কমিউনিটির কিছু উল্লেখযোগ্য নিয়মাবলী

in Incredible India2 years ago (edited)

প্রিয় বন্ধুরা,
প্রথমেই সকলকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

20230103_154131_0000.png

আপনাদের সাথে আমি এখানে কমিউনিটির কিছু রুলস পরিষ্কার করে তুলে ধরার জন্য আসলাম। ইংরেজিতেও আমাদের এডমিন মহোদয়@sduttaskitchen নিয়ম সম্পর্কে অবগত করে দিয়েছে। বাংলাতেও আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। ইংরেজিতে যে পোস্ট তুলে ধরা হয়েছে তার লিংক: Obey the mentioned rules before sharing any posts inside the community

আমাদের কমিউনিটিতে বেশ কিছু রুলস এর পোস্ট করা হয়েছে, সেখান থেকে নতুন এবং পুরাতন ব্যবহারকারীরা তাদের পোস্ট শেয়ার করার আগে বুঝতে পারে যে, তাদের এখানে কোন জিনিসগুলো অনুসরণ করতে হবে।

গত কিছুদিন ধরে বেশ কিছু ইউজার কমিউনিটির রুলস ভেঙে এখানে পোস্ট করে। কমিউনিটির রুলস ব্রেক করে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই আজকের এই পোস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে কেউ বলতে না পারে যে, তাদের কমিউনিটি এবং প্ল্যাটফর্ম এর রুলস সম্পর্কে অবগত ছিলাম না।

আমি আপনাকে কিছু নিয়ম সম্পর্কে অবগত করতে এসেছি যা এখানে প্রত্যেকের অনুসরণ করা উচিত।

এখানে আমরা ফার্মিং, এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট, চুরি এবং ইস্পামিং ইত্যাদি এড়ানোর জন্য কমিউনিটির কিছু বিধি-নিষেধ অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ম সবার জন্য
  • কমিউনিটির মধ্যে যারা পোস্ট শেয়ার করতে চায় তাদের অবশ্যই ভেরিফাইড ইউজার হতে হবে (Achievement 1 cleared)
  • প্রত্যেকের একটি Discord ID থাকতে হবে। আমাদের Discord কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। একটিভ থাকতে হবে।
  • আপনার সমস্ত বিষয়বস্তু চুরি মুক্ত (plagiarism-free), চুরি করা বিষয়বস্তু শেয়ারকারীদের প্রথমবার সতর্কের পর কমিউনিটি থেকে নিষিদ্ধ (muted) করা হবে।
  • শুধুমাত্র বট মুক্ত(bot-free) শেয়ারকারী সমর্থন পাবে (পুরাতন সদস্য এবং মোড-Mod ব্যতীত)
  • প্রত্যেক ইউজারদেরকে কমপক্ষে একটি ক্লাব (club5050/75/100)অনুসরণ করতে হবে।
  • বিষয়বস্তু অবশ্যই steemexclusive হতে হবে। কমিউনিটিতে পিন করা দুটি পোস্টে হ্যাশট্যাগ সম্পর্কে বলা হয়েছে। সঠিক হ্যাশ ট্যাগ ব্যবহার করুন। যদি কোন ধরনের সন্দেহ থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন। দুটি # ট্যাগ সম্পর্কিত পোস্টের লিংক এখানেই পেয়ে যাচ্ছেন।
    1-#tag post link
    2-#tag post link
  • শেয়ার করা পোস্ট অবশ্যই ৩০০ এর বেশি শব্দের হতে হবে, তবে কবিতা এবং ফটোগ্রাফি সম্পর্কিত পোষ্টের জন্য ব্যবহারকারীদের ১৫০-২০০ শব্দ ব্যবহার করতে হবে।
  • ব্যবহারকারীদের অবশ্যই তাদের পোস্টে তিনটি হ্যাশ ট্যাগ ব্যবহার করতেই হবে: club5050/75/100, steemexclusive, county name (example bangladesh, india etc)
  • নিজের লেখা অথবা ছবি একাধিক বার ব্যবহার করা যাবে না, অর্থাৎ সেলফ plagiarism থেকে বিরত থাকুন।
কমিউনিটিতে নতুনদের যাচাই করন
  • নতুন ব্যবহারকারীদের কে অবশ্যই Newcomers' Community থেকে Achievement 1 verified হতে হবে।
  • তারা যদি আমাদের সম্প্রদায়ে(community) তাদের পোস্ট শেয়ার করতে চায়, তবে তাদের পোস্টের নিচে Discord ID শেয়ার করতে হবে; যাতে আমাদের Mod আপনার কাছে পৌঁছাতে পারে।
  • নতুনদের অবশ্যই তাদের প্রোফাইলে তাদের নিজের ছবি রাখতে হবে এবং আমাদের Discord Server যোগাযোগ করতে হবে।
  • তাদেরকে আমাদের discord incharge দ্বারা ভিডিও ভেরিফিকেশন করা হবে।

আমি এবং @piya3 বাংলা ব্যবহারকারীদের জন্য তাদের সাক্ষাৎকার নেবেন এবং @mahir4221 এবং @mayedul ইংরেজি ব্যবহারকারীদের যাচাই করন করবেন। তারা সম্প্রদায়ের নিয়ম সম্পর্কে তাদের গাইড এবং শিক্ষিত করে।

যদি আমরা এখানে নিষিদ্ধ কোন ধরনের কার্যকলাপ খুঁজে পাই তাহলে আমরা অবিলম্বে ব্যবহারকারীকে নিষিদ্ধ (ban - muted)করব।

১. সন্দেহজনক লেনদেন।
২. যেকোনো কমিউনিটিতে একবার পোস্ট সাবমিট করলে; আপনি এই প্লাটফর্মে এখানে এবং কোথাও শেয়ার করতে পারবেন না।
৩. অবশ্যই চুরি-মুক্ত বিষয়বস্তু এবং ছবি।
৪. এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট।
৫. কোন আপত্তিকর কার্যকলাপ (মন্তব্যের ক্ষেত্রে, অশ্লীল ফটোগ্রাফ, যেকোনো ধরনের ধর্মীয়, বর্ণ, মতবাদের বিতর্ক ইত্যাদি।

আমি নিচে দুটি লিংক শেয়ার করেছি; সেখান থেকে পরীক্ষা করে নিতে পারবেন বিষয়বস্তু চুরি করা (plagiarism) কিনা।
Plagiarism Checker
Plagiarism Checker

আমরা আশা করি ব্যবহারকারীরা আমাদেরকে একটি স্বচ্ছ পরিষ্কার সম্প্রদায় তৈরিতে সাহায্য করবে। যেখানে আমরা উপরের নিয়মগুলি সংরক্ষণ করে মানসম্পন্ন বিষয়বস্তু পাই।

নিয়মগুলো অনুসরণ করার জন্য এবং সম্প্রদায়ের মধ্যে আপনার পোস্টগুলি ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ।

Community Discord link:- Incredible India
Community Telegram link:- Incredible India community telegram group

 (1).gif

Sort:  
Loading...
 2 years ago 

আপনার এই পোস্ট আমাদের সকলের জন্য পড়া গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী পালন করা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমি আপনাদের এই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবো।

ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ পোস্ট উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। পোস্ট অধ্যায়ন করার জন্য।

ইংরেজি ভাষায় পোস্ট দেখলে অনেকেই না পড়ে এড়িয়ে যায়। বুঝতেই চায় না ভিতরে কি আছে। যাইহোক কমিউনিটির সর্বশেষ রুলস এন্ড রেগুলেশন বাংলায় প্রকাশিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এখন সবাই ভালো করে বিষয়টি বুঝতে পারবে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

এত সুন্দর ও সহজভাবে steemit কমিউনিটির
গুরুত্বপূর্ণ রুলস গুলো বলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

Congratulations!
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : @sduttaskitchen

TEAM 4 CURATORS

 2 years ago 

Thank you.👍

 2 years ago 

বাংলা ভাষাভাষী স্টিমিয়ানদের জন্য অতীব কার্যকরী হয়েছে এই লেখাটি।

অসংখ্য ধন্যবাদ।
@jakaria121

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে, সম্পূর্ণ পোস্টটি বাংলায় উপস্থাপন করার জন্য। অনেকেই আছেন ইংরেজি বুঝতে কিছুটা সমস্যার সম্মুখীন হন! আমি আশাকরি, তাদের জন্য ইহা সহজ সূলভ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️

 2 years ago 

আপনাকে স্বাগতম ভাই ❤️

 2 years ago (edited)

খুব ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে।অনেক অজানা জিনিস জানতে পারলাম

 2 years ago 

আপনাকে ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। অবশ্যই কোন কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই বলবেন।

জ্বি ভাইয়া, আমি বুঝতে পেরেছি।

 2 years ago 

ধন্যবাদ এত মূল্যবান পোস্টে বাংলাতে দেওয়ার জন্য কারণ সবাই কমিউনিটিতে ইংলিশ বুঝিনা অতএব দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়, যাই হোক আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম, এবং জানতে পারলাম।

ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আশা করি সম্পূর্ণ পোস্ট পড়েছেন এবং যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।

 2 years ago 

হ্যাঁ অবশ্যই ভাইয়া

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32