RE: "সুন্দর একটি ঘাসফুলের ফটোগ্রাফি " 🌼
খুব সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু এটাকে কি ঘাসফুল বলে, এটা নিয়ে আমার একটু ডাউট আছে। আমি যতদূর জানি এই ফুলটাকে টাইম ফুল বলা হয়। আমাদের এদিকে এটাকে টাইম ফুল বলে এই কারণেই, এটা সকাল দশটার সময় ফোটে। অফিস টাইমে ফোটে। এ কারণেই এই নাম দেয়া হয়। এর অনেক কালার আমাদের বাড়িতেও রয়েছে। আমার মা যেহেতু ফুল ভীষণ পছন্দ করে। তাই আমাদের বাড়িতে প্রচুর ধরনের ফুলের গাছ। এই গাছের একটি চারা বাড়িতে লাগালে অনেকগুলো গাছ হয়। আর থোকা ফুলগুলো সবুজের মাঝে সত্যিই অনেক দেখতে ভালো লাগে। বিশেষ করে এই কালারটা যেটা আপনি ক্যাপচার করেছেন এটা অনেক সুন্দর দেখতে লাগে। সূর্যের আলোতে যে কোন জিনিসের রং এত সুন্দর করে ফুটে ওঠে, আপনার ক্যামেরাতে প্রত্যেকটি ছবি খুব সুন্দর করে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
দিদি এক ফুলের তো অনেক ধরনের নামও থাকতে পারে এমনও অনেক ফুল আছে যা আমাদের দেশে এবং কি পুরো বিশ্বে বা অন্যান্য দেশে ভিন্ন ধরনের নামও থাকতে পারে ৷ আমি তো ইচ্চা করলে গুগলে সার্চ করে ফুলের নাম টা নিতে পারতাম আমি তো এতকিছু ভাবি নি যে ফুলের নির্দিষ্ট নামটি দিতে হবে যেটা সবাই চিনে থাকবে ৷
যাই হোক আপনার মতামত টুকু পড়ে আরো অনেক কিছু বুঝতে পারলাম ৷ চেষ্টা করবো আমার ভূল গুলো সংশোধন করার ৷ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মতামত টুকু বেশ সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷ 🤍🌼
আমি আপনাকে সেভাবে বলিনি। অথবা আপনার ভুল হয়েছে সেটাও জানাইনি। আমি শুধুমাত্র বলেছি, আমি যতদূর জানি এই ফুলটার নাম টাইম ফুল। কারন আমাদের এদিকে এই নামেই ডাকা হয়। ধন্যবাদ।