Drawing:- girl alone pencil art

in Incredible India10 months ago (edited)
Jakaria121.png

প্রিয় আর্টিস্ট বন্ধুরা,
বহুদিন পর বছরের শুরুতেই একটি ছবি অংকন আপনাদের মাঝে তুলে ধরতেছি। আশা করি ছবি অংকন আপনাদের ভালো লাগবে যদিও আমি প্রফেশনাল ভাবে ছবি অঙ্কন করি না তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের মাঝে অংকন করে উপস্থাপন করার জন্য।

আশা করি আপনার সকলে ভাল আছেন। আপনাদের মনকে আরো ভালো রাখার জন্য আমার সামান্য একটু চেষ্টা ছবি অংকনের মাধ্যমে।

আমি তুলে ধরতে চাচ্ছি এই ছবি অংকন কিভাবে করেছি প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি এই ছবি অংকন করতে যে সমস্ত সরঞ্জাম লেগেছিল সেগুলোও তুলে ধরব।

প্রয়োজনীয় উপকরণ
  • কাঠ পেন্সিল
  • রাবার
  • স্কেল
  • প্যাট খাতা


প্রথম ধাপ
IMG_20240109_132835_640.jpg

প্রথম ধাপ খুবই সাধারণ। প্রথম ধাপে আমি উপরে একটি মার্জিন টেনে নিলাম সমানভাবে। উপরে মার্জিন টানার সাথে সাথে বাম পার্টসের কর্ণারে আরো একটি মার্জিন টেনে নিলাম।

এরপর আপনাদের মাঝে তুলে ধরার জন্য পাশেই পেন্সিল রেখে দিলাম এবং সৌন্দর্য বৃদ্ধি করে আপনাদের মাঝে ছবিটি উপস্থাপন করলাম।

দ্বিতীয় ধাপ
IMG_20240109_133142_677.jpg

প্রথম ধাপ সম্পূর্ণ করার পর মুখের গঠন এর কিছু অংশ পেন্সিলের সাহায্যে তুলে ধরার চেষ্টা করি। একটু মোটা করেই দাগ দিচ্ছি কেননা ছবি যত উজ্জ্বল হবে তত দেখতে সুন্দর দেখা যাবে এ কারণে।

মুখ অর্থাৎ ঠোঁট সহ একটু শেপ দিলাম। এরপর আপনাদের মাঝে ছবিটি ধারণ করে দেখানোর সুযোগ করে দিলাম।

তৃতীয় ধাপ
IMG_20240109_133341_768.jpg

ধীরে ধীরে অংকন কঠিন হয়ে আসতেছে অর্থাৎ প্রথমে আমি শুধুমাত্র দুটি দাগ দিয়েছি এরপর চেহারার একটি গঠন তৈরি করলাম এখন চুলের শেপ দিতে হবে।

যেহেতু চুল আমি বেণী বেঁধে রেখে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তাই চুলের ভাঁজ ভালোভাবে না বোঝা গেলে ভালো দেখাবে না তাই ধীরে ধীরে পেন্সিলের মাথা দিয়ে দাগ দিতে লাগলাম।

সামান্য চুলের অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এই অংশটি আপনাদের মাঝে ক্যামেরার সাহায্যে ধারণ করে তুলে ধরলাম।

চতুর্থ ধাপ
IMG_20240109_133732_219.jpg

এই ধাপে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি সম্পূর্ণ চুল এর ড্রইং। তবে এই চুলের ড্রয়িং করতে বেশ সময় নিতে হয় কেননা রাবার দিয়ে মুছে ফেললেও ভুল বোঝা যায় সুতরাং ধীরে ধীরে করলে ড্রয়িং সুন্দর হয়।

চুলের ড্রয়িং প্রথমে আমি নিচের অংশ ভালোভাবে ড্রয়িং করি এরপর উপর থেকে হালকা হালকা করে টান দেই এবং যেখানে বিনি গাঁথা হয়েছে সেই পার্ট দিয়ে একটু কালো করি বেশি।

পঞ্চম ধাপ
IMG_20240109_134022_260.jpg

পঞ্চম ধাপে আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের ডান সাইটে অর্থাৎ ছবির যেইপাশে এখনো চুলের আকৃতি দেওয়া হয়নি সেই জায়গার।

এই পাশে চুলের ড্রইং করতে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়নি কেননা শুধুমাত্র উপর থেকে নিচে হালকা হালকা করে আঁকাবাঁকা আঁকাবাঁকা করে অঙ্কন করে দিলেই হয়ে গেছে।

ফিনিশিং ধাপ
IMG_20240109_134356_297.jpg

এই ধাপে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ ছবি অংকন করার পর আমি আমার সিগনেচার দিয়েছি। তবে ছবিটি যথাযথভাবে ভালো হয়নি তবে চেষ্টা করেছি বেটার দেওয়ার জন্য।

অনেকদিন পর ছবি অংকন করলাম দীর্ঘ সাত থেকে আট মাস হয়ে যাবে প্রায়। দীর্ঘ সাত থেকে আট মাস পর আপনাদের মাঝে ছবি অঙ্কন করলাম। এরপর আবারও তুলে ধরার চিন্তাভাবনা রয়েছে দেখা যাক কি হয়।

IMG_20240109_134712_434.jpg

সর্বশেষ আমি আমার ফন্ট ক্যামেরা দিয়ে সেলফি উঠলাম ছবি অংকন সহ। আপনাদের কেমন লাগলো আমার এই ছবি অংকন অবশ্যই জানাতে ভুলবেন না :)

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
Loading...
 10 months ago 

বাহ, ভাইয়ের কত গুণ। ওইদিকে সিরামিক নিয়ে কাজ করেন আবার এখন স্কেচ করে ফেলেছেন। তবে সম্পূর্ণ স্কেচটি পেলে আরো ভালো হতো। আশা করি সামনে আরো চমৎকার স্কেচ পাবো আপনার কাছে থেকে।

 10 months ago 

চেষ্টা করেছি সামান্য। ইতিপূর্বেও শেয়ার করেছিলাম তবে দীর্ঘ ৭-৮ মাস কিংবা তারও বেশি। ইনশাল্লাহ চেষ্টা করব দেখা যাক কি হয়।

 10 months ago 

ভাই আমার সত্যি জানা ছিলো না যে আপনি এত সুন্দর ছবি অংকন করতে পারেন। সত্যি আমি মুগ্ধ। আপনার আর্টের বেশ ভালই প্রতিভা আছে। মাঝে মধ্যে একটু আকাঁ আকিঁ করবেন ভাই। আমাদেরও ভালো লাগবে।

আপনি একটি মেয়ের মুখের ছবি কিভাবে আঁকতে হয় তা স্টেপ বাই স্টেপ সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। অবশ্যই বাসায় সময় করে আপনার দেখানো গাইড লাইন অনুযায়ী এমন ছবি আঁকার চেষ্টা করবো।

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 10 months ago 

আরে ভাই পাম দিয়েন না পাম দিয়েন না আমি খুব ভালো আকাইতে পারি না। অনেকদিন হলো আকাইনি বেশ কয়েক মাস পর আবার অঙ্কন করলাম।

 10 months ago 

সত্যি বলতে আপনি প্রফেশনালভাবে ছবি আকতে না পারলেও আপনার আকা ছবি অনেক সুন্দর ছিলো। আকা ছবি দেখলে অনেক ভালো লাগে কিন্তু আমি নিজে ছবি আঁকতেই পারি না।। ধন্যবাদ আপনাকে আকা ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

TEAM 2

Congratulations! This post has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.

Curated by : @malikusman1
 10 months ago 

@malikusman1, Dear brother thank you for giving me valuable support.

नमस्ते दोस्त जकारिया12, मैं आपकी ड्राइंग, लड़की के बालों के स्टाइल की सराहना करता हूं जो आपने अच्छा लिखा है दोस्त, और जैसे ही आप ड्राइंग करते हैं हम ड्राइंग में थोड़ा रहस्य देख सकते हैं, अपनी प्रतिभा को साझा करने के लिए धन्यवाद दोस्त।

शुभ रात्रि।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 10 months ago 

Thank you so much 👍

আপনার এই গুণটার কথা তো আমার একদম জানা ছিল না! আপনার আঁকা ছবিটা বেশ সুন্দর হয়েছে বিশেষ করে চুলের বেণীটা তো আমার দারুন লাগছে। মাঝে মাঝে সময় পেলে এরকম ছবি এঁকে আমাদের মাঝে শেয়ার করবেন। আমাদের খুব ভালো লাগবে তাহলে।

 10 months ago 

ভাই আপনি যে এত সুন্দর অঙ্কন করতে পারেন সেটা কখনো জানা ছিল না, আসলে জানার কথা ও ছিলনা। যাই হোক আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে। আপনার অংকনের অভিজ্ঞতা দেখে আমি নিজে বিস্মিত হয়ে গেছি। আসলে আমি এভাবে কখনো অঙ্কন করতে পারি না।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91335.22
ETH 3181.67
USDT 1.00
SBD 3.00