You are viewing a single comment's thread from:

RE: Betterlife with steem|| Wedding diary game of 20th November (Last part)

in Incredible Indialast year

দিদি,
প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ডাইরি গেমটি শেয়ার করার জন্য।
ঘুম থেকে উঠে আপনার পোস্টটি দেখে এবং পরে আমি খুবই ভালো লেগেছে কারণ, এত সুন্দর একটি মুখ, দিদি শাড়িতে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। মনে হয় যেন সৃষ্টিকর্তা আপনাকে নিজের হাতে বানিয়েছেন,প্রথমে ছবিটি দেখে আমি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম পরবর্তীতে চিনতে পেরেছি এটাই আমাদের দিদি।

তাছাড়া, আপনার বিউটিশিয়ান কে কিন্তুু বেশ ভালোই লেগেছে, গত পোস্টে দেখেছি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আজ সেই বিয়ে রিসিপশন পার্টিতে গিয়েছিলেন সন্ধ্যার পরে, এবং সেখানে গিয়ে কি কি করেছেন আপনি ছোট্ট একটা ভিডিও করে আমাদের সাথে শেয়ার করেছেন যেটা থেকে অনেক বিষয় জানতে পেরেছি।

ও বলতে ভুলে গেছি, বর বউকেও কিন্তুু বেশ ভালো লেগেছে তাদের পথচলা অনেক সুন্দর হোক, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তাছাড়া রিসেপশন পার্টির ডেকোরেশন টা এক কথায় অসাধারণ,, একটা কথা বলতেই হয় আমাদের দেশের তুলনায় ইন্ডিয়াতে সবকিছুই কোয়ালিটি ফুল হয়।

দিদি, আপনার দিনটি শুভ হোক। সেই প্রার্থনাই করছি ভালো থাকুন ,সুস্থ থাকুন ,নিজের খেয়াল রাখুন ,আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105094.83
ETH 3305.12
SBD 4.16