ছোট ভাইরা সহ সুরভী উদ্যানে কাটানো কিছু মুহূর্ত

Picsart_23-03-22_20-32-08-290.jpg

রংপুর কালেক্টরেট সুরভি উদ্যান, যারা রংপুরে কখনো ঘুরতে এসেছেন কিংবা যারা রংপুরে থাকেন তারা এই জায়গাটি সকলেই চেনেন। গাছপালায় ঘেরা মনোরম পরিবেশ, বসার মতো অনেকগুলো বেঞ্চ নিয়েই উদ্যান।

সুরভী উদ্যানে গিয়ে সময় কাটাতে রংপুরের প্রায় সব মানুষই খুবই পছন্দ করে এখানের পরিবেশটাই ভালো লাগার মত। আমি রংপুরে থাকলে মাঝে মাঝেই সুরভী উদ্যানে যাই একটু সময় কাটাতে। বেশ ভালই লাগে সেখানে সময় কাটাতে।

কাল সকালে ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখনই আমার খালাতো ভাই আমায় কল দিয়ে বলে সুরভী উদ্যান যাবে। আমার ক্লাস ছিল তাই তাকে বলেছিলাম বিকেলের দিকে সুরভী উদ্যানে যাব সেও আমার কথায় রাজি হয়ে যায়।

তারপর দুটো ক্লাস করে বেরিয়ে ছোট ভাইকে কল করলাম, সে বেশি দেরি না করে আমার কাছে চলে এলো তারপর একটি রিক্সায় করে চলে গেলাম কালেক্টরেট সুরভী উদ্যানের সামনে। আমরা যেতে যেতেই বিকেল হয়ে গিয়েছিল তাই সেখানে ভালোই মানুষজন দেখা যাচ্ছিল।

IMG_20230322_204239.jpg

এটা হল রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানের গেট। কিছুদিন আগেই এই গেটটি তৈরি করা হয়েছে এবং সুরভি উদ্যানকে নতুন করে গোছানো হয়েছে। তারপরেই এই উদ্যানের নাম হয়েছে রংপুর কালেক্টরেট সুরভী উদ্যান, যার রংপুর ডিসির মাধ্যমে পরিচালিত হয়।

এই উদ্যানকে আগে আমরা সুরভী উদ্ধার নামেই চিনতাম তবে পরে রংপুর ডিসি এই উদ্যানের হাল ধরায় নামের আগে কালেক্টরেট শব্দটা যোগ হয়ে গিয়েছে। এখন ভালই হয়েছে সুরভী উদ্যান এখন আর আগের মত নেই, এখন অনেক গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সুরভী উদ্যান।

IMG_20230322_205059.jpg

তারপর কিছুক্ষণ ভিতরে হাঁটাহাঁটি করার পর ছোট ভাইয়ের দুজন বন্ধু এলো। আমরা চারজন মিলে হাঁটাহাঁটি করছিলাম তারপর ভাবলাম একটু সেলফি তোলা যাক। ছোট ভাইকে বলেছিলাম সেলফি তুলতে, বাসায় এসে দেখি ছোটভাই বিউটি ক্যামেরা দিয়ে সেলফি তুলে রেখেছে যাই হোক কি আর করার ওই অবস্থাতেই আপনাদের মাঝে শেয়ার করলাম একটি সেলফি।

IMG_20230322_220720.jpg
IMG_20230322_220625.jpg
IMG_20230322_220557.jpg

সুরভী উদ্যানের ভিতরে ঢুকলেই আপনারা এরকম ভাস্কর্য দেখতে পারবেন, তারপর এখানে একটি টং আছে যেখানে উঠে আড্ডা দিতে বেশ ভালই লাগে আমরা উঠেছিলাম সেই টঙ্গে কিন্তু ছবি তোলা হয়নি।

সেই টঙ্গের পাশেই এই ভাস্কর্যগুলো তৈরি করা। টং থেকে নেমে এগুলোর কয়েকটি ছবি তুলে নিলাম তারপর আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলাম। ভাবলাম অন্য দিকটা দিয়ে ঘুরে এসে সুরভী উদ্যান থেকে বেরিয়ে পড়বো।

IMG_20230323_000326.jpg
IMG_20230323_000353.jpg

তারপর সামনের দিকে আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, পুরো উদ্যানটি ঘুরে গেটের দিকে হাঁটা শুরু করলাম। কারণ সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আমার আরো কিছু কাজ শহরের দিকে ছিল তাই এখন বেরোতে হবে। তাই আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে সোজা গেট দিয়ে বেরিয়ে পড়লাম।

আশা করি আপনারা আমার পুরো পোস্টটি পড়েছেন, আমার পোস্টটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোষ্টে আসার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।



3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeTntZEMjmNE2ojS3wJkRgH4FAk5wzUJTnRwSJu27LuNnR3DZNbpLAeQCyaNbnKVWTpGhovHtq.gif

Join our Discord server

Sort:  
 last year 

আপনি বলেছেন আপনি আপনার ছোট ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছেন। কিন্তু আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি ছোট উনারা অনেক বড়।

আসলে আমি আপনার লাশের গাড়ি গল্পের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক আপনি একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট তার সাথে এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Hola amigo, ¿este lugar es como un parque natural? Me gusta es muy bonito caminar con amigos rodeado de la naturaleza y respirando aire fresco, es un maravilloso lugar para despejar la mente.

Me dió gusto leerte amigo.

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58296.60
ETH 3064.91
USDT 1.00
SBD 2.26