যখন নীরবে দূরে || কভার

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজ সকাল থেকে বৃষ্টি পড়া বন্ধ হলেও, গত ৩-৪ দিন ধরে টানা ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে তো এই তিন চার দিন বৃষ্টির দাপটে বাড়ি থেকে বের হওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা আমি জানিনা। যখন বৃষ্টি হয় তখন আমার যে কত ভালো লাগে আমি এর আগেও জানিয়েছি। সব থেকে বড় কথা বৃষ্টিতে ভিজতেও আমি খুব ভালোবাসি।কিন্তু মা বাবা এত বকাবকি করে বলে বৃষ্টিতে ভেজা হয় না। যখন আমি কলকাতাতে মেসে থাকতাম। ওখানে তো কেউ বলার এবং শাসন করার ছিল না। বন্ধুরা মিলে আমিও খুব পরিমাণে বৃষ্টিতে ভিজতাম। তবে বৃষ্টিতে ভেজার পরে কখনো জ্বর আসে নি।

যাই হোক যখন এই তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, প্রথম দিনকেই আমি ভেবেছিলাম যে কিছু একটা করব। কিছু একটা গান রেকর্ড করবো এই বৃষ্টির সময়ে। বৃষ্টির সময়কে কেন্দ্র করে সুন্দর করে ফটো শুট করব। অথবা ভিডিওগ্রাফি করব। সেই মতোই ভাবতে ভাবতে হঠাৎ কাজে লেগে পড়লাম।

সেদিন ছিল একাদশী। মা বাবা একাদশী পালন করে আমাদের বাড়িতে। তাই আমি আমার এবং ঈশানের জন্য অল্প করে ভেজ পোলাও বানিয়ে ফেললাম। তারপর রেডি হয়ে নিলাম। আমার আগে থেকেই মাথার মধ্যে গানটা ঠিকঠাক করা হয়ে গিয়েছিল। এই গানটা আমার খুবই পছন্দের একটি গান। কিন্তু দুইবার রেডি হওয়ার পরে যখন গান গাইতে ধরলাম, কোথাও না কোথাও থেকে গাড়ির আওয়াজ। যেহেতু রাস্তার ধারে বাড়ি। তাই এই অসুবিধা চলতেই লাগে। বৃষ্টির দিন বলে ভেবেছিলাম একটু আওয়াজ কম হবে। কিন্তু আমি চুপ করলেই আওয়াজ কমে যায়, গান শুরু করলেই আওয়াজ বেড়ে যায়। কি এমন এক জ্বালা। আমি অবশেষে ঠিক করলাম গানটা পরেই রেকর্ড করব। শুধুমাত্র ভিডিওগ্রাফি টা করে রাখি।

মৌসুমী বৌদিকে ডেকেছিলাম। দুপুরে খাবার পর সোজা চলে গেলাম দুজন মিলে ছাদে। সাথে ছিল ট্রাইপড। আর আমার samsung galaxy a52 এই অ্যান্ড্রয়েড ফোন। বৌদি আমাকে অনেক হেল্প করলো। নানান ভাবে আমি নানান রকম ভাবে পোস্ট দিয়ে ভিডিও শুট করতে লাগলাম। আমি আমার পছন্দের জায়গা গুলো বৌদিকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলাম। সেইমতো বৌদি ক্যামেরা ধরে ছিল। আর খুব সুন্দরভাবে অনেকগুলো শট নেওয়ার পর। ফোনের গ্যালারি পুরো ভর্তি হয়ে গেল। বৌদি আর আমি যখন ভিডিও শুট করছি, তখন বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল।

আমি ব্যাপারটা খুব পরিমাণে এনজয় করছিলাম। আমাদের ছাদ এবং দোতলা জুড়ে কিছুক্ষণ ভিডিও শুট করতে করতেই কেটে গেল। তারপর আমি লেগে পড়লাম ভিডিও এডিটিং এর কাজে। আমি নিজের ভিডিও নিজেই এডিটিং করি, প্রথম থেকেই। এর আগেও আমি অনেক গানের ভিডিও বাড়ির বাইরে শুট করেছি। যাই হোক শুধু এডিটিং টাই করা হলো। গান করবো কখন বুঝতে পারিনা। ভিডিওটার উপর গান চাপাতে হবে।

রাতের দিকে যখন প্রায় রাত বারোটা পার হয়ে গেছে, ততক্ষণ আমি জেগে থাকলাম। চারিদিক নিঝুম। ঈশানও ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে আমি ভাবলাম গানটা গেয়ে ফেলা যাক। আর একবার রেকর্ড করেই গানটা ঠিকঠাক হয়ে গেল। আমি সাথে সাথে গানটা এডিটিং ভিডিও এর সাথে এটাচ করে দিলাম। আর এভাবেই এই ভিডিওটা আমার রেডি হয়েছে। আমি ভেবেছিলাম আপনাদের সাথে বৃষ্টির দিনগুলোর মধ্যেই একদিন এই ভিডিওটা শেয়ার করব। কিন্তু কিছু কারণে আমি শেয়ার করে উঠতে পারিনি। তাই আজকে শেয়ার করছি।

আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সাথেই আমার গান ভালো লাগবে। গানটি আমার অত্যন্ত পছন্দের। আমি যতদূর জানি এই গানটি শহর ব্যান্ডের গান। গানের কথাগুলো মন ছুঁয়ে যায়। বৃষ্টির দিনে এরকম শান্তিপ্রিয় গান শুনতে আমার বেশ ভালো লাগে। আমি একটাই অনুরোধ করব আপনারা সবাই গানটা শোনার সময় হেডফোন ইউজ করবেন। নিচে দেওয়া ভিডিও লিংক এ ক্লিক করে আমার গানটা শুনে নিতে পারবেন।

লিংক

যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্তরা
কে জানে, কী আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কী নিবিড়ে
তুমি কি, মরীচিকা না ধ্রুবতারা?


আশা করছি আপনাদের সকলের আমার আজকের পোস্ট ভালো লাগবে। যেহেতু অনেকদিন পর গানের ভিডিও শেয়ার করলাম আমার মনে হয় আপনারা খুব উপভোগ করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সকলে ভাল থাকবেন। আপনাদের প্রিয় গানগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, আমি অবশ্য চেষ্টা করব গাওয়ার।

Sort:  
 yesterday 

বৃষ্টির মধ্যে ছাদের ফটোশুট গুলো অনেক বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে আপনার গানের মধ্যে ব্যবহার করা ভিডিওটা খুব সুন্দর হয়েছে, গানটা অনেক সুন্দর হয়েছে, সৃষ্টিকর্তা আপনাকে অনেক প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন, আপনার জন্য শুভকামনা, আপনার উন্নত ভবিষ্যৎ কামনা করছি।

Loading...
 yesterday 

বৃষ্টির মধ্যে ভিডিও তৈরি করার একটু ঝামেলা বটে। অন্য দিক থেকে দেখলে দেখা যাবে হালকা বৃষ্টির মধ্যে তেমন অসুবিধা হবে না। তবে আপনার ভিডিওটা অসাধারণ হয়েছে। আপনার লেখাগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62952.72
ETH 2429.38
USDT 1.00
SBD 2.56