RE: The diary game: 04-11-2024: Yesterday I spent excellent day with variety works and ate delicious homemade traditional Indian dishes
তোমাকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে দাদা। এই প্লাটফর্মে কাজের সূত্রে তোমার সাথে অনেকদিন আগে থেকেই আমার পরিচয়। আমাদের কমিউনিটিতে তুমি লেখালেখি করছো এটা সত্যিই আমাকে খুব আনন্দ দিচ্ছে। আবারো একসাথে কাজ করার সুযোগ পাচ্ছি এটা সত্যিই খুব খুশির।
অন্তত এই কমিউনিটিতে মন খুলে নিজের মনের কথা লেখা যায়। সব থেকে বড় কথা যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, সে জায়গার গুরুত্ব আমাদের কাছে সব থেকে বেশি। আর আমি বিশ্বাস করি আমাদের এই কমিউনিটি সবাইকে মন খুলে কাজ করার সুযোগ দেয়।
তুমি ডায়েরী গেমের মাধ্যমে আমাদের সকলের সামনে খুব সুন্দর করে তোমার দিনটিকে তুলে ধরেছ। তোমার পোস্টগুলি আমার পড়ার অভ্যেস ছিল। আজ অনেকদিন পর তোমার পোস্ট আবারো পড়লাম। তাই আমার খুব ভালো লাগলো।
বরবটির ভর্তা যদিও আমি কখনো খাইনি। তবে তোমার পোস্ট পড়ে একবার বাড়িতে রান্না করার ইচ্ছা রাখছি। সাথে এটা বলতে চাই আমার মোচা খেতে খুব ভালো লাগে। আলু দিয়ে মোচা দিয়ে মা যখন রান্না করে। ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়।।
কিছুদিন আগে আমি এক জায়গায় পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষার সেন্টারের পাশেই একটা বড় কলার বাগান ছিল। আমার এক বন্ধুকে দিয়ে আমি সেই কলাবাগান থেকে দ্রুত মোচা চুরি করিয়েছি। আমি মোচা খেতে ভালোবাসি বলে মোচা দেখলে আমার লোভ লাগে। কিন্তু সব থেকে হাস্যকর ব্যাপার হল। মোচা গাছ থেকে পাড়ার পরে একটা আঠা লেগে থাকে আর একটা অদ্ভুত রকম গন্ধ হয়।। হাতে যেহেতু আলাদা রকম ব্যাগ ছিলনা, তাই কলেজের ব্যাগে করে মোচা আনতে গিয়ে, ব্যাগটা পুরো নষ্ট হয়ে গেছে আঠাতে। এর সাথে তীব্র গন্ধ ব্যাগের মধ্যে।
তবে মোচা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। আমার খুব ইচ্ছা করছিল পরের দিন গিয়ে আবার ওই গাছ থেকে আরো তিন-চারটে মোচা চুরি করে নিয়ে আসার। কিন্তু সেদিন তাই আমার লাস্ট পরীক্ষা ছিল। তাই আর যাওয়া হয়নি
Didi, Tumi banana mocha khubee pochondo koren sune khubee khusi holam. Amar o khubee prio banana mocha .amio tomar post regular post porte parbo. Amio khubee khusi didi. Tomar sundhor montobbor jonno dhonobadh.
Check discord
Ok.