Weekly Engagement Report as a Moderator - by @isha.ish

in Incredible India22 hours ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আজকে আমি আবারো গত সপ্তাহের মত আমার এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করতে চলেছি আপনাদের সকলের সাথে। এই কমিউনিটির একজন মডারেটর হিসেবে গত এক সপ্তাহ ধরে আমি যা যা কাজ করেছি, তার সমস্ত ডিটেইল আমি এখানে আজকে শেয়ার করব।

সবকিছুর আগে আমি এটাই বলতে চাই, এটা আমার দ্বিতীয় রিপোর্ট। আর কমিউনিটির প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এর সাথে এডমিন দিদি এবং কো এডমিন দিদিকেও অনেক অনেক ভালোবাসা। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমার সহযোগী মডারেটরদের, যাদের সাহায্য ছাড়া কোনভাবেই সমস্ত কাজ করা সম্ভব হতো না। আমরা সবাই মিলে কাজ করি বলে এতগুলো পোস্ট প্রত্যেকদিন ভেরিফিকেশন করতে সক্ষম হই সকলে। আমার ভুল ত্রুটিতে এবং আমার অসুবিধায় আমার পাশে থাকার জন্য আমি এডমিন এবং মডারেটর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।

1000194439.jpg

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

২৪ শে অক্টোবরের পর থেকে আজকের ২২ শে জানুয়ারি, মোটামুটি অনেকটা সময়। আমি এক কয়মাস ধরে মডারেশন করতে করতে যেটুকুনি বুঝেছি, তাতে আমার অনেক কিছুই বলার আছে ইউজারদের জন্য। যা আমি রিপোর্টের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি।

প্রথম

আমার মনে হয় যারা এই কমিউনিটিতে লিখছেন, তাদের সকলের এটা বোঝা উচিত ,ভালো কনটেন্ট অবশ্যই ভালো জায়গায় পৌঁছয়। তাই কনটেন্টের কোয়ালিটির মাত্রা বাড়াতে হবে। প্রত্যেকদিন একই রকম কনটেন্ট না লিখে একটু অন্যরকম লেখার চেষ্টা করলে ভালো হয়।

রেসিপি পোস্ট খুবই কম আমি দেখতে পাই। প্রত্যেকদিন একই রকম জীবনের বাইরেও কিছু বিষয় বস্তু নিয়ে লেখালেখি করাও জরুরী রয়েছে। আমি সবার জন্যই সেম কথা বলছি। আপনার সাতদিনের পোস্টে আপনি যদি পাঁচ দিনও পোস্ট করে থাকেন ,চেষ্টা করবেন ভ্যারাইটি পোস্ট করার। তবেই কনটেন্টের কোয়ালিটি একটু অন্যরকম হবে এবং আপনার পোস্ট সকলে পছন্দ করবে। সকলের পড়তেও ভালো লাগবে।

আমাকে হয়ত ডাইরি গেম লিখতে অনেকেই খুব কম দেখেছেন, বলতে গেলে আমি লিখি না। কারণ প্রতিদিনের কার্যাবলী আমরা অন্যভাবেও শেয়ার করতে পারি। ডাইরি গেমে প্রত্যেকদিন ডেলি লাইফের যে কাজগুলো করে থাকি, সেগুলো প্রত্যেকদিন প্রকাশ না করলেও হয়। আর এটা খুব বোরিং লাগে। এই কারণে আমি ডাইরি গেম একটু অ্যাভয়েড করি। তারপরেও অনেকে আছে খুব ভালো ডাইরি গেম লিখে থাকে। তাদের লেখার ধরনই আলাদা।

কিন্তু প্রথম যেটা আমার বলার ছিল সেটা আমি বলে ফেলেছি, আপনারা যদি কোয়ালিটি পোস্ট তৈরি করতে চান ,তাহলে অবশ্যই পোস্টগুলির ভ্যারাইটি একটু আলাদা আলাদা করবেন।

দ্বিতীয়

আমি অনেকজনকে দেখেছি একই লেখা বারবার নানান কথার মাধ্যমে রিপিট করে পোষ্টের শব্দ সংখ্যা বাড়ানোর প্রয়াস করে। আপনি হয়তো ভাবছেন এর জন্য আপনার পোস্ট শব্দ সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। কিন্তু যারা পোস্ট পড়ছে, তাদের কাছে বিষয়টি কিন্তু একদমই মনের মত হচ্ছে না।

একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখানে যেমন আর্থিক পারপাসে রয়েছি। তেমন আমাদের শিক্ষা ,সংস্কৃতি প্রত্যেক দিনের অভ্যাস এবং নতুন তথ্যগুলো এবং আমাদের মনের চিন্তাধারা, মনোভাবনা, আমাদের মানসিকতা সমস্ত কিছুই লেখার মাধ্যমে আমরা প্রকাশ করি এ প্লাটফর্মে এবং অন্যান্য ইউজাররা সেগুলো পড়ে থাকে। তো এইভাবে বারে বারে একই অর্থের বাক্য ঘুরিয়ে ফিরিয়ে পোষ্টের ভেতরে ব্যবহার না করে একটু নতুন ভাবে ভাবুন।

তৃতীয়

ফটোগ্রাফি পোস্ট এর ক্ষেত্রে, আমি খেয়াল করে দেখেছি একই রকম ছবি প্রচুর বার ব্যবহার করা হয়। অর্থাৎ একই জিনিসের ছবি নানা অ্যাঙ্গেল দিয়ে তুলে অনেক রকম ভাবে ব্যবহার করা হয়। আপনারা একটু ভিন্নভাবে চেষ্টা করুন। নানান ধরনের ছবি তোলার চেষ্টা করুন। এই জায়গায় আমি আরো একটি পরামর্শ দিতে চাই। ফটোগ্রাফি সবসময় হরাইজেন্টালি অর্থাৎ ফোন কাত করে করবেন।

চতুর্থ

অনেকেই ৩-৪ ঘন্টা পর পর পোস্ট করছেন। তবে যদি ঠিকঠাক ভাবে নিয়মমাফিক পোস্ট লিখতে চান এবং সাপোর্ট পেতে চান তাহলে একটি পোস্ট থেকে আরেকটি পোস্টে অন্তত ১৮-২০ ঘন্টার গ্যাপ দিন।

যাই হোক এর বেশি আমার কিছু বলার নেই, বাকি সকলেই ভালো লেখেন। শুধুমাত্র কনটেন্ট কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন এবং উপস্থাপনা একটু সুন্দর করে করুন। এখানে আপনাদের পোস্ট ভেরিফিকেশন করতে গিয়ে প্রত্যেক জন খুব ভালোভাবে নিখুঁতভাবে সমস্ত কিছু চেক করে, এক একটি পোষ্টের পেছনে অনেকে প্রচুর সময় দেয়। আপনাদেরও লেখায় সেই সময়টা দেওয়া উচিত। আমার মনে হয় যারা আমরা বেশ অনেক বছর ধরে পোস্ট লিখে চলছি। ঠিকভাবে পোস্ট লিখলে সব মিলিয়ে খুব করে ১০-১৫ মিনিট সময় লাগে। তাই ওই ১০-১৫ মিনিট একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন নতুন নতুন কিছু ভাবুন।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

এবার আসি আমার একটিভিটিতে। আমি গত ১৫ই জানুয়ারি থেকে ২১ শে জানুয়ারি অব্দি টোটাল ৬০টি পোস্ট ভেরিফিকেশন করতে সক্ষম হয়েছি।। তার লিস্ট আমি নিচে দিয়ে দিয়েছি । তারিখ মাফিক প্রত্যেকটি পোষ্টের কোয়ান্টিটি দেওয়া রয়েছে।

DateNumber of post verification
15/1/20258
16/1/20257
17/1/20258
18/1/202510
19/1/20257
20/1/202511
21/1/20259
Total60

আগের সপ্তাহে আমি একজন মডারেটর হিসেবে আমার কি কি কাজ থাকে ,তা নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট অনেক কিছু লিখেছিলাম। তাই আজকে সেগুলো পুনরায় রিপিট করছি না।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

ভেরিফিকেশন এর পাশাপাশি আমি আমার নিজের পোস্ট লিখেছি, তবে এই সপ্তাহের সিডিউল খুব হেকটিক ছিল। তাই আমি ঠিকভাবে আমার পোস্ট লিখতে পারিনি। আমি সাধারণত সাত দিন লেখার চেষ্টা করি। কোন সময় হয়তো সপ্তাহে ছয় দিন হয়ে যায়। তবে এবারে সেটা অনেকটা গ্যাপ গেছে। এ কারণে আমি অত্যন্ত দুঃখিত। পরবর্তীতে এই জিনিসটা যাতে না হয় ,সেটা আমি অবশ্যই খেয়াল রাখব। কারণ আমি নিজেও পোস্ট গ্যাপ দেওয়া পছন্দ করি না।

এই সপ্তাহ জুড়ে আমার শরীর যেমন ভালো ছিল না ,তেমন বেশিরভাগ সময় আমি বাইরে ছিলাম ।তাই ফিরে এসে ,সেই পরিস্থিতিতে থাকতাম না যে পোস্ট লিখতে পারবো।এই সপ্তাহে আমি যে পোস্টগুলো করেছি ডেট সহ আমি নিচে মেনশন করে দিলাম একটি লিস্ট এর মত করে।

DateLinks of my post
15/1/2025Weekly Engagement Report as a Moderator - by @isha.ish
16/1/2025No post
17/1/2025মেহেন্দি আর কিছু স্মৃতি
18/1/2025সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি
19/1/2025হেয়ার কাট - একটু চেঞ্জ
20/1/2025No Post
21/1/2025তিলের টক তৈরীর রেসিপি

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

উপসংহার

সবকিছুর পরে এটাই বলতে চাই ,আশা করছি আমার পরবর্তী সপ্তাহের এংগেজমেন্ট আরো ভালো হবে। মডারেশন এর জন্য পোষ্টের সংখ্যা বৃদ্ধি হলেও আমার নিজের পোস্ট এর সংখ্যা বেশ কমে গিয়েছিল এই সপ্তাহে। তাই পরবর্তী সপ্তাহে সেটা আমি খেয়াল রেখে অলরেডি স্টেপ নিয়ে নিয়েছি। একজন মডারেশন প্যানেলের সদস্য হওয়াতে আমি সবসময় চেষ্টা করব এই কমিউনিটির প্রতি আমার যেটুকু দায়িত্ব, সেটা পালন করার এবং প্লাটফর্মে যাতে সুস্থ স্বাভাবিকভাবে সকলে কাজ করতে পারে, সেটা খেয়াল রাখার।

পড়াশোনার পাশাপাশি ,নিজস্ব বিজনেস দেখার পাশাপাশি এই কমিউনিটিতে এসে নিজের মনোভাবনা এবং নিজের ভালো মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে এবং এই কমিউনিটির জন্য একজন মডারেটর হিসাবে যেটুকু আমি দায়িত্ব পালন করতে পারি ,সেগুলি করতে আমার খুবই ভালো লাগে। আমি এ কারণে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। যারা ২০২০ সাল থেকে আমাকে রীতিমতো সাপোর্ট করে আসছেন। আশা করি পরবর্তীতে আমি আরো ভালো করতে পারব। অনেক ধন্যবাদ আপনাদের। আজ এখানে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন।

Sort:  
Loading...

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 6 hours ago 

আপনার এনগেজমেন্ট রিপোর্ট পড়ে খুব ভালো লাগল। কমিউনিটির প্রতি আপনার দায়বদ্ধতা এবং পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। কনটেন্ট কোয়ালিটির উন্নতি এবং পোস্টের বৈচিত্র্য বাড়ানোর জন্য যে পরামর্শগুলো দিয়েছেন, তা খুবই কার্যকর এবং গঠনমূলক। আপনার মডারেশন ও ব্যক্তিগত কাজের সমন্বয় করার প্রচেষ্টা আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা। আশা করি আপনি ভবিষ্যতেও এমন সুন্দরভাবে কাজ করে যাবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 102181.11
ETH 3209.97
SBD 5.09