেক সময় কাল্পনিক স্বপ্ন দেখে থাকি, কিন্তু আমাদের জীবনের যে স্বপ্ন যেটা উদ্দেশ্য বা লক্ষ সেটা পূরণ করতে আমরা অনেক চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89