গ্রামে ঘুরতে গিয়ে মুঠোফোনে ধারণ করা কিছু ফটোগ্রাফি

in Incredible India2 years ago
Picsart_23-01-28_20-53-01-780.jpg

আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমার বড় মামা আমায় বারবার ফোন দিচ্ছিল। সে গ্রামে গিয়েছে তাই আমাকেও বারবার ফোন করে গ্রামে ডাকছিল। তাই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা হই গ্রামের উদ্দেশ্যে।

শহরের থেকে আমার গ্রামে গিয়ে সময় কাটাতে একটু বেশিই ভালো লাগে। গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ হাওয়া আমায় সব সময়ই টানে। তাই সুযোগ পেলেই আমি গ্রামের দিকে ছুটে যাই।

আজ প্রায় সকাল থেকেই আমি গ্রামে ছিলাম, দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে ঘুরতে গিয়েছিলাম আবাদি ক্ষেতের দিকে। সেদিকে গিয়ে মুঠোফোন বের করে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম আজ সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20230128_223209.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

বাসা থেকে বেরিয়েই আবাদি ক্ষেতের দিকে যেতে হয় একটি চিকন রাস্তা দিয়ে সেই রাস্তার দুই পাশে দুটি পুকুর। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই এই ফটোগ্রাফিটি করেছিলাম। এই পুকুরগুলোতে গরমের সময় আসলে গোসল করা যায় আর সে সময় পানিও থাকে প্রচুর।

IMG_20230128_235315.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

এই সেই রাস্তা যে দিক দিয়ে আমরা সে আবাদি জমি গুলোর দিকে গিয়েছিলাম। দু'পাশে পুকুর মাঝ দিয়ে মাটির রাস্তা। আবার সামনে একটি বাঁশের টং রয়েছে। গরমের সময় এই জায়গায় বসে থাকতে সত্যিই অনেক দারুন লাগে।

IMG_20230128_235747.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

আরেকটু সামনে এগিয়ে গেলেই এই আবাদি ক্ষেতগুলো সামনে পড়বে। কিছুদিন আগেই এই আবাদী ক্ষেতগুলো সরষে ফুল দিয়ে ভরা ছিল। যতদূর চোখ যেত ততদূর শুধু হলুদ আর হলুদ। এখন হয়তো অন্য কোন ফসল ফলানো হবে। এই আবাদি ক্ষেতগুলোতে বছরের সব সময়ই কোন না কোন কিছু চাষাবাদ হয়ই।

IMG_20230129_000736.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

গ্রামে এরকম আঁকাবাঁকা মেঠো পথ এই শীতের সময় খুবই ভালো লাগে। তবে বর্ষাকালে গ্রামে আসলে এই রাস্তা দিয়ে হাঁটা চলা পাড়া খুবই মুশকিল হয়ে যায়, বর্ষার সময় এই রাস্তা গুলো কাদা দিয়ে ভরা থাকে কোথাও ভালোভাবে পা ফেলার কোন উপায় থাকে না।

IMG_20230129_001147.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

তারপর আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম এদিক টাতেও ছিল মাটির রাস্তা। কিন্তু আরেকটু সামনে আগালেই চিকন পাকা রাস্তা শুরু আর সে রাস্তা পেরিয়েই সামনে কৃষকেরা জমি চাষ করছিল। চেয়েছিলাম সেদিকে গিয়ে জমি চাষাবাদ এর ফটোগ্রাফি করব কিন্তু কাঁদার কারণে সে দিকটায় আর বেশি এগোতে পারিনি।

IMG_20230129_001433.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

ওই দূরে চেয়ে ক্ষেতগুলো দেখা যাচ্ছে সেদিকেই কৃষকেরা জমি চাষাবাদ করছিল। অনেক চেষ্টা করেও সেদিকে বেশি দূর এগোতে পারিনি তাই খুবই খারাপ লেগেছিল ভেবেছিলাম সেদিকে গেলে বেশ ভালো কিছু ফটোগ্রাফি করা যাবে, কিন্তু জমিতে পানি দেয়ার কারণে এগুলোর কোন উপায় ছিল না।

IMG_20230129_001704.jpg

ক্যামেরা - Vivo Y 21

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - বাকরেরহাট

এই জমি পর্যন্তই এগোতে পেরেছিলাম। সামনে এগুতে পাইবা না পাই সেখানে যেটুকু সময় কাটিয়েছিলাম সে সময়টুকু সত্যি অনেক ভালো কেটেছিল। শহর থেকে যখন গ্রামের দিকে আমরা যাই তখন মনের ভিতর এমনি অনেক আনন্দ কাজ করে তার উপর আবার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভালো না লেগে যায় কোথায়।

যাইহোক বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোষ্টে আসার জন্য। আমার মুঠোফোনে ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভকামনা রইল সকলের জন্য।

Picsart_23-01-06_17-37-35-942.jpg

Join our Discord server

Sort:  

@mahir4221 (66) you did a beautiful job keep going like this on steem you have a beautiful piece of work thank you
https://steemit.com/hive-104522/@ahmadhassankhan/my-best-holliday

Loading...
 2 years ago 
এরকম মাটির রাস্তা গুলো মিস করি খুব। কী আর বলবো এখন আধুনিকতার ছোয়া পেয়ে মাটির রাস্তা গুলোও পাকা হয়ে গেছে, ফলে মাটির রাস্তায় হাঁটার অনুভূতি হারিয়ে যাওয়ার উপক্রম। আপনাদের ওদিকে ভালোই মাটির রাস্তা আর ফসল ক্ষেত দেখা যায়, আমাদের গ্রামে এসব নাই বললেই চলে। সেজন্য আপনার এমন ফটোগ্রাফি গুলো দেখে মিস করি আবার মুগ্ধও হই। ধন্যবাদ আপনাকে এরকম প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98833.06
ETH 3391.57
USDT 1.00
SBD 3.08