Incredible India monthly contest of September#1|My choice of food!

in Incredible India7 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আবারও কমিউনিটির এত সুন্দর একটা কনটেস্ট এর আয়োজন দেখে আমার ভীষণ ভালো লাগছে। কনটেস্ট এর বিষয়গুলো এতটা ভালো হয় যে ,যে কেউ এই কনটেস্টে খুব উৎসাহ সহকারে অংশগ্রহণ করতে বাধ্য হবে। যেমন আমি নিজেই কনটেস্টের বিষয়বস্তু দেখে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।

1000137275.jpg

যেখানে প্রশ্ন আসছে কেমন খাবার খেতে পছন্দ করছি, সেখানে লিখতে সত্যিই অনেক মজা লাগবে। তাই চলুন আপনাদের সাথে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে শেয়ার করে ফেলি।

20240608_151530.jpg


What will be your choice of food, Spicy, sweet, or Sour(choose one)? Share original photos(optional)! Can use copyright-free pictures)!

এই প্রশ্নের উত্তরে আমি এক কথায় চোখ বুজে জবাব দিতে চাই, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। মিষ্টি জাতীয় যেকোনো খাবার আমার অত্যন্ত পছন্দের। আমার সব রকমের মিষ্টি, সাথেই বিভিন্ন ধরনের পেস্ট্রি,কেক,ডেসার্ট , আইসক্রিম, চকলেট ,আরো অনেক কিছু।যেখানে মিষ্টি আছে সেখানেই আমার পছন্দের মাত্রা বেশি। তাই ছবি হিসাবে আমি আমার সব থেকে পছন্দের মিষ্টি জাতীয় খাবারগুলোর ছবি দিলাম।

20240518_222913.jpg

20240303_115315.jpg

মিষ্টি আমার এত পছন্দের যে ভগবান হয় তো এই কারণেই আমার বাড়ির খুব কাছেই একটি মিষ্টির দোকান রেখেছে। ছোট থেকে আমি ইচ্ছামতো মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে আসি । মিষ্টির দোকানের কাকুটার সাথেও এতটাই ভালো ভাব হয়ে গেছে যে আমি মিষ্টি খেয়ে টাকা না দিলেও তাদের কোন যায় আসে না। মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বলে দিই যে আমাদের শোরুম থেকে টাকাটা নিয়ে নিও। মিষ্টির দোকানটা একদম আমাদের শো রুমের অপজিটে রয়েছে।

1000137253.jpg

যখন আমি স্কুল থেকে ফিরতাম, টোটো থেকে নেমেই আগে মিষ্টির দোকানে ঢুকে কিছুটা মিষ্টি খেয়ে নিতাম। আমার ছোট দাদু যখন অনেকদিন পর পর কৃষ্ণনগরে আসতেন তখন আমাকে নিয়ে মিষ্টির দোকানে যেতেন। আর আমাকে ইচ্ছা মতো মিষ্টি খাওয়ার অনুমতি দিতেন। এখন অব্দি আমার বাড়িতে প্রত্যেক দিন মিষ্টি উপস্থিত থাকে। বাড়িতে যদি কোন খাবার এমন রান্না হয়েছে যে আমার পছন্দের নয়, ফটাফট আমি মিষ্টি কিনে নিয়ে আসি ,আর তারপর মিষ্টি দিয়ে ভাত খাই। আমার এই অদ্ভুত খাওয়া দাওয়া নিয়ে অনেকেই হাসাহাসি করে।

Do you believe we must not waste food like water? share reasons behind your answer!

অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের কখনোই খাবার নষ্ট করা উচিত নয় । যেটা মূল বিষয় অনেক মানুষ না খেতে পেয়ে মরে যায়। অর্থের অভাবে তাদের খাদ্যের যোগান করা হয়ে ওঠে না। সে জায়গায় আমরা বাড়িতে বসে খাবার নষ্ট করছি এটা একদম বড় অন্যায় ।আমার মতে এটা পাপ। কখনোই খাবার নষ্ট করা উচিত না। যেটুকুনি খাব সেটুকুনি নিজের জন্য নিয়ে খাওয়া উচিত।

1000137284.jpg

20240608_160249.jpg

এ প্রসঙ্গে আমি বলি,আমি একবার আমাদের বাড়ি থেকে প্রায় এক দেড় ঘন্টা দূরে একটি জায়গায় পিকনিকে গিয়েছিলাম এবং তার পাশেই ছিল একটা ইট ভাঁটা। যখন আমাদের দুপুরের রান্না হচ্ছিল ,প্রচুর ছোট ছোট বাচ্চা থালা হাতে আমাদের পিকনিকের খাওয়া-দাওয়ার জায়গায় চলে এসেছিল। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক দিন ঠিকভাবে খেতে পায়নি। তাদের জন্যও আমাদের পিকনিকে আলাদা করে রান্না করা হয়েছিল। তাদের জন্য আবার আলাদাভাবে রান্নার ব্যবস্থা করা হয়েছিল।

সেদিন তাদের খাবার পরিবেশন করতে গিয়ে দেখেছি তারা কত ভালো করে খাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের এইভাবে দেখে আমি ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি নিজেও কখনো খাবার নষ্ট করি না। এখনো অব্দি যেটুকু খেতে ইচ্ছা করে, সেটুকুই খাই।

1000137262.jpg

How long can you be apart from your favorite taste or food?

আমার মনে হয় না আমার বাড়িতে মিষ্টি ছিল না ,এরকম কোন দিন গেছে ।সত্যি বলতে আমার পছন্দের খাবারের থেকে দূরে থাকাটা একদম অস্বাভাবিক। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই। যেমন মার্কেটে বেরোলে আমি মিষ্টি জাতীয় জিনিস খাবই ।কেক, পেস্ট্রি, আইসক্রিম অথবা মিষ্টি। আমার বাড়িতে প্রত্যেকদিন মিষ্টি জাতীয় কিছু না কিছু থাকে। শুধুমাত্র আমার জন্যই। কারণ আমার মিষ্টি থেকে দূরে থাকা সম্ভবই না। তাই বলে এই নয় আমি মিষ্টি বেশি খাই। মিষ্টি খেতে ভালবাসি ।মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালবাসি ।কিন্তু এমন নয় যে খুব পরিমাণে খাই । কারণ কোন কিছুই অতিরিক্ত ঠিক না।

1000137281.jpg

Do you believe food is one of the major reasons we are working in daily life? Justify!

আমি অবশ্যই বিশ্বাস করি দৈনন্দিন জীবনে আমরা যে কাজ করে চলেছি তার পেছনে খাবার একটা প্রধান কারণ।না খেয়ে একটা মানুষের পৃথিবীতে বেঁচে থাকা কষ্টকর ।খাবার আমাদের শরীরে পুষ্টি যোগায়। আর তার থেকেই আমাদের শরীরে শক্তির সঞ্চয় হয়। সমস্ত রকম কাজ করতে এবং এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন। আমরা খাদ্য খাদক সম্পর্ক পড়েছি পরিবেশ বিদ্যার বইয়ে। তাই বেঁচে থাকতে হলে খাবারের অবশ্যই প্রয়োজন রয়েছে। এই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই খাদ্যের খোঁজেই ।আমাদের প্রতিদিন কাজ করে যেতে হয় , এর পেছনে ঠিকভাবে খাওয়া দাওয়া এক অন্যতম কারণ।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

আজ এখানে এই পোস্ট শেষ করছি। খুব ভালো লাগলো এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে। আশা করছি আমি প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে সক্ষম হয়েছি। আমি এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিন জনকে @sampabiswas, @karobiamin71,@tanay123..
সকলে ভালো থাকুন ।সুস্থ থাকুন। ধন্যবাদ।

Sort:  
 7 days ago 

সত্যিই!
মিষ্টি এমন একটা জিনিস, যার থেকে দূরে থাকা অনেকটাই অসম্ভব।

এমনটা মনে করার পেছনে কয়েকটা কারণ রয়েছেঃ

  • প্রথম কারণ, মিষ্টি আমার অনেক প্রিয় খাবার।

  • দ্বিতীয় কারণ, শুভ কাজের সিদ্ধান্ত হলে মিষ্টিমুখ করানো হয়।

  • তৃতীয় কারণ, মানুষের মুখের কথা বেশি সুন্দর হলে সেটাকেও মিষ্টির সাথে তুলনা করা হয়।

তবে খেয়াল রাখবেন যেন বেশি অতিরিক্ত মাত্রায় কিছু না হয়ে যায়। প্রত্যেকটা খাবারই অতিরিক্ত হয়ে গেলে শরীরের জন্য বাজে প্রভাব ফেলতে পারে।

Loading...
 6 days ago 

দিন দিন ডায়াবেটিসের সংখ্যায় এমনিতেই বাড়ছে না শতকরায় আশি পার্সেন্ট লোক মিষ্টি খেতে খুবই পছন্দ করে। আপনিও তার ব্যতিক্রম নয়।

আমি এটা বলছি না যে মিষ্টি খাওয়া খারাপ মিষ্টিও আমিও খাই তবে আমার পছন্দের সাথে আপনার পছন্দের একটু অমিল রয়েছে আমি ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করি।

যাইহোক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে জানতে পারলাম যে মিষ্টি জাতীয় খাবার আপনার অনেক পছন্দ। আমাদের উচিত খাবার অপচয় না করা কেননা খাবারের জন্যই তো আমরা এত পরিশ্রম করছি।

যদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 6 days ago 

আপনার মিষ্টি গুলো খুবই সুন্দর দেখাচ্ছে। আশা করি খেতে অনেক ভালো ছিল। আমি মিষ্টি খুবই পছন্দ করি। সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতে আরো সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

 5 days ago 

অধিকাংশ মানুষ মিষ্টি খাওয়া খুব বেশি পছন্দ করে, আমি নিজেও মিষ্টিকে অনেক বেশি পছন্দ করি, আমার সন্তানরাও মিষ্টি খেতে পছন্দ করে, আপনার মিষ্টি গুলোর ছবি খুব সুন্দর হয়েছে এবং উপস্থাপনা অনেক বেশি সুন্দর হয়েছে, এ প্রতিযোগিতা আপনার জন্য শুভকামনা ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

In my place this is a spice of snacks that has a very nice taste and mostly preferably by people to used as lunch on their daily basis. Is also very good to give to entertain a visit. We called it bons and it is very useful in many ways. Success.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62800.25
ETH 2449.72
USDT 1.00
SBD 2.57