গাড়ির ড্রয়িং
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে আমি একটি গাড়ির ছবি নিয়ে হাজির হয়েছি । যেটি একটি মাসাল কার ,মানে যার অনেক power আছে। এটির নাম হল Dodge Challenger SRT. এই গাড়িটি আমার খুব ভালো লাগে। যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমার সুপারকার খুব ভালো লাগে, তেমন এটিও খুব ভালো লাগে ।আমার বিএমডব্লিউ, ডজ, মাস্ট্যাং, Toyota ,supra mk 4 ইত্যাদি বেশি ভালো লাগে। এদের মধ্যে চার নম্বর গাড়িটির আওয়াজ এবং পারফরমেন্স খুব ভালো লাগে। আর BMW M5 তো আরো ভালো লাগে, আর বাইকের মধ্যে আমার Kawasaki z900 , Kawasaki Ninja 300 আর Kawasaki Ninja ভালো লাগে।
ZX10R তো আরো ভালো লাগে। আমি বড় হয়ে যেই গাড়িটি বাজেটের মধ্যে কিনতে পারি, সেটি হল Kawasaki Ninja 300 ।এই গাড়িতে ভালো। speedও আছে ।আর পেছনে যেহেতু সিট আছে অন্য মোটরসাইকেলএর মতন উঁচু শিট নেই,যেমন কয়েকটা মোটরসাইকেলের এমন উঁচু সিট থাকে । যে চালাচ্ছে তার থেকে ওপরে পেছনে যে বসে আছে তাকে দেখাযায়। আমার সেটা একদম বাজে লাগে।
পেছনের মানুষগুলোকে ওই ভাবে উঁচু হয়ে থাকলে, যে ড্রাইভ করছে, তাকে দেখা যায় না । তাই আমার ওই বায়িক গুলো ভালো লাগেনা।
এটি আমার বড় হাসির কথা লাগে। তাই আমি যতবার এরকম মোটরসাইকেল দেখি ততবার আমার হাসি পায় কারণ পেছনের জন্য একটু বেশি উপরে উঠে যায়। যাইহোক আমি ওই মোটরসাইকেলটা কিনব আর ওটার বেশি দাম নেই। আগে আমি MT-B, Domino 250 RR, KTM Duke new version ইত্যাদি ভালো লাগতো কিন্তু এখন sports bikeই ভালো লাগে।
যাইহোক এবার ছবি আঁকাই ফিরে আসি।
লিংক
প্রথম ধাপ
প্রথমে গাড়ির সামনেটুকু আঁকা শুরু করলাম।
দ্বিতীয় ধাপ
এরপর গাড়ির লাইট এবং বডিটা আঁকতে লাগলাম।
তৃতীয় ধাপ
পেন্সিল দিয়ে গাড়ির পুরো বডি টা আঁকা হয়ে গেল ,তারপর গাড়ির চাকাগুলোকে এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
এবার হলুদ রং দিয়ে কিছু কিছু জায়গায় রং করা শুরু করলাম।
পঞ্চম ধাপ
কালো পেন দিয়ে গাড়ির পুরো আউটলাইন করে নিলাম। গাড়ির কাচগুলোকে গ্রে করে নিলাম।
ষষ্ঠ ধাপ
গাড়ির রং লাল করে দিচ্ছি। যেহেতু আমার লাল রং খুব পছন্দ।
ফাইনাল
এভাবেই ছবিটা আঁকা হয়ে গেল।।
লাল রং আমারও অনেক পছন্দ এবং লাল রঙের গাড়ি আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আপনার ছবি আঁকা অনেক সুন্দর দক্ষতা আপনি অনেক সুন্দর একটি লাল গাড়ির ছবি একে আমাদের মাঝে উপহার দিয়েছেন যা দেখে আমি আনন্দিত ধন্যবাদ আপনাকে।
আপনি তো দেখছি আর্টে অনেক দক্ষ বেশ সুন্দর ভাবে একটি কার আর্ট করেছেন ৷ তাছাড়াও কার সম্পর্কে বেশ কিছু তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন ৷
এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল ৷ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷