You are viewing a single comment's thread from:

RE: Incredible India community application for the Steemit Engagement Challenge Season-18

in Incredible India8 months ago

প্রথমেই এডমিন ম্যাম কে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।এছাড়া মেরা ইন্ডিয়া কমিউনিটি কে জন্মদিনের
অনেক অভিনন্দন।

•প্রথমদিকে এই প্লাটফর্মে এলোমেলো ভাবে ঘুরছিলাম ও কাজ করছিলাম। সত্যিকার অর্থে তখন দিক নির্দেশনার বড়ই অভাব ছিল।সৌভাগ্যক্রমে এই কমিউনিটিতে আমার যাত্রা শুরু হয়। এরপর থেকে দিদি ও মডারেটরদের সহযোগিতায় আমি ধীরে ধীরে অনেক কিছু শিখতে পেরেছি।

•আর সবচেয়ে বড় যে জিনিসটি পেয়েছি তা হচ্ছে নিজের ভেতরের আত্মবিশ্বাস। আমি যে কিছু করতে পারবো এমন উৎসাহ সত্যিকার অর্থে এখান থেকে পাওয়া।আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সততার সাথে পথ চলতে। ফলশ্রুতিতে আমি অনেক দূর এগিয়েছি ও বটে। আমার এটা একান্তই চাওয়া যে এই কমিউনিটির সাথে যাতে আমার পথচলা দীর্ঘ ও সুন্দর হয়।

•আবারো এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর জন্য দিদি আবেদনপত্র জমা দিয়েছেন এবং খুব সুন্দর ভাবে সমস্ত তথ্য উপস্থাপন করেছেন। আমি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো অবশ্যই তারা যেন আমাদের কমিউনিটিকে সিলেক্ট করেন এবং এনগেজমেন্টে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করেন।

•সবশেষে দিদির সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। তিনি যাতে দীর্ঘদিন বহুজনের পাথেয় হয়ে থাকেন এটাই প্রার্থনা করি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95339.71
ETH 3345.39
USDT 1.00
SBD 6.89