Better Life with Steem||The Diary Game|| 21 May 2024||
Edited By Canva |
---|
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।
বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো: দিনটি খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম।
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে সকালের নাস্তা সম্পন্ন করি। সকালের নাস্তা সম্পন্ন করে আজকে বাড়িতেই ছিলাম। যেহেতু বাড়িতে ছিলাম। তাই আমার ওয়াইফ সে নাকি বরফ খাবে, এই কথা বললে তখন আমি দোকানে গিয়ে পাঁচটি বরফ নিয়ে আসি ৫০ টাকা দিয়ে।
যাইহোক বরফ নিয়ে এসে আমার ফ্যামিলির সবাই মিলে খেয়েছিলাম। বরফ খাওয়ার আগে একটা ছবিও তুলে রেখেছিলাম। যাইহোক আজকে যেহেতু কোথাও না যে দুপুর পর্যন্ত বাড়িতেই ছিলাম। তাই দুপুরে যখন আযান দিল। তখন আমি সরাসরি গোসলখানায় গিয়ে গোসল সম্পন্ন করেছিলাম।
গোসল সম্পূর্ন করে কিছুক্ষণ পরেই,পরিবারের সাথে দুপুরের খাবার খেয়েছিলাম। দুপুরের খাবার খেয়ে কিছু সময় রুমে বসে থেকে কিছু সময় অতিবাহিত করি। আর যেহেতু দীর্ঘ দশ দিন পর ঢাকা হতে বাড়িতে এসেছি। তাই বাড়িতে ভালো লাগছিল না।
এজন্য বিকালবেলা ঘোরাঘুরি করার জন্য প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাঘুরি করি। আর আমি যে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করেছিলাম। এই জায়গাটা হল আমাদের পাশের গ্রাম অর্থাৎ বিকালবেলা এখানে ঘোরাঘুরি করলে ভালই লাগে। এজন্য সময় পেলে মাঝে মাঝে আমি সেখানে ঘোরাফেরা করি।
যাইহোক আজকে যেহেতু সময় পেয়েছিলাম। তাই প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাঘুরি করেছিলাম। আর প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করা অবস্থায় একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করে দেখানো হল। আমাদের পাশের গ্রামের প্রকৃতির দৃশ্যগুলোর কয়েকটি ছবি তুলেছি। সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হলো।
আপনারা ছবিতে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রকৃতির দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। আশেপাশে গাছ গাছালি এবং পাশে রয়েছে ধানক্ষেত, এছাড়া পাশে দেখতে পারছেন কৃষকেরা ভুট্টা লাগাইছিল। সেই ভুট্টাগুলো তুলিয়ে নিয়ে গেছে।আর জমিতে ভুট্টার ডাটাগুলো রয়ে গেছে।
যাইহোক আজকে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে প্রকৃতির বিভিন্ন দৃশ্য উপভোগ করেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করে দেখানো হলো। আসলেই দেখা যায় প্রকৃতির মাঝে ঘোরাফেরা করলে মনটা খুবই ভালো লাগে।
তাই আমাদের প্রত্যেকের উচিত। সময় পেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে নিজের মনকে প্রফুল্ল করে তোলা। যেমন আজকে আমি প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে কিছু সময় অতিবাহিত করেছি।
যা আমার কাছে খুব ভালো লেগেছে। যাইহোক আপনারাও সময় পেলে, প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে দেখতে পারেন। দেখবেন প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার কারণে আপনার অনেক ভালো লাগবে।
যাইহোক বিকালবেলা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে বাড়ির ভিতরে এসে দেখতে পেলাম আমার ওয়াইফ কিছু শাক পরিষ্কার করে থালার ভিতরে রেখে দিয়েছে।তখন আমি একটা ছবি তুলে রেখেছিলাম।
যা আপনাদের মাঝে শেয়ার করে দেখানো হলো। ছবি তুলে কিছু সময় আমার রুমে বসে থাকি। আর বসে থাকা অবস্থায় কিছুক্ষণ পরেই আমার ওয়াইফ আমাকে কিছু তেলেভাজা পিঠা খেতে বলে, তখন আমি সেই পিঠাগুলো থেকে কয়েকটি তেলে ভাজা পিঠা খেয়েছিলাম।
আমার ওয়াইফ যে তেলে ভাজা পিঠা গুলো বানিয়েছিল। সেগুলো দেখতে খুবই সুন্দর ছিল।তাই আমি পিঠা গুলোর ছবি তুলে রাখি।যা আপনাদের মাঝে শেয়ার করলাম।যাইহোক পিঠা খাওয়ার কিছুক্ষণ পরেই, আমরা সবাই রাতের খাবার সম্পূর্ণ করেছিলাম।
পরিবারের সাথে রাতের খাবার সম্পূর্ণ করে,আমি এবং আমার ওয়াইফ মেসেঞ্জারে শুশুর শাশুড়ির সাথে কিছু সময় কথা বলে, রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি। আর এটাই ছিল আমার ঐইদিনের সকল কার্যক্রম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন । ভালো থাকবেন সকলে ।আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme C15 |
Camera | 8MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @hafizur46n |
অনেক দিন পর নিজের বাড়িতে ফিরেছেন, আপনার নতুন ওয়াইফ নিশ্চয়ই খুব খুশি হয়েছেন।
কিরোন মালা বরফ দেখে মনে পড়ে গেলো টিভিতে হওয়া কিরোনমালা নাটকের কথা। অনেকেই খুব মন দিয়ে দেখতো। যাক বউয়ের ইচ্ছে পূরনের জন্য দোকান থেকে বরফ কিনে আনলেন। আজ পাশের গ্রামে ঘোরাঘুরি করতে গিয়েছিলেন। ঘোরাঘুরি করলে সকলে মনই ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আইসক্রিমের নামটা তো বেশ সুন্দর কিরণমালা। ছোটবেলায় অরুণ, বরুণ আর কিরণমালা নিয়ে রূপকথার গল্প পড়েছিলাম। গ্রামের সবুজ প্রকৃতি দেখলে আমার দুচোখ ভরে যায়। তেলেভাজা পিঠাগুলো দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন
আমরা বিগত পোস্টে অবগত হয়েছি আপনি ঢাকা থেকে আবারও নিজ গ্রামের বাড়িতে এসেছেন। আসলে এক জায়গা থেকে হঠাৎ অন্য জায়গায় গেলে তেমন একটা ভালো লাগে না।
বাড়িতে আসার পর আপনার বউ আইসক্রিম খেতে চেয়েছে। এজন্যে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছেন।
গ্রাম সব সময় বেশি সুন্দর হয়
চারদিকে গাছপালা আর সবুজ ধান ক্ষেত।
সারাদিনের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার আনা আইসক্রিমের প্যাকেটটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। এই কিরণমালা সিরিয়াল দেখার জন্য বাচ্চারা কতইনা বায়না করত। গ্রামের সবুজ প্রকৃতি দেখতে সবার ভালো লাগে। আপনার পোস্টটি খুব ভালো লাগলো।
সমস্ত কিছুর পরে তেলেভাজা পিঠে গুলোর উপরেই আমার চোখ যাচ্ছিল বেশি। স্ত্রী রান্না করেছে বলে কথা। ভালো তো হবেই।
অনেকদিন পর বাড়িতে ফিরে এসেছেন তাই পরিবারের সাথে বেশ কিছু সময় পার করেছেন। আপনি বরফ খাওয়ার কথা বলেছেন। কিন্তু আমি তো আপনার ফোটোগ্রাফিতে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আইসক্রিম। তাহলে বরফ কিভাবে হলো যাইহোক মজা করলাম।🤔
অনেকদিন পরে বাসায় ফিরে এসেছেন। তাই আপনার ওয়াইফ কে ছেড়ে বাহিরে যেতে ইচ্ছে করছিল না।🫢 তাই অনেকটা সময় বাড়িতে পার করেছেন। মজার ছলে কথাটা বলেছি কিছু মনে করবেন না আপনার ওয়াইফ এর হাতের তৈরি পিঠা দেখতে অনেক বেশী সুন্দর দেখাচ্ছে। একদিন আপনাদের বাড়িতে চলে আসব তেলেভাজা পিঠা খাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য করার জন্য। ভালো থাকবেন