জল রঙে আঁকা
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আমি আবারো আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আমারই আঁকা একটি ছবি।
ছবি আঁকতে আমার বেশ ভালই লাগে তা আপনারা হয়তো আমার অনেক পোষ্টের মাধ্যমে দেখেছেন। কিছুদিন আগেও একটা ছবি আঁকা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম এবং তাতে সকলের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত উৎসাহিত।
তবে সব থেকে বেশি আমার জল রং করতে ভালো লাগে। আমি খুব শখ করে নিজের জন্য জলরঙ কিনে নিয়ে এসেছিলাম প্রায় পাঁচ ছয় বছর আগে। বাবার কাছে কোনদিনও ছবি আঁকা শিখিনি। এছাড়াও কোথাও আমার কোনদিনও ছবি আঁকা শেখা হয়নি। তবে ছোট থেকে একা একাই নানান ধরনের ছবি আঁকতে পারি। এজন্য বাড়ির সবাই এবং বাইরের লোকজনও বলে,বাবা শিল্পী ,তাই শিল্প রক্তে আছে। তাইতো মেয়েও পারে। আমি ব্যাপারটা বিশ্বাস না করলেও বর্তমানে সত্যিই আমি এই ব্যাপারটা বিশ্বাস করি। না শেখার সত্ত্বেও মাঝে মধ্যে কত কিছু এঁকে ফেলি ,আমার বাবাও চমকে যায়।
কিন্তু আমি বড্ড আবেগী। খুব মুড এর ওপর সবকিছু কাজ করে থাকি। তাই যখন মুড হয় তখনই আমার ছবি আঁকার ইচ্ছা হয়। মুড না থাকলে কোন কিছু ইচ্ছা করে না।।
বেশ কিছুদিন আগে হঠাৎই ছবি আঁকতে ইচ্ছা করছিল। আর জল রং করেই ছবি আঁকতে ইচ্ছা হল। তাই বসে পড়লাম জল রং নিয়ে। মন ভালো না থাকায় বারবার একাকিত্বের কোন একটা ছবি মাথার মধ্যে আসছিল। তার ওপর অনেক কিছু ভাবার পরে হঠাৎ এই ছবিটা মাথায় আসলো।
একটি মেয়ে একটি সোফাতে বসে আছে এরকম একটা ছবি আঁকবো ঠিক করলাম। শাড়ি যেহেতু আমার বেশ পছন্দের। তাই মেয়েটিকে শাড়ি তে করলাম। যেটুকু ভেবেছি সেটুকুরই অবয়ব দেওয়ার চেষ্টা করলাম আর ছবি তৈরি হয়ে গেল। কিভাবে পুরো ছবিটা আঁকলাম ধাপে ধাপে ,আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব।
প্রথম ধাপ
প্রথমেই আমি রং তুলি আর যে ড্রইং সিটের ওপর ছবিটা আঁকব সেটা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জল রং নিয়েছি। সাথে প্যালেট নিয়েছি।
দ্বিতীয় ধাপ
প্রথমেই আমি ছবি আঁকা শুরু করছি। ধীরে ধীরে মেয়েটার মুখটা এঁকে নিচ্ছি।
তৃতীয় ধাপ
মেয়েটা একটা সোফাই বসে আছে, বই হাতে সেটা এঁকে নিলাম। এর সাথে মেয়েটার চোখ মুখ এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর আমি রং করা শুরু করছি। প্রথমে আমি স্কিন কালার করে নিচ্ছি। জলরঙে সবসময় জল বেশি ব্যবহার করতে হয়। এ কারণে ছোটবেলা থেকে বাবার কাছে বেশ বকুনি খেয়ে খেয়ে এখন আমার জল ব্যবহার করা ঠিকঠাক হয়।
পঞ্চম ধাপ
স্কিনের আলোছায়ার ব্যাপারটা বোঝাতে ডিপ বাদামি রং মাঝেমধ্যে আমি স্কিনে এপ্লাই করছি।
ষষ্ঠ ধাপ
এবার মেয়েটার নীল রঙের শাড়িটা এঁকে নিচ্ছি। অর্থাৎ রং করে নিচ্ছি। আপনারা বুঝতে পারছেন কোথাও রং আমি বেশি ব্যবহার করছি কোথাও কম। কোথাও শাড়ির আঁচলের ডার্কনেস বোঝা যাচ্ছে, আবার কোথাও আঁচলটা একেবারেই হালকা।
সপ্তম ধাপ
শাড়ির সাথে একটু মানানসই রেখে আমি ব্লাউজের কালারটা ডিপ বাদামি করে নিয়েছি।
অষ্টম ধাপ
এবারে আমি মেয়েটার চুল এবং বিনুনির রং করে নেব।
নবম ধাপ
সবশেষে মেয়েটা যে সোফাতে বসে আছে, সেটা রং করে নিচ্ছি।
রেডি
আমার মন যেমনটা চেয়েছিল ঠিক সেইভাবে পুরো কাজটা করতে পেরে খুব আনন্দ লাগছিল। আমার জল রং করতে এত বেশি ভালো লাগে। পুরো কাজটা করার পর মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল।
আমি আশা করছি আপনাদের সকলের আমার আজকের ছবিটি খুব ভালো। প্রায় এক সপ্তাহ পর আবার একটা ছবি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে পেরে বেশ ভালো লাগলো। সকলের মতামতের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন।
তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো এটা তো জানি। ছবি আঁকতে ভালোবাসো এটাও আমি জানি। সবই তোমার মুডের উপর নির্ভর করে। প্রথমেই বলি ছবি আঁকা খুব সুন্দর হয়েছে। জলরঙের সাহায্যে ছবি আঁকা আরো সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা ছবি শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
@tipu curate
Watercolor
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)