Weekly Engagement Report as a Moderator - by @isha.ish
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।। আজকে তৃতীয় দিন , একজন মডারেটর হিসাবে আমি আমার গত সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি ।
গত দুটি রিপোর্ট শেয়ার করতে গিয়ে , গত দুই সপ্তাহের একজন মডারেটর হিসেবে আমার যাবতীয় কার্যাবলী আমি খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম।আজকে তৃতীয় দিনের রিপোর্ট শেয়ার করার আগেই , আমি বলতে চাই যে আমি ভীষণই দুঃখিতআমার এই সপ্তাহের এনগেজমেন্ট অনেকটাই কম। কারণ আমি বর্তমানে আমার শহরের বাইরে রয়েছি এবং দু-তিন দিন হল খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।
অনেকেই জানেন ভারতবর্ষ এর এলাহাবাদ এর প্রয়াগরাজ নামক জায়গায় কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে। সেই উদ্দেশ্যেই এখানে আসা এবং কৃষ্ণনগর থেকে আসতে গিয়ে সকলেরই ভীষণ শরীর অসুস্থ হয়ে পড়েছে। সবমিলিয়ে এসব কারণেই ঠিকভাবে পোস্ট লেখা এবং পোস্ট ভেরিফিকেশন করা, সাথে কমেন্টের যাবতীয় কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। তাই প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
গত সপ্তাহে আমি যে কটি পোস্ট ভেরিফিকেশন করেছিলাম , সেটা অনেকটাই বেশি ছিল।এই সপ্তাহে পোস্ট ভেরিফিকেশন এর সংখ্যা অনেকটাই কম।গতকালকে আমি পোস্ট ভেরিফিকেশন করতে পারিনি, আমি ভেবেছিলাম গাড়ির মধ্যে আসার পথে আমার কাজগুলো আমি মিটিয়ে নিতে পারবো, কিন্তু আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। আসলে আমরা যেটা প্ল্যানিং করি, সেটা কখনো হয়ে ওঠেনা। আমি এখনো বাইরেই আছি। আমি ২ তারিখে বাড়ি ফিরব। তবে এই কদিন আমি অবশ্যই চেষ্টা করব আমার সাধ্যমত এই কমিউনিটিতে আমার কাজগুলোকে গুছিয়ে নিয়ে করতে পারার।
আমি আমার মডারেটর বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই । আমি সাধারনত সকাল ১০ টা থেকে বিকেল অথবা সন্ধ্যে অব্দি পোস্ট ভেরিফিকেশন করে থাকি। এবং বাকি সময় গুলো অন্যান্য মডারেটরদের মধ্যে ভাগ করা রয়েছে। আমার সমস্যা দিনগুলিতে আমাদের কমিউনিটির মডারেটর @tanay123 দাদা এবং কো- এডমিন @sampabiswas দিদি,আমাকে ভীষণই সাহায্য করেছে । এবং আমিও আমার সাধ্যমত তাদের সাহায্য করার চেষ্টা করে থাকি। এই সপ্তাহ জুড়ে আমার কাজের সমস্যার কারণে তারা আমাকে এখনো অনেক সাহায্য করছে। তাই আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।
গত সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে ২৮ তারিখ অব্দি আমি টোটাল ৪১ টি পোস্ট ভেরিফিকেশন করেছি। যেটি গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল। তাই আমি এবার আমার এনগেজমেন্ট দেখে সত্যিই অনেক দুঃখিত। নিচে তারিখসহ পোষ্টের কাউন্ট দেয়া থাকলো।
Date | Number of post verification |
---|---|
22/1/2025 | 6 |
23/1/2025 | 7 |
24/1/2025 | 7 |
25/1/2025 | 7 |
26/1/2025 | 8 |
27/1/2025 | 6 |
28/1/2025 | . |
Total | 41 |
গত সপ্তাহের পোস্ট ভেরিফিকেশন করতে গিয়ে আমি যেটুকু বুঝেছি, তা আমি শেয়ার করছি।
প্রথমত এখনো অনেকে ফটোগ্রাফি পোস্ট এর ক্ষেত্রে একই বস্তুর ছবি নানান দিক থেকে তুলে সেটা পোস্ট করছে। যেটা গতবারেও আমি ভালোভাবে উল্লেখ করেছিলাম। এরকম করার ফলে সেটি ফটোগ্রাফি পোস্ট আর হয়ে দাঁড়ায় না। তাই আবারও বলছি ফটোগ্রাফি পোস্ট এর ক্ষেত্র পরিবর্তন করুন। শুধুমাত্র গোলাপ ফুলের ফটোগ্রাফি করছেন, এ কারণে একটি গোলাপকেই নানা দিক থেকে ছবি তুলে পোস্ট করা, এটা সঠিক নয়।
সমস্ত পোস্ট করা হয়ে যাওয়ার পরে সবাই পড়া অভ্যাস করুন। এবং তার পরেই সেই লেখাটিকে পোস্ট করুন। কারন আপনাদের পোস্টে ভেরিফিকেশন করার সময় প্রচুর প্রচুর ভুল পাওয়া যায়। এবং এটা ভালোভাবেই বোঝা যায় যে আপনারা একদম কেয়ারলেসলি পোস্টটা করেছেন।
সব থেকে বাজে লাগে, বাঙালি হয়ে যখন বাংলা বানান বহু মানুষ ভুল করে চলেছেন। তাই একটু এই ব্যাপারগুলোতে নজর দেবেন।
- কিছু জনের পোস্টে মাঝেমধ্যেই AI/ GPT লক্ষ্য করা যাচ্ছে। যেটা এই প্লাটফর্মে কিন্তু একদমই নিষিদ্ধ। তাই ব্যাপারটা খেয়াল রেখে আপনারা পোস্ট করুন। প্রতিনিয়ত একই ইউজারের পোস্টে যদি এরকম হতে থাকে, তবে অন্যরকম পদক্ষেপ নিতে হবে।
পোস্ট ভেরিফিকেশন করা এবং একজন মডারেটর হিসেবে নিজ দায়িত্ব পালন করার পাশাপাশি আমি নিজেও পোস্ট করে থাকি এই প্লাটফর্মে।। গত সপ্তাহে যা যা পোস্ট করেছি, তার লিংক নিচে দেয়া হলো এবং পোস্টগুলি একটি লিস্টের মাধ্যমে দেওয়া হলো। এই সপ্তাহতে পাঁচটি পোস্ট করেছিলাম। যেটা একেবারেই দুঃখজনক। কিন্তু আমার সিচুয়েশন আমাকে পোস্ট গ্যাপ দিতে বাধ্য করিয়েছে। দুটি পোস্ট গ্যাপ অনেক বাজে একটা ব্যাপার। পরের সপ্তাহ থেকে অবশ্যই এদিকে খেয়াল রাখব ।
Date | Links of my post |
---|---|
22/1/2025 | Weekly Engagement Report as a Moderator - by @isha.ish |
23/1/2025 | কলেজে পিকনিকের দিন |
24/1/2025 | কলেজের পিকনিক আর কিছু অব্যক্ত অনুভূতি |
25/1/2025 | No post |
26/1/2025 | পিংকি দির এঙ্গেজমেন্ট |
27/1/2025 | No Post |
28/1/2025 | জেঠিনের জন্য উপহার |
**সবশেষে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার রিপোর্ট ধৈর্য ধরে পড়ার জন্য। এবং আমাদের এডমিন দিদিকেও @sduttaskitchen অনেক ধন্যবাদ। গত সপ্তাহে ভেরিফিকেশন করার সময়, আমার অনেক কিছুতে ভুল হয়েছে। সে সমস্ত ভুলগুলো সংশোধন করতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ দিদিকে। কমিউনিটিতে সকলে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। এর সাথেই পোষ্টের কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করুন। পোস্ট গ্যাপ অতিরিক্ত দিতে থাকলে , আপনাদের এনগেজমেন্টের হার কমে যাবে। সবাই সুস্থ স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মের রুলস এবং রেগুলেশন ফলো করে কাজ করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে আসলে ফটোগ্রাফি পোস্ট করতে গেলে শুধুমাত্র একটা ফুলের নানা দিক থেকে ছবি তুলে ফটোগ্রাফি করলেই কিন্তু সেটা ফটোগ্রাফি পোস্ট হয় না আমার মনে হয় একটা ফটোকপি পোস্টের মধ্যে অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়টা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি থাকাটা খুব প্রয়োজন।
এটা একেবারেই ঠিক আমরা বাঙালি হয়ে লেখার মধ্যে ভুল বিশেষ করে বানান ভুলটা অতিরিক্ত দেখা যায় আর এ আই জিপিটি এই বিষয়গুলো অবশ্যই সবার অনেক বেশি সতর্ক থাকা উচিত একটা জায়গার মধ্যে আমরা যখন এভাবে কাজ করব তখন অবশ্যই সেখানে অতিরিক্ত এনগেজমেন্ট থাকা প্রয়োজন তাহলে কিন্তু আমরা সেই জায়গায় খুব দ্রুত সফলতা পাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/8) Get profit votes with @tipU :)
আপনার প্রতিবেদন দায়িত্বশীলতার পরিচয় বহন করে। শারীরিক অসুস্থতার কারণে এনগেজমেন্ট কম হলেও, আপনার পর্যবেক্ষণগুলো ফটোগ্রাফি পোস্ট, বানান ভুল, Al/Gpt বিষয়ক সতর্কবার্তা খুব গুরুত্বপূর্ণ।
কমিউনিটির উন্নতির জন্য আপনার বিশ্লেষণ ও পরামর্শ নতুন ও পুরাতন ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে। সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসুন, এটাই কামনা করছি। শুভকামনা রইলো।