ভয় ও হতাশায় আছি।

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে এবং মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

employee-6038877_1280.webpsource

সকালে ঘুম থেকে উঠে মনটা একদম ভালো নেই ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি পাশের বাড়ির একজন পরিচিত আঙ্কেল মারা গিয়েছে ভীষণ খারাপ লাগছিল আঙ্কেলের জন্য আঙ্কেল অনেক ভালো ছিল আমাদেরকে অনেক আদর করতো যেহেতু বাবা আম্মু কাছে না থাকায় বগুড়ায় নানুর সাথেই থাকি আমাদের কোন বিপদ আপদ হলে এবং সাহায্যের প্রয়োজন হলে আঙ্কেল আমাদের সবসময় হেল্প করত এবং আমার বাবার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

হঠাৎ করেই আঙ্কেলের ক্যান্সার হয়েছিল বেশ কয়েকদিন ধরেই শুনতে পারলাম আঙ্কেলের নাকি ক্যান্সার হয়েছে এর জন্য অনেকবার হাসপাতালেও ভর্তি ছিল আল্লাহর ডাকে তাকে পরপারেতে চলে যেতে হল আল্লাহ তার বেহেস্ত নসিব করুক আমিন।

সকালেই আঙ্কেল জানাজা টা শেষ করে মাদ্রাসায় দেরি করে যাই এজন্য নাম প্রেজেন্ট করতে পারিনি তিনটা পিরিয়ড মিস হয়ে গিয়েছে ।যাক সমস্যা নেই, মনটা অনেক খারাপ ছিল মনমরা হয়েই ক্লাসে বসে আছিলাম শেষ পিরিয়ডে ইংলিশ সার এসে বলল আমাদের বার্ষিক পরীক্ষা নাকি যে এই মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে।

head-3390247_1280.jpgsource

স্যারের মুখে এই কথা শুনে আমাদের সবার মাথার উপরে মনে হয় আকাশ ভেঙ্গে পরল সবাই জিজ্ঞেস করলাম যে এত তাড়াতাড়ি পরীক্ষা কেন হবে এর একটি আন্দাজ আমাদের সবারই ছিল যে সামনে কদিন পর ইলেকশন এর জন্য পরীক্ষা আগে আগে হতে পারে সবার ভাবনা ছিল নভেম্বর থেকে পরীক্ষা হবে এবং নভেম্বরের শুরু থেকে পরীক্ষা হয়ে ২০-২৫ স তারিখের দিকেই শেষ হয়ে যাবে এখন শুনছি অন্য কথা।

সব স্কুল মাদ্রাসার পরীক্ষা কোরবানি ঈদের আগেই হয়ে গিয়েছিল আমাদের মাদ্রাসা যেহেতু সেন্ট্রাল মাদ্রাসা এজন্য কুরবানী ঈদের পরে জুলাই মাসে আমাদের পরীক্ষা হয় অর্ধ বার্ষিক পরীক্ষা পরীক্ষা দিয়েই সেপ্টেম্বর শেষ হলো মাত্র এখন বলছে অক্টোবর মাসের বা এই মাসের ২৬ তারিখ থেকে পরীক্ষা শুরু এবং পুরা সেপ্টেম্বর মাস টাই এইচএসসি পরীক্ষার জন্য বন্ধ দিয়ে দিয়েছিল।

এতদিন পর মাদ্রাসা খোলার পর আজ বলছে এই মাসের ২৬ তারিখ থেকে পরীক্ষা শুরু আমরা ছাত্ররা আসলেই হতাশ এই মাদ্রাসায় পড়াশোনা করেন ভুল সিদ্ধান্তটা শুরুতে করেছিলাম মাঝখানে এসে শেষ করতে পারছি না বা এর শেষটাও আছে অনেক দেরি খুব হতাশে আছি এবং ভীষণ ভয়ে আছি।


আজকের মত এই পর্যন্ত আমার আর লিখতে একদমই ভালো লাগছে না সবাই আমার জন্য দোয়া করবেন মানসিক সুস্থতার জন্য ভীষণ টেনশনে আছি এবং অনেক ভয়ে আছি বার্ষিক পরীক্ষায় কি করব সবার কাছে দোয়া চাচ্ছি। 🙏🙏

𝐂ςメ@farhan456

Devicename
Android:Realme C53
Android version:13
Camera:50MP
Location:Bangladesh-bogura
Short by :pixabay

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgUgwawfUwjw7EGvzqnMpLtaos2b8ceK6biSHPJ4SDwA1z59btd9pMzvJpowjTLBcA4u5PX4.png

Sort:  
 last year 

আসলে এ পৃথিবী থেকে একদিন আমাকে আপনাকে সবাইকেই বিদায় নিয়ে পরকালে চলে যেতে হবে। এটাই স্বাভাবিক কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছি। তখন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। যাইহোক আপনারা আঙ্কেলকে সৃষ্টিকর্তা পরকালে ভাল রাখুক। আপনার আঙ্কেল বেহেস্ত নসিব করুক এবং কবর আযাব মাফ করে দিক।

আপনাদের পরীক্ষার কথা এনাউন্সমেন্ট করা হয়েছে। আসলে আমরা যখন ভালোভাবে পড়াশোনা করি না। তখন পরীক্ষার কথা আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এত হতাশ হবেন না এবং তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নেবেন না। ধীরে ধীরে পড়াশোনা শুরু করুন। ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ দিনে আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য। পরীক্ষা সময় এতটা এগিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নেওয়া হয়নি এই ভয়টুকু কাজ করছে। ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

 last year 

আমাদের মাঝখান থেকে অনেক পরিচিত মানুষ চলে যাচ্ছে পরপারে আর একদিন আমরাও ঠিক এভাবেই চলে যাব পৃথিবীর মায়া ছেড়ে।।।

শুনে খারাপ লাগলো আপনার পাশের বাসার আংকেল মারা গেছে আছে।।। আর সে আপনাদের অনেক আদর করত।।।

মন খারাপ করে মাদ্রাসায় যাওয়ার পর শুনলেন পরীক্ষায এই মাস থেকে ওটা শুনে হতাশ হয়ে গেলেন।।।। পড়াশোনার প্রস্তুতি ভালো না থাকলে যদি পরীক্ষা আসে আসলে এটি অনেক যন্ত্রণা মনে হয়।।।

যেহেতু পরীক্ষা হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিন আর আপনার জন্য দোয়া রইল ভালোভাবে পরীক্ষা দিন এবং রেজাল্ট ভালো করুন।।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য ভালো থাকবেন।

 last year 

আমার কমেন্টের রিপ্লাই করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।।।

Loading...
 last year 

আপনার মনটা‌ একটু খারাপ কারন আপনার একজন প্রিয় মানুষ সম্পর্কে আপনার আন্কেল হয় তিনি মারা গেছেন।ওনি খুব ভালো মানুষ ছিলেন। আপনাদের খুব সাহায্য করতেন যে কোন ধরনের সমস্যা হলে। আসলেই ভালো দের সবাই ভালো ই বলে। ওনার জন্য আমার ও দোয়া করি। আপনার পরিক্ষা ও যেন ভালো হয় সেই প্রত্যাশায় রইল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96057.07
ETH 3334.98
USDT 1.00
SBD 3.06