You are viewing a single comment's thread from:

RE: বাবা মানে নির্ভরতার আকাশ, নিরাপত্তার চাদর@oishymaria

in Incredible Indialast year

বাবা মানে নির্ভরতার আকাশ, নিরাপত্তার চাদর। বাবা জীবনের বটবৃক্ষ, তার তুলনা তিনি নিজেই। বাবা শাশ্বাত চির আপন, চিরন্তন। যারা আজও বাবাকে ভালোবাসি কথাটি মুখ ফুটে বলতে পারেননি। তারা আজ বাবাকে ভালোবাসি কথাটি বলে ফেলুন।
বাবা এক মায়ার নাম, বাবা এক ছায়ার নাম। বাবা চোখের সামনে ভেসে ওঠা এক জীবনযোদ্ধার নাম। পৃথিবীর আলো দেখার পর থেকে যে মানুষটা আমাদের একটু সুখের জন্য, আমাদের চাওয়া-পাওয়াগুলো মেটানোর জন্য নিজের সব সুখ ও ইচ্ছা বিসর্জন দেন তিনি বাবা।যিনি আমাদের চাহিদা, আমাদের আবদারগুলো পূরণ করার জন্য দিনকে রাত এবং রাতকে দিন বানিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে যান তিনি আমাদের বাবা। বাবা জীবনের বটবৃক্ষ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছায়া। বাবার তুলনা তিনি নিজেই। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন।বাবাকে ঘিরে আমাদের প্রত্যেকের রয়েছে অনেক না বলা গল্প, না বলা স্মৃতি। এ দিন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার স্মৃতিচারণ করে থাকে। অনেকে বাবার স্মৃতি স্মরণ করতে গিয়ে ছুটে যায় দুরন্ত শৈশব, কৈশোরে। প্রত্যেক সন্তানের কাছে বাবা অতুলনীয়, অসাধারণ। আমার চোখে আমার বাবা একজন মহামানব। পৃথিবীর সব সন্তানের কাছেই তাই।পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

Sort:  

@hafizur46n
আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটিতে সুন্দর কমেন্ট করার জন্য এবং এভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন

 last year 

ওকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ❤️

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 98584.47
ETH 3657.33
SBD 2.51