You are viewing a single comment's thread from:

RE: My Community Curator Application for March 2024

in Incredible Indialast year

স্টিমিট প্লাটফর্ম এর ওপরে যে বিশ্বাস ও
ভালোবাসা তা ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে কাজ করার পর থেকে আমি পেয়েছি। এখানে একটি পরিবারের মতো করে
@sduttaskitchen ম্যাম দিদি আমাদের সকলকে আগলে রেখেছেন। উনার সততা, নিষ্ঠা ও যোগ্যতার বলেই ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটি আজকে এই অবস্থানে আছে। এছাড়া ব্যক্তিগত অনেক যোগ্যতাই ওনার আছে যা উনি ওনার পোস্টে উল্লেখ ও করেছেন। এগুলো বিবেচনার বিষয়।

২০২৪ সালের মার্চ মাসের কিউরেটর পদের জন্য দিদি আবেদন পত্র জমা দিয়েছেন। নিঃসন্দেহে তিনি যোগ্যতম।

স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে, নিঃসন্দেহে দিদিকে যোগ্যতম ব্যক্তি হিসেবে নির্বাচিত করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সব দিকে সচেষ্ট এটা আমরা খুব ভালোই জানি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 95481.81
ETH 2595.14
USDT 1.00
SBD 1.68