ডক্টর স্ট্রেঞ্জ এর ড্রয়িং
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি। সকাল সকাল বাবা ও কলকাতার দিকে গিয়েছে। তাই আমি আজকে স্কুলে যাইনি। পরপর দু'দিন স্কুলে যায়নি তাই ভেবেছিলাম আজকে যাব, কিন্তু আজকেও আমার যাওয়া হলো না। কিন্তু আমার দিদি আজ সকাল থেকে আবার আমাকে ছবি আঁকতে বসিয়েছিল। কালকের মত আজকেও আমি ছবি এঁকেছি। আমি আজকে একটা জল রং করেছিলাম। সাথেই আর একটা ক্যারেক্টার রেখেছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি পড়তে বসে গিয়েছিলাম। আমার স্যারের ছিলেন। উনি আমাকে ইংলিশ পড়ান। তারপরে সাড়ে নটা নাগাদ আমার ছুটি হল। তারপর স্নান ,খাওয়া দাওয়া করে আমি দিদির কাছে বসে পড়লাম।। ছবি আঁকলাম কিছুক্ষণ। দিদিও আজকে শরীর ভালো না থাকায় স্কুলে যেতে পারেনি। ও শোরুম গিয়েছিল। ততক্ষণ আমি মন ভরে কম্পিউটারে গেম খেলেছি। সাথে মায়ের কাছে বকুনিও শুনেছি।
দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আবার ছবি আঁকতে বসে ছিলাম। তারপর ছবি আঁকা শেষ হয়ে গেলে ঘুমিয়ে গিয়েছিলাম। এখন তাই আমি পোস্ট লিখছি। আজকে আমি শেয়ার করতে চলেছি আমার পছন্দের আরও একটা ক্যারেক্টার এর ড্রয়িং।
আমি আজকে আঁকতে চলেছি ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ হল মার্বেল সিনেমার একটা ক্যারেক্টার। মার্বেল সিনেমা আসলে কমিক। কমিক বইয়ের গল্পগুলি এক এক করে প্রকাশ হয় সিনেমার মাধ্যমে। এর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ সিনেমা আমি দিদির সাথে দেখেছিলাম। আমার মার্বেলের সিনেমা দেখতে খুব ভালো লাগে। আমার ডক্টর স্ট্রেঞ্জ কেউ খুব ভালো লাগে। ডক্টর স্ট্রেঞ্জ দেখতেও খুব সুন্দর। তাই আজকে আমি ওনার ছবি আঁকছি।।
লিংক
ছবিগুলো যেমন ধাপে ধাপে তুলেছি সাথেই আমি ভিডিও করেছি। ভিডিওটি আমার চ্যানেল থেকেই ছেড়েছি। যাই হোক আমি পরপর এবার আমার আঁকা গুলো শেয়ার করছি।
প্রথম ধাপ
প্রথমে আমি আমার ড্রইং খাতায় আমার প্রতিদিনের মতো মেকানিক্যাল পেন্সিলের সাহায্যে একে নিচ্ছি ডক্টর স্ট্রেঞ্জ এর মুখ। হালকা হালকা করে আউটলাইনগুলো এঁকে নিচ্ছি।
দ্বিতীয় ধাপ
তারপর ডক্টর স্ট্রেঞ্জের যে পোশাক সেটাকে এঁকে নিচ্ছি। এই পোশাকটাও আমার খুব ভালো লাগে। সুপার হিরোদের মতন দেখতে লাগে।
তৃতীয় ধাপ
তৃতীয় ধাপে আমি পোশাকের কারুকার্য গুলো সমস্ত করে নিচ্ছি পেন্সিলের সাহায্যে।
চতুর্থ ধাপ
আমি আমার রং পেন্সিলের সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ এর মুখের রং করে নিচ্ছি। স্কিং কালারের রং আর ব্রাউন রং নিয়ে আমি কাজ করছি। সাথে আমি ভুরু কালো পেন দিয়ে করে নিচ্ছি।
পঞ্চম ধাপ
পোশাকের নীল রং করার জন্য আমি একইভাবে রং পেন্সিল ব্যবহার করেছি নীল রঙের। এর সাথে হলুদ রঙের রং পেন্সিল ব্যবহার করেছি।
ষষ্ঠ ধাপ
শেষ ধাপে এসে আমি ডক্টর স্ট্রেঞ্জের চুলের রং ,এর সাথে গোফ এবং চারিদিকের বর্ডার ঠিক করে নিচ্ছি।।
ফাইনাল
কালো স্কেচ পেন ব্যবহার করে আউটলাইন গুলোকে ডিপ করে দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে এবং হাইলাইট হয়। আর এভাবেই তৈরি হয়ে গেছে আমার পছন্দের ডক্টর স্ট্রেঞ্জ ক্যারেক্টার।
মার্ভেল র মুভি দেখতে আমার খুব ভালো লাগে। আপনারা কি মার্ভেল দেখেছেন? না দেখে থাকলে এই সিনেমাটা খুব ভালো অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ। এটা ডাউনলোড করে দেখতে পারেন।
বাহ, দিন দিন ছবি আঁকা যেন আরো সুন্দর হয়ে উঠছে। মনে হচ্ছে তোমার কাছ থেকে আমাকে ছবি আঁকা শিখতে হবে। তোমার ছবি আঁকা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবে আরও সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে তুলে ধরো।
ইঁদুর চেষ্টা করুন আমার বন্ধু..... আপনার স্কেচ খুব সুন্দর এবং সুন্দর দেখাচ্ছে। আপনার স্কেচিং এবং পেইন্টিংয়ের একটি ভাল শখ আছে।