বিয়ের পরে মেয়েদের, বাবার বাড়িতে থাকা মানে অন্যরকম একটা শান্তি।।
- আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি। প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।। আলহামদুলিল্লাহ আমি আবারও নতুন একটা ভোরের আলো দেখতে পেয়েছি।ছুটিতে এসে আমার আনন্দের সময়ের মধ্যে থেকে কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকে,,,,।
বর্তমানে আমি এখন বাবার বাড়িতে আছি, আমি গতকালকে এসেছিলাম,, বিয়ের পরে মেয়েদের বাবার বাড়িতে আসলে এত বেশি শান্তি লাগে এত বেশি ভালো লাগে,, যেটা হয়তো লিখে বোঝানো সম্ভব না,,,বসে বসে মজার মজার খাবার খাওয়া যায়,, মায়ের সাথে সুখ দুঃখের কথা বলা যায়।।। মায়ের কাছে ঘুমানো যায় সব মিলিয়ে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়।।।
বর্তমানে আমি আমার আম্মুর কাছে আছি আমার হাজব্যান্ড এখানে রেখে আজ ঢাকার চলে গিয়েছে কারণ তার ছুটি শেষ।। যদিও মানুষটা যাওয়ার কারণে কিছুটা খারাপ লাগছে আমার।। মনে হয় বিয়ের পরে বাবা মা ছেড়ে যখন একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যায় সেখানে একমাত্র আপন মানুষ হচ্ছে তার স্বামী,,,।বলতেই হবে মানুষটা বড্ড খেয়াল করে আমার,,,। জানিনা তার মূল্য কতখানি দিয়েছি তবে সর্বদাই চেষ্টা করছি আমি।
যাইহোক খারাপ লাগলেও খুব একটা মন খারাপ করে থাকার সুযোগ নেই, কারণ কাছে আমার আম্মু রয়েছে, তার কাছে বেশ কিছুদিন ঘুমাতে পারবো থাকতে পারবো এটা মনে করেও কোন অংশে খারাপ লাগছে না।। শীতের সময় মেয়ে ও জামাই এসেছে আর পিঠা হবে না এ কেমন কথা তাই আমার আম্মু এ দুই দিন বেশ কয়েক ধরনের পিঠা তৈরি করেছিলো,,।
ভাপা পিঠা, চিতই পিঠে ভিজানো, আর আজকে খেজুরের গুর দিয়ে তৈরি করেছিলো চুসনি পিঠা, এই শীতের সকালে গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু একদম অস্থির লাগে, আর একটা স্পেশাল খাবার আমার খুব পছন্দের তাই শেয়ার করছি , আজ সকাল বেলা আমার আম্মু এই ক্ষুদে ভাতের ভর্তা তৈরি করেছিলো,,যেটা এই শীতের সকালে খুব বেশি পছন্দের একটি খাবার,, ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে একদম ঘা গরম হয়ে যাওয়ার মত অবস্থা।
সকাল বেলা হাজব্যান্ড কি বিদায় দেওয়ার পরে আমি আর আম্মু গিয়েছিলাম আমাদের নতুন বাড়িতে,, সেখানে আমাদেরই পুকুরে মাছ ধরা হয়েছিলো।এখান থেকে মাছ নিয়ে বিক্রি করছিল তাই গিয়েছিলাম একটু পর্যবেক্ষণ করার জন্য,, কারন আব্বু বাসায় ছিল না তাই আম্মুকে যেতে হতো তাই তার সাথে আমিও একটু গেলাম।
নতুন বাড়ি থেকে এসে আমার আম্মু আমাকে মিষ্টি দিলো খেতে ও মিষ্টি গুলো আমরা নিয়ে এসেছিলাম এই বাড়িতে আসার সময় খেতে ভীষণ ভালো,,, মিষ্টি খেতে খেতে আম্মুর সাথে বেশ গল্প-স্বল্প করলাম। এর মাঝে আমার মেয়ে এসেছে সে কিছু একটা খাবে তবে আরে কিছু একটার পিছনে রয়েছে চকলেট।
ইদানিং আমার মেয়েকে নিয়ে বেশ চিন্তায় পড়েছি আমি চকলেটের প্রতি এত বেশি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যেটা খুবই খারাপ, মেয়ের এরকম বায়না দেখে আমার আম্মু বাহির থেকে আনা কয়েকটা চকলেট দিল খেতে সাথে আমিও খেলাম এত বেশি ভালো লাগছিল একটা দুটো খেয়ে যেন মন ভরছিল না। কি আর করব নিজের নেশায় ফেরোতে পারছি না আর মেয়েকে কিভাবে ফেরাবো জানিনা তবে এ নিয়ে আমি বেশ দূর চিন্তায় ভুগছি।
কারণ দিন দিন আমার মেয়ের সুন্দর দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, যাইহোক সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে আমার সুন্দর সময় এগুলো শুধু জীবনের একটা সময় সঞ্চয়, হয়ে থাকবে,,। একটা সময় হয়তো বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাব,,বাবা মা বেঁচে থাকতেও পারে,, আবার আমিও তাদের আগে চলে যেতে পারি।
তবে বয়স শেষে যখন ফ্রি থাকবো তখনই সময় গুলো খুব বেশ কাঁদাবে, তাছাড়া আমার মনে হয় একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়িতে একটা দীর্ঘ সময় থাকার পরে যখন বাবার বাড়িতে আসে তখন সবচেয়ে আনন্দের সময় এবং ভালো সময় কাটে।।আজ মনে মনে ভাবছিলাম আমার আম্মুর কাছে যদি এভাবে থেকে যেতে পারতাম। তবে এটা সম্ভব না তাই মনকেই বুঝিয়ে নিলাম। সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আজ আমি আশা করছি বাকি দিনগুলো এভাবে কাটাতে পারবো।
- সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।।
মেয়েদের জন্য বাবার বাড়ি হচ্ছে শান্তির একটা জায়গা বিয়ের পরে মেয়েরা যখন সেই জায়গায় কিছুদিনের জন্য বেড়াতে যায় তখন মনে হয় সেটাই হচ্ছে শান্তির একটা স্থান মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো আত্মীয়-স্বজনের সাথে কাটানো মুহূর্তগুলো মেয়েরা সহজে ভুলে থাকতে পারে না।
আসলে মেয়েদের বিয়ের পরে স্বামী হচ্ছে তাদের সবচাইতে বড় সম্পদ যে সম্পদ কিনা তাদেরকে আগলে রাখার চেষ্টা করে আশা করি আবারো খুব দ্রুত আপনি আপনার স্বামীর কাছে ফিরে যাবেন আর মা-বাবার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি মিস করবেন ধন্যবাদ ভাল থাকবেন।
ঠিকই বলেছেন বিয়ের পরে বাবার বাড়িতে বেড়ানোর মজাই আলাদা। আর কাছে অবশ্য এই দিনগুলি এখন শুধুই স্মৃতি। আপনার লেখা পড়তে যেয়ে আমি যেন সেই দিনগুলিতেই চলে যাচ্ছিলাম।
মা-বাবার সাথে সময়টা ভালোমতো উপভোগ করুন। কারণ একবার হারিয়ে গেলে আর ফেরত আনা যায় না।