You are viewing a single comment's thread from:

RE: Stuffed flatbread with soya and mixed veggies! (পর্দা রুটি!)

in Incredible India2 months ago

প্রথমে খানিকটা অবাক হয়েছিলাম পর্দা রুটি নামটা শুনে,, পর্দা বিরিয়ানি তো খেয়েছি কিন্তু পর্দা রুটিও যে রয়েছে সেটা জানা ছিল না,,, পরবর্তীতে পোস্ট পরে জানতে পারলাম এটা আপনার আবিষ্কৃত নাম।।।

তবে নামটা সুন্দর হয়েছে, এক ঢিলে দুই পাখি😜 রুটিও খাওয়া হলো সেই সাথে অনেক ধরনের সবজিও খাওয়া হলো, এভাবে যদি একটা রান্নায় এত পুষ্টি পাওয়া যায় তাহলে তো এই রান্নাটা আমার জন্য একদম সেরা,, অন্যরকম একটা রেসিপি দেখে আমার ভালো লাগছে এবং এত সুন্দর করে তৈরি করেছেন যে যেটা দেখলে লোভ লাগার মত,,,।

অসংখ্য ধন্যবাদ দিদি অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।।

Sort:  
 2 months ago 

@karobiamin71 আপনারা কেবল সুস্বাদু রান্না করে আমাকে লোভ দেখিয়ে চলেছিলেন, আর কত নেবো?

তাই আমিও চেষ্টা করলাম যাতে একটু হলেও আপনাদের খাবার ইচ্ছে হয়, ওই যে কথায় আছে দেখ কেমন লাগে!

রইলো বাকি নাম, আমি খারাপ নাম রাখি না, নিজেকে দিয়ে বোঝেন না? তিলোত্তমা!

 2 months ago 

❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96086.25
ETH 2615.46
USDT 1.00
SBD 2.59