RE: পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ পাহাড়ে ঘুরতে যাওয়া
গ্যালারি ঘাটতে ঘাটতে এরকম অনেক ছবি আমাদের সামনে চলে আসে, ভাগ্যিস গ্যালারি ঘাটতে গিয়ে তোমার এই ছবিগুলো সামনে এসেছিল তাই জন্যই তো আজকে তুমি পোস্ট করতে পারছো আর আমরাও দেখতে পাচ্ছি। কি অবাক কান্ড তাইনা না জানতেই তোমাদের কি সুন্দর ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল। এমনকি যে দাদা অফারটি করেছে সে নিজেই টাকা দিয়ে বুকিং করে রেখেছিল। এরকম যে আমার সাথে কেন হয় না! তাহলে আমারও কত কত জায়গায় ঘোরা হয়ে যায়।
যেহেতু স্কুল থেকে এক্সকারশনে পুরুলিয়ার বড়ন্তি তে গিয়েছিলাম। তাই আমার সত্যিই খুব পুরুলিয়া ভালো লেগেছে। পুরুলিয়া জায়গাটা যে অপূর্ব ,সেটুকু ধারনা হয়েছে। জীবনে প্রথমবার পাহাড় পুরুলিয়াতে গিয়ে দেখা- এটা শুনে আমার সবথেকে বেশি চমক লাগছে। পুরুলিয়ার পাহাড়গুলি এক ধরনের হয় আবার পাহাড়ি অঞ্চলের পাহাড় অন্যরকম হয়। কিন্তু ছবি দেখে যেটুকুনি বুঝতে পারছি তোমার ঘোরাঘুরি এবং পাহাড় দেখা খুবই সুন্দর ভাবে হয়েছে। তুমি যে এত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছো সে জায়গাগুলোতে আমি কিন্তু যেতে পারিনি। পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমি নিজেও জানতাম না। তোমার পোস্ট দেখে আরো জানতে পারলাম। এরপর একদিন পুরুলিয়া ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরবো বাড়িতে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সমস্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।