পাখিদের সাথে কাটানো কিছু সুন্দর সময়,,,।

in Incredible India15 days ago

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva

প্রথমে জানতে চাইবো কি অবস্থা সবার, সকলে কেমন আছেন? আমার কথা আর নাই বা বলি, হঠাৎ ভালো হঠাৎ মন্দ, কখন যে মনটা ভালো থাকে, কখন যে খারাপ থাকে, নিজেই বুঝতে পারছে না কয়েক দিন ধরে। যেমন কাল বিকাল বেলা কেন জানি খুব মন খারাপ লাগছিলো,,,,।

তাই আমি বিকাল টাইমে বারান্দায় গিয়ে,বেশ কিছুটা সময় একা একা কাটাই তাতে মনে হলো, আরো বেশি খারাপ লাগছিলো কারণ দেখবেন, যখন আপনি একা থাকবেন আপনার মন খারাপ থাকবে তখন কিন্তুু নানান ধরনের আজে, বাজে কথা মাথার উপর দিয়ে ঘুরতে ঘুরতে থাকবে।তখন কিন্তুু আরও বেশি খারাপ লাগে আর ঠিক,,,

আমার তখন খুব আম্মু কথা মনে পড়ছিলো। কেন জানিনা মনে হচ্ছিলো আমি যদি একটু আমার আম্মুর কাছে এখন থাকতে পারতাম এখন।।সময়ের তালে তালে আমরা ঠিকই বড় হয়ে যাই,বয়স বাড়ে সন্তানের মা-বাবাও হয়ে যায়, কিন্তুু মন টা মা বাবার জন্য ছোট এই থেকে যায়,,,আমার তো এমনই মনে হয়,জানিনা সবার বেলা আবার এরকম নাও হতে পারে।

আমার এমন অন্য মানুষ কো ভাবে বসে থাকতে দেখে হাজব্যান্ড বললো,বাহির থেকে একটু ঘুরে আসার জন্য, প্রথমে ইচ্ছা করছিল না পরবর্তীতে চিন্তা করলাম, শুধু শুধু বসে থেকে এভাবে নিজেকে কষ্ট না দিয়ে মন টা কে ভালো রাখায় জরুরি। কারণ,, সময়ের সাথে সাথে সব কিছুর এই পরিবর্তন ঘটে এবং মেয়ে হয়ে যখন জন্মেছি সব সময় মায়ের কাছে থাকা চলবে না এটাও সদা সত্য কথা,,,,।

তাই আমি আমার মেয়ে কে নিয়ে,বাসা থেকে নিচে নেমেছি ভাবিনি কোথায় যাবো, ইচ্ছা ছিল একটু হাঁটাহাঁটি করবো,, পরবর্তীতে হাঁটতে হাঁটতে এই পাখি গুলোর কাছাকাছি চলে আসলাম,পিলখানার ভিতরে এই পাখিগুলো কে পালন করা হয় এখানে ছোট্ট আকারে একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা বলতে শুধু এই পাখি গুলোর সাথে কিছু হরিণ রয়েছে।

সত্যি কথা বলতেই হবে, এ পাখি গুলোর কাছে এসে এবং ওদের ডাকাডাকির ভাষা শুনে আমার এত ভালো লেগেছে,,, বেশ কিছুটা সময় দাঁড়িয়ে পাখি গুলো কে দেখছিলাম, এখানে নানান ধরনের পাখি রয়েছে,এক একটার ডাকের সুর এক এক রকম, এখানে প্রায় ১০ থেকে ১৫ ধরনের পাখি রয়েছে, ঘুঘু,টিয়া, ময়না, রাজহাঁস, কাকাতুয়া,সারস, টুনটুনি,ময়ূর, চিল, পেঁচা,বুলবুলি, ইত্যাদি।

এত এত পাখি এদের নাম মনে রাখাও মুশকিল, তবে ওখানে বেশি টা সময় থাকেনি কারণ, এত বেশি ডাকা ডাকি করছিলো মাথাটা ধরে যাওয়ার মত অবস্থা,যদিও আমার মাথা ধরে যাচ্ছে তবে ওদের ভাষা দিয়ে তো ওরা কথা বলার চেষ্টা করছিলো,,,আমাদের কাছে তো এরকম পাখি দেখতে ভালো লাগে এটা ওদের জন্য কিন্তু খুবই দুঃখজনক সারাক্ষণ এই খাঁচার মধ্যে আটকে থাকে এটা আমার কাছে খুব একটা ভালো লাগলো।।।।

ওরা তো কথা বলতে পারে না সারাক্ষণ ডাকাডাকি করে হয়তো ওদের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করে এই জেল থেকে বের হওয়ার জন্য,,, ওদেরও তো একটা জীবন আছে তবে এটা আমরা বুঝি না,,, আমার কাছে এই সাদা ময়ূরী পাখি টা খুবই ভালো লেগে ছিলো, এরপরে এই সুন্দর হরিণ গুলোর দিকে নজর গেল, এখানে প্রায় তিন প্রজাতের হরিণ ছিলো।বড় হরিণ গুলোর সাথে বাচ্চা হরিণ ও ছিলো, কি সুন্দর দেখতে তাই না,,,,আমার কাছে তো খুবই ভালো লেগেছে হরিণ গুলো কি সুন্দর মনের আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে,,,,

আর এখানে আসার পরে আমার মেয়ের মনে হাজার হাজারো প্রশ্ন,ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছিলো,,বড় হরিণ গুলোর মাথায় অনেক বড় বড় শিং কিন্তুু ছোট হরিণের মাথায় শিং নেই কেন? এরপরে ওরা কি একটা সাথে আর একটা মারামারি করে ? আম্মু ওরা সবচেয়ে কি খেতে পছন্দ করে? তারপরে আবার বললো ওদের এই জালের মধ্যে আটকে রাখছে ওরা কি কষ্ট পায় না? আচ্ছা আম্মু ওরা কোথা থেকে এসেছে? ঢাকায় হরিন আছে তবে তার দাদা বাড়িতে হরিণ নাই কেন? এরকম অনেক প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হয়েছে আমাকে।।

শুধু এখন বলে কথা নয়,, প্রত্যেক বার কথাই ঘুরতে গেলে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়।।। পরবর্তীতে এক পর্যায়ে বললাম এবার তুমি থামো না হলে বাসায় চলে যাব,, এরপর আমার মেয়ে বলল তার খুব শখ বড় হয়ে,,এরকম হলুদ রঙের দুটো টিয়া পাখি সে পালন করবে।।।পাখি দেখার সাথে সাথে মেয়ের সাথে আমার কাটানো সময় টা ভীষণ সুন্দর ছিলো।।

একটু ঘোরাঘুরি করে এবং পশু পাখিদের সাথে সুন্দর সময় কাটিয়ে মন টা অনেক খানি ভালো হয়ে গিয়েছিলো,, এরপরে আবার আমি আমার বাসায় ফিরে আসি,,এবং আমি আমার ভালো লাগার পোষ্ট টা ও আপনাদের সাথে শেয়ার করলাম ,,,। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।।।।

Sort:  
 15 days ago 

আপনি পাখিদের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সত্যি দেখে আমিও খুবই উপভোগ করলাম। নানাবিধ প্রজাতির পাখি দেখে মন ভরে গেলো। অনেক ধন্যবাদ বন্ধু।

Loading...
 15 days ago 

পশু পাখিদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আপনিও পাখিদের সাথে একটা সুন্দর সময় কাটিয়েছে। আসলে আমার তো মনে হয় কোন মানুষের থেকে পশু পাখিদের সাথে সময় কাটানো অনেক ভালো। আমার মামার বাড়িতেও একটা টিয়া পাখি রয়েছে আমি তো সময় পেলেই ওর কাছে গিয়ে সময় কাটায়। পাখি আমার ভীষণ ভালো। আমার ছোট বোনের বাড়িতে বিভিন্ন ধরনের পাখি ছিল। ওরাও পাখি খুব ভালোবাসতো। এমন কি এখনো ভীষণ ভালোবাসে। আপনার পোস্টে হরিণ গুলো দেখতে অসাধারণ লাগছে। আপনার পোষ্টের মাধ্যমে মনে হচ্ছে পুরো চিড়িয়াখানা তাই আমি খুব কাছ থেকে দেখতে পেলাম। রংবেরঙের পাখি দেখে আমার মনটাও খুব ভালো হয়ে গেল। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

প্রথমেই লাগলো আপনার এত সুন্দর একটা কমেন্ট পড়ে, আমি জানতে পারলাম আপনার মামা বাড়িতে একটা টিয়া পাখি আছে এবং ওই টিয়া পাখির সাথে আপনি সময় পেলে সময় কাটান।।। আপনার কথার সাথে আমি একমত মানুষের সাথে সময় না কাটিয়ে পশু পাখিদের সাথে সময় কাটালে আরও বেশি ভালো লাগে।।।
প্রিয় বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

চিড়িয়াখানায় গেলে পাখি ও অন্যান্য পশুদের দেখে একদিকে যেমন ভালো লাগে আবার ওদের জন্য খারাপও লাগে। আমাদের ঘরে বন্দী ৎাকতে যতটা কষ্ট লাগে, ওদেরও নিশ্চয়ই সব সময় বন্দী জীবন কাটাতে অনেক কষ্ট হয়। কিছু কিছু পাখি অনেক সুন্দর কথা বলতে পারে। আমার জেটুদের একটা শালিক পাখি রয়েছে এবং ওর পাশ দিয়ে যাওয়ার সময় পাখি টা হ্যালো, হ্যালো বলতে থাকে। আধুনিক যুগের পাখি তো এজন্য হয়ত হ্যালো বলতে থাকে।

 13 days ago 

ডিজিটাল যুগের সাথে সাথে পশুপাখি গুলো ডিজিটাল হয়ে যাচ্ছে একদম ঠিক আধুনিক যুগের পাখি বললেই হয়তো হ্যালো হ্যালো করে,,

আমরা প্রত্যেকটা মানুষ এত স্মার্ট আর পাখিগুলো কি আনস্মার্ট হয়ে থাকতে পারে বলুন, 😄জেনে ভালো লাগলো আপনার জেঠুদের একটা শালিক পাখি রয়েছে আর শালিক পাখির কথা কিন্তুু ভারী মিষ্টি শুনতে।।

 13 days ago 

মাঝে মধ্যে আমরা যখন একা একা থাকি তখন আমাদের মন খারাপ থাকে। এটা একদম সত্য কথা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন বাবা-মায়ের কাছে সব সময় থাকা সম্ভব নয়। তবুও বাবা মায়ের কথা মনে পড়লে সব সময় বাবা-মায়ের সাথে কথা বলতে হবে। এবং সম্ভব হলে বাবা-মায়ের কাছে গিয়ে ঘুরে আসতে হবে। যাইহোক মনটা ভালো ছিলো না বলে আপনার হাজব্যান্ড আপনাকে বলল চলো কোথা থেকে ঘুরে আসি। ইচ্ছা না থাকলেও গিয়েছিলেন কারণ ঘোরাফেরা করলে আসলেই মনটা ভালো থাকে। আপনারা একটি চিড়িয়াখানার ভেতরে গিয়ে কিছু পাখির সাথে সময় কাটিয়েছেন এবং পাখি গুলোর ছবি অসাধারণ ছিলো ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 13 days ago 

ইদানিং কারণে অকারণে মনটা খারাপ থাকছে। তবে আমি নিজে ও চেষ্টা করছি সব সময় নিজেকে হাসিখুশি রাখার জন্য ও।।

তবে যখন মা-বাবার কথা মনে পড়ে তখন কোন কিছু দিয়েই যেন মনটাকে বুঝ দেওয়া যায় না।।।। তবে আমি চেষ্টা করছি নিজেকে বুঝে নেওয়ার কারণ সবকিছুই পরিবর্তন ঘটে।। আর এটাই সদা সত্য কথা।।

 9 days ago 

পশুপাখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে টিয়া পাখি গুলো যখন কথা বলতে শেখে। আপনি আজকে অনেকগুলো পাখির ছবি শেয়ার করছেন সবগুলো পাখি নাম আমি জানিনা তবে খুব সুন্দর লাগছে কালো রঙের ঝুটিয়ালা পাখিরা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06