You are viewing a single comment's thread from:

RE: ভালো লেখার সংজ্ঞা কি?(What is the definition of good writing)

in Incredible Indialast year

আমি একদম নতুন সদস্য হিসেবে সবসময় সজাগ থাকি কিভাবে লেখার বিষয় ঠিক করা যায়। অবশ্যই লেখার সঠিক মান, ছবি, ট্যেগ ও টাইটেল ঠিক করাটা যথেষ্ট কঠিন। এসময় আপনার এই লেখাটা আমার জন্য খুব মুল্যবান ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা। আমি আপনার থেকে জানতে পারলাম যে লেখা উন্নত মানের করার জন্য বিষয়ের ওপর কতোটা সঠিক ধারণা ও জ্ঞান থাকা দরকার। আপনাকে যাই বলে ধন্যবাদ দিনা কেন সেটা আপনার জন্য কম হবে।

Sort:  
 last year 

আপনাদের মধ্যে একজনের ও যদি পোস্ট কোনো কাজে আসে সেটাই আমার স্বার্থকতা। বিষয়টি হলো, সঠিক পথপদর্ষকের বড়ো অভাব আর এটা বোঝার মানুষের আজ আরো বেশি অভাব।
ভালো লাগলো জেনে লেখাটি আপনার কাছে মূল্যবান মনে হয়েছে। পাশে থাকুন আর পথ চলা দীর্ঘ্য হোক এই আশা রাখি, ধন্যবাদ এর চাইতে সেটা অনেক বেশি কাম্য।

ভালো থাকবেন, আর সময়ের অভাবে আপনাদের মূল্যবান মন্তব্যের সদুত্তর দিতে না পারায় ক্ষমাপ্রার্থী।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103685.23
ETH 3342.77
SBD 4.95