Better Life With Steem || The Diary game || 29 September 2023

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম


আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ডাইরি গেম নিয়ে হাজির হয়েছি আশা করি 29 তারিখ এর দিনের কার্যকলাপ আপনাদের মাঝে তুলে ধরে আমিও খুশি হব এবং আপনাদেরও ভালো লাগবে মনোযোগ সহকারে করার অনুরোধ রাখলাম।

20230930_204204.jpg

আজকে মূলত শুক্রবার ছিল সবারই আজকে ছুটির দিন সে হিসেবে আমার ছুটির দিনটা একটু কমই ছিল সাথে গণিত স্যারের ক্লাসটা এবং প্রাইভেট চার দিন থাকে শনিবার, সোমবার, বুধবার, শুক্রবার, শুক্রবারে মাদ্রাসা তো খোলা থাকে না কিন্তু সকালে একটি গণিত স্যারের প্রাইভেট টা ঠিকই থাকে। সবার চেষ্টা করে বৃহস্পতিবার একটু দেরি করে ঘুম আসি শুক্রবার কোন চাপ নেই ব্যস্ত নেই একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু আমার সে সময়টা কপালে জোটে না। সকালে সাড়ে সাতটার ভেতর ঘুম থেকে উঠে পরি নানু নাস্তা খেয়ে যেতে বলে একটু বিরক্ত লাগছিল শুক্রবারেও প্রাইভেটে যাইতে হবে নানুকে বললাম খাবার রেখে দাও খাব না প্রাইভেট পড়ে আসে খাবো।

বিরক্তিময় হয়ে সকালের প্রাইভেট টা শেষ করে আস্তে আস্তে দশটা বেজে যায়। আমাদের সবারই শুক্রবারের একটাই রুটিন শুক্রবারে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি গোসল করে আগে আগে নামাজের যেতে হবে এবং সামনের কাতারে বসতে হবে এজন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়া। দশটার ভিতর প্রাইভেট থেকে এসে সকালের নাস্তা সেরে নিয়ে কিছুক্ষণ রেস্ট করি এরপর বারোটার মধ্যে গোসল করে নামাজের উদ্দেশ্যে রওনা দেই তিনজন ভাইয়েরা মিলে। আজকে মূলত বারোটার ভিতরে গোসল করেই তিনজন মিলে বের হয়ে গিয়েছিলাম একটু শহরের উদ্দেশ্যে আমার এক ভাই একটি আতর কিনবে শহরে একজন আঙ্কেল বসে উনি জুমার নামাজের আগে বসে কিছুক্ষণ ব্যবসা করে নামাজের পরপরই চলে যায়। আমরা একটু তাড়াহুড়া করে শহরে গিয়ে একটি আতর কিনে নিয়ে আসি আগে।

IMG20230422081201.jpg

নামাজ শেষ করার পরপরই মামা মামী কল করে জানায় আমরা তিনটার ভেতর বাসায় চলে আসছি আমার ছোট মামাতো ভাই এবং মামাতো বোনও সাথে আসছিল। বেশ খুশি হয়ে নানুকে বললাম আজকে শুক্রবার মামা বাসায় আসবে তুমি জানালে না কেন আমাকে আগে। নানা বলল তোর মামা হঠাৎ করে কল করে বলল আজকে বাসায় আসতেছে। জুমার নামাজ পড়ে এসে কপালে আর খাওয়া-দাওয়া হলো না। মামা মামির জন্য অপেক্ষা করলাম এই দিকে নানু খাবার চড়িয়ে দিয়েছে চুলায় মামাকে ২:৩০ এ কল করে বললাম কখন আসবে তোমরা মামা জানালেন আর একটু সময় লাগবে কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি।

আমার বেশ ভালই লাগছিল সাথে দুইটা মামাতো ভাই বোন আসছিল ওদের সাথে খেলাধুলা করতে পারবো একটু সময় কাটাতে পারব। কিছুক্ষণের ভেতর মামা বাসায় চলে আসে আমরা দুপুরের খাওয়া ছেড়ে নেই মামা আমাদেরকে জানায় আমরা কিছু কাজের জন্য এসেছি মামা-মামি একটু শহরে যায় এদিকে মামাতো ভাই ও বোন বাসায় ছিল সন্ধ্যার পর ভাবলাম মামাতো ভাই বোন এসেছে। ফুডপান্ডা থেকে ওদের জন্য দুইটা পিজ্জা অর্ডার করলাম সুন্দর ভেতর মামা মামি চলে আসায় সবাই একসাথেই আনন্দ করে পিজ্জা খাইলাম। এভাবেই এবং সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের শুক্রবার দিনটি এভাবেই শেষ হয়।


আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এ প্রত্যাশা নিয়ে আজকের লেখনি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম।

𝐂ςメ@farhan456

Devicename
Android:Realme C53
Android version:13
Camera:50MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgUgwawfUwjw7EGvzqnMpLtaos2b8ceK6biSHPJ4SDwA1z59btd9pMzvJpowjTLBcA4u5PX4.png

Sort:  
Loading...
 last year 

পড়াশোনার সময় ঘুমটাকে একটু ত্যাগ করতে হবে এটাই স্বাভাবিক। সবাই বৃহস্পতিবার একটু দেরিতে ঘুমায় শুক্রবারে সবার অফিস কাজ বন্ধ থাকে। কিন্তু আপনারা আমার বিষয়টা একেবারেই আলাদা। কেননা আপনিও শুক্রবারে একটু দেরি করে ঘুমাতে পারেন না আর আমিও পারি না। কারণ সন্তান আছে সংসার আছে সেগুলো সামলে নিতে হয়।

খুব সুন্দর একটা দিন পার করেছেন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপনার দিন টি খুব ভালো ভাবেই কাটল। দেখে বুঝতে পারছি। নামায পড়ে আসার সময় পথিমধ্যের সবাই মিলে ছবি তোলে নিলেন। আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.036
BTC 98122.26
ETH 3384.17
USDT 1.00
SBD 3.38