RE: হারানো শৈশব কি ফিরে পাওয়া যায়?
আমরা হারানো শৈশব আর খুঁজে না পেতে পারি কিন্তু এর কিছু বাঁক পেতে পারি। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি দেশ আগেকার সময় আমরা বিকাল হলেই মাঠে যেতাম খেলাধুলা করার জন্য। কিন্তু এখনকার সময় সব সময় ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত স্মার্টফোন হাতে হাতে ইন্টারনেট সুযোগ ঘরে বসেই মোবাইলে তারা সময় কাটায়। ছোটবেলা আমি যখন পড়ার ফাঁকে ফাঁকে সময় পেতাম খেলার জন্য উদ্দীপ হয়ে যেতাম। এখনকার সময় পড়ার পরে যদি সুযোগ পায় তাহলে মোবাইল নিয়ে বসে পড়ি
ঠিক বলেছেন ঈদের দিনের কথা গুলো একদমই ভুলা যায় না। জামা কাপড় কিনে নিয়ে এসে লুকিয়ে রাখাটা কতটা মজার ছিল সেটা এখনকার মজাটা নেই। বাবা কাকা দাদা ও গুরুজনদের কাছ থেকে ঈদের সালামি পেতে অনেক ভালো লাগতো অনেক আনন্দ লাগতো
কিন্তু এখন নাই। আমাদের দেশে তথ্য প্রযুক্তির ও ইন্টারনেট দেওয়া ব্যবস্থাটা অনেকটা আমাদের কাছ থেকে শৈশব কেটে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই আপনার পোস্টটি পড়ে অনেক অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন