You are viewing a single comment's thread from:
RE: PRIZE DISTRIBUTION- New Year 2025(Hangout)
প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, এই কমিউনিটিতে বেশ অনেকটা দীর্ঘ সময় ধরে আছি আমি। এইতো গত বছরই দিদিকে কথা দিয়েছিলাম ২৫ সাল পর্যন্ত একসাথে থাকব যত বাধা বিদপ আসুক না কেন,,
আমি জানিনা কতটুকু পেরেছি তবে আমি আমার জায়গা থেকে সর্বদাই চেষ্টা করছি। হয়তো সেই কারণেই আবার গতকালকের হ্যাংআউটে যুক্ত হতে পেরেছিলাম, সত্যি কথা বলতে আমার মনটা ভীষণ রকমের খারাপ ছিলো।
তবে হ্যাঁ, হ্যাং আউটে যুক্ত হওয়ার পরে আমার ভীষণ ভালো লাগছিলো।সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনাই করি এই কমিউনিটির সকলে মিলে একসাথে যেন দীর্ঘ পথ চলতে পারি হাসি, আনন্দের মাঝে প্রত্যেকটা দিন পার করতে পারি। আর দিদিকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের গতকালকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।।
@memamun
Thank you sir ❤️